ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হলেন বাঁশখালীর ফয়সাল মাহমুদ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০-৭-২০২৩ বিকাল ৫:৩৬

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ফয়সাল মাহমুদ।গত ১৩ জুলাই ছাত্রলীগের সভাপতি হোসাইন সাদ্দাম ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে ফয়সাল মাহমুদকে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়।


সুত্রে জানা যায়,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সুপ্রতিভা পদচারণা প্রশংসনীয় হওয়াতে ইতিপূর্বে ফয়সাল মাহমুদকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছিল।এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি,এছাড়াও ডাকসু হল ছাত্র সংসদের নির্বাচিত পাঠকক্ষ বিষয়ক সম্পাদকসহ একই হলের আহমেদ ফজলুর রহমান সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন ফয়সাল মাহমুদ।
দলের বিভিন্ন ধাপ অতিক্রম করে এবার কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক পদে পা রাখলেন ফয়সাল মাহমুদ।

গত ২০২২ সালের ৩০ জানুয়ারী ফয়সাল মাহমুদ এর পারিবারিক ও ব্যক্তিগত তথ্যাদি উল্লেখপূর্বক  বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর স্বাক্ষরিত এক প্রত্যায়ন পর্যালোচনায় দেখা যায়,ফয়সাল মাহমুদ চট্টগ্রামর বাঁশখালী উপজেলার ৭ নং সরল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলহাজ্ব আবুল বাশার ও জাহেদা বেগম দম্পতির সন্তান।তাঁর বড় ভাই সরল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং তাঁর আপন জেঠাতো ভাই গাজী আল আমিন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গ্রন্থণা ও পাঠাগার সম্পাদকের দায়িত্ব পালন করাসহ ছাত্র জীবন থেকে ফয়সাল মাহমুদ ছাত্র লীগের সক্রিয় কর্মী হিসেবে দলীয় সকল প্রোগ্রামের সবসময় উপস্থিত থেকে কাজ করে যাচ্ছেন মর্মে উল্লেখ করা হয়।

এছাড়াও ফয়সাল মাহমুদ এর পিতা হাজী আবুল বাশার সরল ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্বরত আছেন এবং তার চাচা সরল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকের আহমেদ সরল ইউনিয়ন আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি দায়িত্বে আছেন বলে জানান গাজী এম.আল আমিন।

উল্লেখ্য,ফয়সাল মাহমুদকে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনোনীত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁর জেঠাতো ভাই গাজী এম আল আমিন।

এমএসএম / এমএসএম

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা