মির্জাগঞ্জে দুই সন্তানের জননীর আত্মহত্যা
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকার দিকে মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আসমা আক্তার (২৬)। তিনি একই গ্রামের সৌদি প্রবাসী মো.ওমিউল্লাল সিকদারের স্ত্রী। তাদের ঘরে বেল্লাল হোসেন (৯) ও হাসান (৪) নামে দুজন ছেলে সন্তান রয়েছে।
নিহতের শশুর আব্দুল হক শিকদার বলেন, দুপুরের খাবার শেষে আমি আমার দুই নাতী নিয়ে পাশের গ্রামে ভাজনা কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা দেখতে যাই, খেলা শেষে বাড়ি ফিরে ঘরের সামনের দরজা বন্ধ দেখে বড় ছেলে মা-মা করে ডাক দিলে কোন সারা শব্দ না পেয়ে পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে দেখতে পায় ঘরের দোতালায় রুয়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলছে। এরপর রশি কেটে নিচে নামিয়ে দেখেন সে মৃত্যু বরণ করেছেন। তারপর তাদের ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম