ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে ১৫০ কেজি গাঁজা-আটক ৩


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ৭-৮-২০২৩ দুপুর ৩:৪৪
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা পাচারকালে তিনজনকে আটক করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় একটি মাইক্রোবাসেও গাঁজা পাওয়া যায়। গাড়ি দুটি জব্দ করা হয়ে।
 
সোমবার ভোর ৬টার দিকে নাটোরের সিংড়া থানার লালোর বাজারে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ।
 
আটকরা হলেন-মৃত নুরুজ্জামানের ছেলে মো.নুর আলিম সরকার মিলন (৩৭),মো. আবু হোসেনের ছেলে মোমিনুল ইসলাম (৩৬) ও মো.জয়নাল আবেদীনের ছেলে মো. হোসাইন আহম্মেদ (২৩)। এদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায়।
 
বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মোহা.জিললুর রহমান বলেন,মাদক চোরাচালানে ব্যবহৃত গাড়িতে সাঁটানো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বাহিনীসহ সরকারি বিভিন্ন দপ্তরের স্ট্রিকার। চক্রটি দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছে এমন তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে আসে।
 
তিনি আরও বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সকালে একটি গোয়েন্দা দল নাটোরের লালোর বাজারে অবস্থান নেই। এমন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়িতে তল্লাশি করে মাঝের সিটের পেছনে রক্ষিত ১৫০ কেজি এবং অপর একটি মাইক্রোবাসে তল্লাশি করে ৯০ কেজি গাঁজা পাওয়া যায়। সর্বমোট ২৪০ গাঁজা কেজি এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত গাড়ি দুটি জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে কারাগারে পাঠানো প্রক্রিয়াধীন।
 
জিললুর রহমান বলেন,সরকারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা পাচার হচ্ছে। এর আগেও এভাবে সরকারি স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা ধরা হয়েছে। মাদক চোরাকারবারিরা নতুন এ পদ্ধতি ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা চালাচ্ছে। আমার এ বিষয়ে আরও গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছি।
 
সংবাদ সম্মেলনে বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

শারদীয় দুর্গোৎসবে সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিলঃ শাহ রিয়াজুল হান্নান

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

কুমিল্লায় দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে সেনবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি

আত্রাই ব্রিজের দক্ষিণ পার্শ্বে চারমাথা মোড়ে গোলচত্বর নির্মাণ এখন সময়ের দাবি: খবিরুল ইসলাম

গোদাগাড়ীতে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, দুইদিন পর শিশুর লাশ উদ্ধার

বিজিবি-বিএসএফের উদ্যোগে বেনাপোল সীমান্তে ভারতীয় নাগরিক পিতার লাশ দেখলো মেয়ে

কাউনিয়ায় অ্যানথ্রাক্সে আক্রান্ত গরুর মাংস খেয়ে অসুস্থ ৪জন

‎অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুক কুরুচিপূর্ণ স্ট্যাটাস,থানায় জিডি

সোনারগাঁয়ে বিএনপি নেতাকে মারধরের চেষ্টা ও হত্যার হুমকি থানায় অভিযোগ

মেহেরপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

চট্টগ্রামে জাল সনদে প্রধান শিক্ষক, ব্যবস্থা নেওয়ার সুপারিশ

দুমকিতে রাতের আঁধারে প্রতিবন্ধীর বসত ঘরে হামলাও ভাঙচুরের অভিযোগ

কুমিল্লা উত্তর জেলা জাসাসের আয়োজনে ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮০তম জন্মদিন পালন