ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ইবিতে পোষ্য কোটার আন্দোলনে পাঁচ ঘন্টা কর্ম বিরতি শিক্ষার্থীরা বিপাকে


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ৬-৮-২০২৩ দুপুর ১২:৭

ইবিতে পোষ্য কোটার আন্দোলন এখন তুঙ্গে। ইবি চাকরিজীবিদের ব্যানারে গত ১ আগস্ট থেকে চলে আসা এ আন্দোলনের ৪র্থ দিনে ৫ আগস্ট কর্মকর্তা- কর্মচারীরা সকাল ৯ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত পাচ ঘন্টা কর্মবিরতি করেছে।কর্ম বিরতিতে ক্যাম্পাস অবরুদ্ধ হয়ে পড়ে।পরিবহন বন্ধ করে আন্দোলন করায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। নিজেদের সন্তানদের সুবিধা দিতে অন্যের সন্তানকে জিম্মি করে দাবি আাদায়ের অভিযোগ উঠেছে। তথ্য সূত্রে জানা গেছে গত ১ আগস্ট কোটা কমিটির আহবায়ক প্রফেঃ ড.বাকীবিল্লাহ বিকুল ও আইসিটি সেলের পরিচালক প্রফেঃ ড.তপন কুমার জোদ্দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল  মুক্তিযোদ্ধা,প্রতিবন্ধি,ক্ষুদ্র নৃ- গোষ্ঠী, উপজাতি, হরিজন, দলিত জনগোষ্ঠী, খেলোয়াড়, এবং পোষ্যদের ভর্তি কোটা রিপোর্ট প্রফেঃ ড.আঃসালামের নিকট হস্তান্তর করা হয়।রিপোর্টে  বলা হয় ইবিতে ২০২২-২৩ ইং সেশনে কোটা পদ্ধতিতে সর্ব নিম্ন লিখিত ও ভাইবা মিলে ৩০ নম্বর পেতে হবে।৩০ নম্বরের নীচে পেলে আবেদন করা যাবে না। ইবির এ নির্দেশনা চাকরিজীবি জোট মানতে নারাজ।তাদের দাবি ইবি চাকরিজীবির সন্তান হলেই সে ইবিতে পড়ালেখা করার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।সে মোতাবেক গত ২৬ জুলাই  থেকে কর্মকর্তা- কর্মচারীর ব্যান্যারে মৌখিক ভাবে বিভিন্ন ভাবে দাবি করে আসছিল। তাদের দাবি পালন না হওয়ায় অবশেষে কর্ম বিরতির এ পথ বেছে নিতে হয়েছে বলে জানান কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ ইমদাদুল আলম। তিনি আরও  বলেন,আমাদের সঙ্গে প্রহসণ করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের মত আমার সন্তানেরও ৩০ নম্বর পেতে হবে তহলে ইবির চাকরিজীবি হয়ে লাভ কী?  দাবি আদায় না হওয়া  পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। দাবি  আদায় না হলে বৃহত্তর কর্মসূচী দেয়া হবে।এ বিষয়ে ভিসিকে প্রশ্ন করা হলে তিনি জানান, ইবিিতে ইউজিসি নির্দেশিত সকল কোটা বাস্তবায়ন করা হয়। শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করতে ইবি প্রশাসন সর্বদা নিরলস পরিশ্রম করে যাচ্ছে।শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি নীতিমালা মালার বাইরে আমাদের কিছুই করার নাই।গুচ্ছের আওতায় সবকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি একই।ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান বলেন, রিমোট এলাকায় ইবি ক্যাম্পাস হওয়ায় এখানে কোটার চহিদা বেশি। তাফালিং- ঝাফালিং যাইহোক ইউজিসির নির্দেশনার বাইরে যেয়ে কিছুই করা সম্ভব নয়।উল্লেখ্য এ কোটা সম্পর্কিত একটি রিপোর্ট গত ৩ জুলাই দৈনিক সকালের সময়ে ফলাও করে প্রকাশ করা হয়

এমএসএম / এমএসএম

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন

মিরসরাইয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ১

হাটহাজারী পোনা মাছ অবমুক্ত কার্যক্রম অনুষ্ঠিত

‎ অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমসহ নানান অভিযোগ

গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নবীনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশার কথা জানালেন অ্যাডভোকেট মতিন

গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপে ধাওয়া–পাল্টাধাওয়া, পুলিশ ও সাংবাদিকসহ আহত ৫

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ দোকানে জরিমানা, ৭০ বস্তা সার জব্দ

নড়াইলের কালিয়ায় ডা: পারভেজসহ বিএনপির সম্ভাব্য চার এমপি প্রার্থীর পোষ্টার-ফেষ্টুন ছেড়ার অভিযোগ

নগরকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

পাবনা ফরিদপুর উপজেলার, খাগরবাড়িয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ভূরুঙ্গামারীতে নূরের উপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ এর বিক্ষোভ মিছিল