তথ্য দিতে গড়িমসি, ডিসির নির্দেশও মানছেন না ইউএনও
বাংলাদেশের সংবিধানে তথ্য প্রাপ্তির অধিকার একটি অবিচ্ছেদ্য অংশ। তাই তথ্য অধিকার আইন ২০০৯ প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ সরকার। কিন্তু সরকারী কর্মকর্তা হয়েও সরকারের আইন মানছেন না ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ফৌজিয়া নাজনিন।
জানা যায়, চলতি বছরের ২ ফেব্রুয়ারী তথ্য চেয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেন সাংবাদিক হলি সিয়াম শ্রাবণ। আইন অনুযায়ী নির্ধারিত সময়ে তথ্য না দেয়ায় গত ১৯-০৪-২০২৩ তারিখে জেলা প্রশাসক বরাবরে আপীল করেন শ্রাবণ। আপীলের বিষয়টি আমলে নিয়ে গত মে মাসের ১০ তারিখে শুনানীর দিন ধার্য্য করেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মুস্তাফিজার রহমান। শুনানীর দিন আপীলকারীর বক্তব্য শুনে আপীল মঞ্জুর করে তথ্য সরবরাহ করে দেয়ার জন্য গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ফৌজিয়া নাজনিনকে নির্দেশ প্রদান করেন (ডিসি) মুস্তাফিজার রহমান।
কিন্তু ডিসির নির্দেশের প্রায় ৩ মাস অতিবাহিত হয়ে গেলেও আবেদনকারীকে তথ্য দেননি ইউএনও ফৌজিয়া নাজনিন।
এবিষয়ে জানতে চাইলে ইউএনও ফৌজিয়া নাজনিন বলেন, তথ্য দেয়ার বিষয়ে কোন নির্দেশ বা চিঠি আমি পাইনি।
তথ্যের আবেদনকারী হলি সিয়াম শ্রাবণ জানান, তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে তথ্য না পাওয়ায় আমি জেলা প্রশাসক বরাবরে আপীল করি। আপীল শুনানীর দিন ডিসি স্যার নিজে আমাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তিনি আপীল মঞ্জুর করে আমাকে তথ্য দেয়ার জন্য রায় দেন। রায়ের কপিটি আমি পেয়েছি কিন্তু এখন পর্যন্ত তথ্য পাইনি।
জানতে চাইলে ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মুস্তাফিজার রহমান বলেন, প্রত্যেক সাংবাদিকদের তথ্য অধিকারে তথ্য পাওয়ার বিধান আইনেই রয়েছে। নির্দেশনা দেওয়ার পরেও কেনো তথ্য দেওয়া হলো না বিষয়টি খতিয়ে দেখা হবে।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান