ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

পেঁয়াজের বীজতলা তৈরীতে কৃষকের পাশে কৃষি কর্মকর্তারা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২২-৭-২০২৩ দুপুর ১০:২৪
রাজশাহীর তানোরে সরকারী ভাবে বিনা মূল্যে ১২০ জন কৃষককে দেয়া হয়েছে উন্নতমানের পেঁয়াজের বীজ ১ কেজি করে, ডিএপি ২০ কেজি ও এমওপি ২০ কেজি এবং নানা উপকরন দেয়া হয়েছে। বীজতলা তৈরিতে কৃষকের পাশে থেকে যাবতীয় কার্যক্রম ও সহযোগীতা করছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। এতে করে পেঁয়াজ চাষে নতুন ভাবে ঝুকছেন উপজেলার কৃষকরা। ফলে পেঁয়াজ চাষ হলে প্রচুর লাভবান হবেন বরেন্দ্রভূমির কৃষকরা বলে মনে করছেন স্থানীয় কৃষি দপ্তর।জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার ১২০ জন কৃষককে পেঁয়াজ চাষের জন্য সরকারী ভাবে বিনা মূল্যে প্রনোদনা দেয়া হয়। এরই প্রেক্ষিতে সহকারী কৃষি অফিসারেরা প্রতিনিয়ত পেঁয়াজের বীজ তলা তৈরিতে সহযোগীতা করছেন। কারন অতীতে উপজেলায় এভাবে পেঁয়াজ চাষ বা বীজ তলা হয়নি। দু চার জন কৃষক বিভিন্ন হাট থেকে পেঁয়াজের গাছ এনে রোপন করতেন। কিন্তু এবার কৃষি অফিসের তত্বাবধায়নে বীজ তলা শুরু হয়েছে।পৌরসভার উপসহকারী কর্মকর্তা (বিএস) ইমদাদ জানান, পৌর এলাকার কালিগঞ্জ রায়তান বড়শোগ্রামের কৃষক আব্দুল কুদ্দুসের পেঁয়াজের বীজতলায় বীজ বপন হয়ে গেছে। বীজ তলা তৈরি ও বপনের জন্য সর্বাত্মক সহযোগীতা করা হয়েছে।উপরে পলেথিনের কাগজ, দড়িসহ নানা উপকরন পেয়েছেন কৃষকরা। পানি বের করার জায়গাসহ সব রকম কাজ শেষ হয়েছে। ওই এলাকার কালাম নামের আরেক কৃষকেরও বীজ বপন হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে তালন্দ গ্রামের ওবাইদুল ও সুমাসপুর গ্রামের কৃষক জাইদুর বীজ বপন করবেন। শুধু বীজ বপনের কাজ না, বীজ উত্তোলন ও রোপন পর্যন্ত সার্বক্ষণিক দায়িত্ব পালনে কাজ করতে হবে আমাদেরকে।কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, স্থানীয় সাংসদের নির্দেশনা মোতাবেক সরকারের পক্ষ থেকে ১২০ জন কৃষককে পেঁয়াজ চাষে প্রনোদনা হিসেবে বীজ, সারসহ নানা উপকরন দেয়া হয়েছে। সে অনুযায়ী কৃষকদের জমিতে গিয়ে কিভাবে বীজতলা তৈরির জন্য সব ধরনের কাজ করা হচ্ছে। পেঁয়াজ  বপন রক্ষা করার জন্য যাবতীয় কাজ চলমান রয়েছে। যে পরিমান বীজ দেয়া হয়েছে তাতে করে প্রতি কৃষক এক বিঘা জমিতে পেঁয়াজ রোপন করতে পারবেন। সরকারী প্রনোদনা বাদে বীজ তলায় খুব বেশি খরচ হবেনা। রোপনের ৯০ দিনের আগে উত্তোলন হবে। বিঘায় ৮/ ৭ হাজার টাকা  খরচ হবে। উন্নতমানের বীজ দেয়া হয়েছে বিঘায় নিম্মে ৬০ মন থেকে উর্ধ্বে ৯০/১০০ মন করে ফলন হবে। গড়ে ৭০ মন ফলন হলে নিম্মে বাজার দর ৫০ টাকা কেজি ধরা হলে ১ লাখ ৪০ হাজার টাকা কৃষকের ঘরে আসবে। ৮০% বীজতলার কার্যক্রম শেষ হয়েছে। আসা করছি পেঁয়াজে এমন লাভ পেলে আগামীতে আরো বেশি চাষ হবে বলে মনে করেন এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

অভয়নগরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

তানোরে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ

ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেন দীর্ঘদিন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

শ্রীপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পোশাক শ্রমিকদের ১১ কক্ষ

যশোর-নড়াইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় গৃহবধূ মৃত্যু

বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ, হোটেল মালিকের জরিমানা

আধুনিকতার ছোঁয়ায় গরু দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি

কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়ন পত্র সংগ্রহ

রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

বড়লেখায় বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার ও চেকপোস্ট স্থাপন করে তল্লাশি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আত্রাইয়ে উপজেলা বিএনপির আনন্দ মিছিল

মান্দায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামীসহ আটক ৩

গোদাগাড়ীতে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা