ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

তানোরে অতিরিক্ত টাকা না দেয়ায় রোপা আমনে সেচ না দেয়ার অভিযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১-৮-২০২৩ দুপুর ১১:৫০

রাজশাহীর তানোরে অতিরিক্ত টাকা না দেয়ায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় স্থাপিত গভীর নলকুপ অপারেটরের বিরুদ্ধে ফেটে চৌচির রোপা আমনের (ক্ষেতে) জমিতে সেচ না অভিযোগ পাওয়া গেছে। 

এঘটনায় ভুক্তভোগী কৃষক তানোর পৌর এলাকার রায়তান বাজে আকচা মহল্লার  মৃত শহর মোল্লার পুত্র আলহাজ গাফ্ফার মোল্লা ও বাজে বড়শো গ্রামের মৃত হরিপদ সরকারের পুত্র ধীরেন্দ্রনাথ বাদি হয়ে ডিপ অপারেটরের বিরুদ্ধে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোনের সহকারী প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগের বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন না করায় কৃষকদের মধ্যে হতাশার পাশাপাশি চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। 

অভিযোগ ও এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, অতিরিক্ত টাকা না দেয়ায় তানোর পৌর এলাকার বাজে বড়শো মৌজায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের স্থাপিত ২নং গভীর নলকুপের অপারেটর তানোর পৌর এলাকার রায়তান বাজে আকচা গ্রামের মৃত রুব্বানের পুত্র জসিমুদ্দীন মন্ডল কৃষকদের ফেটে যাওয়া রোপা আমনের জমিতে সেচ দিচ্ছেন না। ফলে, শুকিয়ে যাওয়া জমি ফেটে চৌচির হয়ে পড়ায় মরতে বসেছে রোপা আমন ধান। 

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সরেজমিনে ওই জমির ক্ষেতে গিয়ে দেখা গেছে, ওই এলাকার রোপা আমনের ক্ষেত শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে পড়েছে। দু'একদিনের মধ্যে বৃষ্ট না হলে বা সেচ না দেয়া হলে নষ্ট হয়ে যাবে রোপন করা রোপা আমন ধান। 

এসময় কথা হয় এলাকার বেশ কয়েকজন কৃষকের সাথে তারা বলেন, রোপা আমন রোপনের সময পরিমানমত বৃষ্টি না হওয়ায় কৃষকরা গভীর নলকুপ থেকে সেচ দিয়ে ধান রোপনের সময় গভীর নলকুপ অপারেটর জসিমুদ্দীন মন্ডল কৃষকদের জিম্মি করে ঘন্টা প্রতি ২শ' টাকা করে আদায় করেছেন। 

রোপা আমনের সময় পার হয়ে যাওয়ার কারনে বাধ্য হয়ে কৃষকরা ওই সময় ২শ' টাকা ঘন্টায় পানি নিয়ে সেচ দিতে বাধ্য হয়েছিলেন। একই সাথে পানির লাইনের ভল্টার চুরি হওয়ায় কৃষকদের কাছ থেকে বিগা প্রতি ১শ' টাকা করে নিয়েছেন কিন্তু সেটি ম্যারামত করেন নি। 

দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় নোপা আমনের ক্ষেত শুকিয়ে ফেটে চৌচির হয়ে পড়েছে। ফলে রোপা আমন ধান বাঁচাতে কৃষকরা ওই অপারেটরের কাছে জমিতে সেচের জন্য পানি নিতে গেলে আবারো ঘন্টা প্রতি ২শ' টাকা করে দাবি করেন। 

এসময় কৃষকরা কার্ড দিয়ে পানি নিতে চাইলে অপারেটর জসিমুদ্দীন কার্ডে পানি নিতে চাইলে ঘন্টা প্রতি অতিরিক্ত ৫০ টাকা করে দাবি করেন।কৃষকরা অতিরিক্ত টাকা দিতে না চাওয়ায় অপারেটর কৃষকদের ফেটে যাওয়া রোপা আমনের জমিতে সেচ দেননি এবং দিচ্ছেন না। 

ফলে এলাকার রোপা আমনের ক্ষেত শুকিয়ে ফেটে চৌচির হয়ে পড়েছে। এতে ফসল নষ্টের অপক্রম হয়ে পড়েছে রোপা আমনের ধান। এঘটনায় এলাকায় কৃষকদের মধ্যে হতাশার পাশাপাশি চরম অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে। 

এবিষয়ে মোবাইলে ফোন যোগাযোগ করা হলে অভিযুক্ত গভীর নলকুপ অপারেটর জসিম উদ্দীন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন ডাল সিজিন তাই জমিতে সেচ দিতে হলে ঘন্টা প্রতি ২শ ' টাকা দিতে হবে আর কার্ড দিয়ে সেচ দিতে হলে ঘন্টা প্রতি আমাকে অতিরিক্ত ৫০ টাকা করে দিতে হবে না হলে পানি দিবো না বলে জানান তিনি। 

এব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তানোর জোনের সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়া গেছে, কৃসকদের জমিতে সেচ প্রদানের জন্য অপারেটরকে বরা হবে জানিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেন তিনি।

এমএসএম / এমএসএম

অভয়নগরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

তানোরে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ

ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেন দীর্ঘদিন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

শ্রীপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পোশাক শ্রমিকদের ১১ কক্ষ

যশোর-নড়াইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় গৃহবধূ মৃত্যু

বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ, হোটেল মালিকের জরিমানা

আধুনিকতার ছোঁয়ায় গরু দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি

কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়ন পত্র সংগ্রহ

রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

বড়লেখায় বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার ও চেকপোস্ট স্থাপন করে তল্লাশি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আত্রাইয়ে উপজেলা বিএনপির আনন্দ মিছিল

মান্দায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামীসহ আটক ৩

গোদাগাড়ীতে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা