জয়পুরহাট সদর উপজেলা এলজিইডির উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন
পরিচ্ছন্ন পরিবেশ, বাড়ায় কাজে মনোনিবেশ এ শ্লোগান নিয়ে এলজিইডি জয়পুরহাট সদর উপজেলার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ এর উদ্বোধন করেন সদর উপজেলা প্রকৌশলী মোঃ সামিন শারার ফুয়াদ।
এসময় উপিস্থত ছিলেন বন্যা প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী রাসেল মীর, কমিউনিটি অর্গানাইজার লুৎফুল্লাহিল কবির, এলসিএস মহিলা দল এর সুপারভাইজার খোরশেদ আলম সহ জামালপুর ও অন্যান্য ইউনিয়নের আরইআরএমপি-৩ এর মহিলা গ্রুপ।
জয়পুরহাট জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন জানান, জেলা কার্যালয় সহ জেলার ৫ উপজেলায় পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে এলজিইডি’র জেলা কার্যালয় সহ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ভবন থেকে শুরু হয় পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহের কার্যক্রম। এ কর্মসূচী আগামী ২৯ জুলাই পর্যন্ত চলমান থাকবে।
এমএসএম / এমএসএম