ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

ইবিতে পোষ্য কোটার আন্দোলনে পাঁচ ঘন্টা কর্ম বিরতি শিক্ষার্থীরা বিপাকে


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ৬-৮-২০২৩ দুপুর ১২:৭

ইবিতে পোষ্য কোটার আন্দোলন এখন তুঙ্গে। ইবি চাকরিজীবিদের ব্যানারে গত ১ আগস্ট থেকে চলে আসা এ আন্দোলনের ৪র্থ দিনে ৫ আগস্ট কর্মকর্তা- কর্মচারীরা সকাল ৯ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত পাচ ঘন্টা কর্মবিরতি করেছে।কর্ম বিরতিতে ক্যাম্পাস অবরুদ্ধ হয়ে পড়ে।পরিবহন বন্ধ করে আন্দোলন করায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। নিজেদের সন্তানদের সুবিধা দিতে অন্যের সন্তানকে জিম্মি করে দাবি আাদায়ের অভিযোগ উঠেছে। তথ্য সূত্রে জানা গেছে গত ১ আগস্ট কোটা কমিটির আহবায়ক প্রফেঃ ড.বাকীবিল্লাহ বিকুল ও আইসিটি সেলের পরিচালক প্রফেঃ ড.তপন কুমার জোদ্দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল  মুক্তিযোদ্ধা,প্রতিবন্ধি,ক্ষুদ্র নৃ- গোষ্ঠী, উপজাতি, হরিজন, দলিত জনগোষ্ঠী, খেলোয়াড়, এবং পোষ্যদের ভর্তি কোটা রিপোর্ট প্রফেঃ ড.আঃসালামের নিকট হস্তান্তর করা হয়।রিপোর্টে  বলা হয় ইবিতে ২০২২-২৩ ইং সেশনে কোটা পদ্ধতিতে সর্ব নিম্ন লিখিত ও ভাইবা মিলে ৩০ নম্বর পেতে হবে।৩০ নম্বরের নীচে পেলে আবেদন করা যাবে না। ইবির এ নির্দেশনা চাকরিজীবি জোট মানতে নারাজ।তাদের দাবি ইবি চাকরিজীবির সন্তান হলেই সে ইবিতে পড়ালেখা করার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।সে মোতাবেক গত ২৬ জুলাই  থেকে কর্মকর্তা- কর্মচারীর ব্যান্যারে মৌখিক ভাবে বিভিন্ন ভাবে দাবি করে আসছিল। তাদের দাবি পালন না হওয়ায় অবশেষে কর্ম বিরতির এ পথ বেছে নিতে হয়েছে বলে জানান কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ ইমদাদুল আলম। তিনি আরও  বলেন,আমাদের সঙ্গে প্রহসণ করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের মত আমার সন্তানেরও ৩০ নম্বর পেতে হবে তহলে ইবির চাকরিজীবি হয়ে লাভ কী?  দাবি আদায় না হওয়া  পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। দাবি  আদায় না হলে বৃহত্তর কর্মসূচী দেয়া হবে।এ বিষয়ে ভিসিকে প্রশ্ন করা হলে তিনি জানান, ইবিিতে ইউজিসি নির্দেশিত সকল কোটা বাস্তবায়ন করা হয়। শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করতে ইবি প্রশাসন সর্বদা নিরলস পরিশ্রম করে যাচ্ছে।শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি নীতিমালা মালার বাইরে আমাদের কিছুই করার নাই।গুচ্ছের আওতায় সবকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি একই।ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান বলেন, রিমোট এলাকায় ইবি ক্যাম্পাস হওয়ায় এখানে কোটার চহিদা বেশি। তাফালিং- ঝাফালিং যাইহোক ইউজিসির নির্দেশনার বাইরে যেয়ে কিছুই করা সম্ভব নয়।উল্লেখ্য এ কোটা সম্পর্কিত একটি রিপোর্ট গত ৩ জুলাই দৈনিক সকালের সময়ে ফলাও করে প্রকাশ করা হয়

এমএসএম / এমএসএম

যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা

যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম

শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত

নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

চাঁদপুরে শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত