ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ডেমরায় মালয়েশিয়া ফেরত যাত্রীর স্বর্ণালংকার টাকা পয়সা ডাকাতির ঘটনায় গ্রেফতার ২


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২৬-৭-২০২৩ রাত ৯:৪২
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় মালয়েশিয়া ফেরত দুই যাত্রীর স্বর্ণালংকার টাকা পয়সা, বৈদেশিক মুদ্রা,মোবাইল ফোন ও মালামালসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ডাকাতি করে নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার ২৫ জুলাই রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার সুলতানা কামাল ব্রিজের ইউ টার্নের সামনে এই ডাকাতির ঘটনাটি ঘটে। ঘটনার পর ভুক্তভোগীরা পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ কল করে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ আসে। এ সময় ডাকাতরা প্রায় ১৮ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।এই ঘটনায়  মালয়েশিয়া ফেরত যাত্রী ভুক্তভোগী ফেরদৌসী বেগম (৩৫) বাদী হয়ে ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন। 
মামলা দায়েরের একদিনের মাথায় দুইজন আসামীকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।
তাদের একজন হচ্ছে গাড়ি চালক আজিজুর রহমান রতন (৪৫) অপরজন আসাদ(৪৩)।
 
ডেমরা থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান (পিপিএম) ঘটনার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ডেমরা থানাধীন বোর্ড মিল এলাকার বাসিন্দা মালেয়শিয়া প্রবাসী আমানুল্লাহর স্ত্রী ফেরদৌসী বেগম ও তার কন্যা আফরোজা সুলতানা ঈদ-উল আযহা উদযাপনের জন্য মালয়েশিয়া যান। দেশে ফেরার পূর্বে গত ২৪ জুলাই ফেরদৌসী বেগম মালয়েশিয়ার স্থানীয় সময় রাত আটটার দিকে এলাকার পরিচিত আসাদ নামক এক ব্যক্তির ইমো নাম্বারে ফোন দিয়ে একটি মাইক্রোবাস ঠিক করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠাতে বলেন। গত ২৫ জুলাই রাত একটার দিকে তারা মালয়েশিয়া থেকে দেশে ফিরে বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাদের এগিয়ে নিতে তার ভাগ্নি জামাই ফখরুল ইসলাম, ভাগিনা আবু সায়েম, এলাকার পরিচিত আসাদ, এবং আজিজুর রহমান নামক মাইক্রোবাসের ড্রাইভার একটি কালো রংয়ের মাইক্রোবাস নিয়ে বিমানবন্দরে অপেক্ষা করেন। পরে তারা সকলেই ঢাকা মেট্রো- চ-১২- ০৩৭১ নম্বরের কালো রঙের একটি মাইক্রোবাসে চড়ে বাসার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত ২ ঘটিকার সময়ে তার ভাগ্নি জামাই ফখরুল মেরুল বাড্ডায় নেমে যায়। পরবর্তীতে রাত ২:৩৫ মিনিটের সময় তাদের বহনকারী মাইক্রোবাসটি ডেমরা থানাধীন সুলতানা কামাল ব্রিজের নিচে ইউ টার্নে পৌছামাত্র গাড়ির গতি মন্থর হওয়ার সাথে সাথে পেছন থেকে একটি সাদা রঙের মাইক্রোবাস এসে তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় সেই মাইক্রোবাস থেকে ৪/৫ জন লোক নেমে এসে তাদের বহনকারী মাইক্রোবাসের দরজার টান দিয়ে খুলে ফেলে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদের কে ধমকের সুরে জিজ্ঞেস করে বিদেশ থেকে কে কে এসেছে। এ সময়ে ভুক্তভোগী ফেরদৌসী ভয়ে ভয়ে নিজের পরিচয় দিলে ডাকাতরা তাকে নানা ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে তাদের কাছে থাকা স্বর্ণালংকার বিদেশি মুদ্রা দিয়ে দিতে বলে। এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দেখিয়ে তাদেরকে বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখায়। দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তারা বিদেশ ফেরত যাত্রী ফেরদৌসী বেগম ও তার কন্যার একটি ৫৪ গ্রাম ওজনের স্বর্ণের মোটা চেইন, তিন ভরি ওজনের স্বর্ণের ব্রেসলেট, দুই ভরি ওজনের স্বর্ণের লকেট, পৌনে এক ভরি ওজনের তিনটি স্বর্নের আংটি, পৌনে এক ভরি ওজনের একটি লকেটসহ স্বর্ণের চিকন চেইন, পাঁচগ্রাম ওজনের দুই জোড়া স্বর্ণের কানের দুল, পাঁচগ্রাম ওজনের তিন জোড়া স্বর্ণের কানের রিং, বাংলাদেশি নগদ ৯ হাজার টাকা, ২৬০০ ইউএস ডলার, ২৫০০ মালয়েশিয়ান রিংগিত, দুইটি ভিভো মোবাইল ফোন, দুইলক্ষ চল্লিশ হাজার টাকা মূল্য মানের একটি স্মার্ট আইপিএস, একটি টলি ব্যাগ (কাপড়-চোপড় ভর্তি), এটিএম কার্ড, এনআইডি কার্ড ও বিভিন্ন কাগজপত্র সহ ডাকাতি করে নিয়ে পালিয়ে যায়। এ সময় তাদের বহনকারী গাড়ির ড্রাইভার আজিজুর রহমান রতন এবং গাড়ি ভাড়া করা ব্যক্তি আসাদ কোন কথা না বলে শব্দ না করে নিরব ভূমিকা পালন করায় তাদের আচরণ সন্দেহ মূলক ছিল বলে জানান ভুক্তভোগী ফেরদৌসী বেগম। এজাহারে তিনি আরো উল্লেখ করেন ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাসে চালকসহ মোট ৬/৭ জন লোক ছিল। এবং প্রত্যেক ডাকাতের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলেও তিনি উল্লেখ করেন। এ সময়ে ডাকাতরা ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র দিয়ে তার ভাগিনা শাহাদ আল নূরের মুখে আঘাত করে। ডাকাতি শেষে তারা মাইক্রোবাস নিয়ে পশ্চিম দিকে চলে যায়। ডাকাতরা ঢাকার আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলছিল বলেও তিনি আজাহারে উল্লেখ করেন।
 
এ বিষয়ে ডেমরা থানার অফিসার্স ইনচার্জ শফিকুর রহমান (পিপিএম) দৈনিক সকালের সময়কে বলেন,  ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ডেমরা থানার পুলিশ, একজন হচ্ছে  রতন (৪৫)অপরজন আসাদ(৪৩), ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করতে সক্ষম হয়েছে পুলিশ, বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ওয়ারিতে রাজউকের উচ্ছেদ অভিযান, অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ঢাকা-১১ আসনে ফজলে বারী মাসউদ ও ঢাকা-১৮ আসনে আনোয়ার হোসেন

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মামলায় নাম জড়িয়ে ব‍্যবসায়ী আকবর’কে হয়রানি,প্রশাসনীক চার দপ্তরে লিখিত অভিযোগ

গুলশান-বনানীতে মার্ডারের পরও থেমে নেই স্পা ও বিভিন্ন লাউঞ্জের নামে অবাধ অপরাধচক্র

ব্যবসায়ী রাজু’কে উদ্দ‍্যোশ‍্য প্রণোদিত মামলা, ডিএমপি কমিশনার কার্যালয়ে অভিযোগ

তরুণ সাংবাদিক ইসমাইল হোসেন: সংবাদ পেশা থেকে মানবসেবার অগ্রদূত

জনগণ যেদিকে চায় বিএনপি সেদিকে থাকবে: মোস্তফা জামান

শ্রমিকের অধিকার পূরণ না করে নতুন বাংলাদেশের যাত্রা হবে না-জোনায়েদ সাকি

ডেমরা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ভুমি মন্ত্রণালয়ে অভিযোগ

শূন্য থেকে শুরু করা শাকিব এখন সফল মার্কেটিং উদ্যোক্তা

ইউনুস সরকারকে উৎখাতে কাফনের কাপড় পরে আন্দোলকারীদের অবৈধ সম্পদের সন্ধানে গোয়েন্দারা