ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

জার্মানির বার্লিনে বিশেষ অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ওয়াকিয়াকে সংবর্ধনা প্রদান


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ২৪-৭-২০২৩ দুপুর ৩:২৭
 চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ২০২৩ এ সাঁতার প্রতিযোগীতায় গোল্ড মেডেল জয়ী ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বাক প্রতিবন্ধী ওয়াকিয়া খাতুনকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, ভোলাহাট সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন, ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রহমত আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুব হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রিজিয়া পারভীন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাঁতার প্রতিযোগীতায় গোল্ড মেডেল জয়ী ওয়াকিয়া খাতুনসহ অন্যরা। 
 
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সহ সকল বক্তারা বলেন, ওয়াকিয়া শুধু ভোলাহাট উপজেলা নয় লাল সবুজের পতাকাকে বহির্বিশ্বে তুলে ধরেছে। প্রধান অতিথির বক্তব্যে মুঃ জিয়াউর রহমান আরও বলেন, ওয়াকিয়া যেন আরও ভালো কিছু করতে পারে সেজন্য সরকার এবং আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। সর্বোপরি ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের সার্বিক সহযোগিতার হাত বাড়ানোরও আশ্বাস দেন এমপি জিয়াউর রহমান। 

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে দিনব্যাপী পালিত কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস

শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‍্যালিতে মানুষের ঢল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারহাট্টায় বিএনপির বিজয় মিছিল

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৮২ শহিদ পরিবার এবং ১৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র‍্যালি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খোকসা'তে বিজয় মিছিল ও আলোচনা সভা

সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি

শহীদদের রক্তের সাথে বেঈমানী করে রাজনীতি সম্ভব নয় -বিজয় র‍্যালিতে এম.এ. মতিন

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

গণঅভ্যুত্থান দিবসে সাটুরিয়ায় বিজয় র‍্যালী ও আলোচনা সভা

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন