ঢাকা বৃহষ্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নার্সারিতে স্বাবলম্বী নাঙ্গলকোটের আশিক শামীমুর রহমান


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৭-৮-২০২৩ বিকাল ৫:৩৩
নার্সারি করে সফল হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তুগুরিয়া গ্রামের আশিকুর রহমান । মাত্র একাদশ শ্রেণি পড়ালেখা চলমান অবস্থায়  নার্সারি করার স্বপ্ন দেখেন আশিকুর রহমান । পড়াশোনার পাশাপাশি ই শুরু করেন গাছের চারা রোপণ।
 
বাড়ির আঙিনায় নিয়মিত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করে স্বল্প সময়ে বিক্রি করেন।  ১২ শতাংশ জমিতে মাত্র ১৮০০  টাকা নিয়ে শুরু করেন নার্সারি। প্রথমে মেহগনি, আকাশি ও আম গাছ রোপণ করে। কয়েক বছরের মধ্যে গাছের গুনগত মান ভালো হওয়ায় অনেকেই আসেন তার বাগান দেখতে।
 
শুরুটা শখের বসে হলেও এক সময় আয়ের উৎসও হয় এই নার্সারি। নার্সারিতে ফল গাছের পাশাপাশি আছে বিভিন্ন ফুল গাছ ও ঔষধি গাছ।  আর এখন তার জমির পরিমাণ  ১০০ শতাংশ।
 
একসময় নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের তুগুরিয়া নিজ গ্রামেই ছোট পরিসরে গাছের চারা রোপন ও বিক্রি শুরু করেন। ধীরে ধীরে চারা বিক্রি বাড়তে থাকে। মাত্র ২ বছরের মধ্যেই লাভের মুখ দেখতে পান তিনি। সফলতার হাতছানিতেই নার্সারির প্রতি আগ্রহ বাড়ে। তার এই নার্সারি সফলতা দেখে অনেক তরুন যুবকেরা ও স্বপ্ন দেখছেন এই ধরনের নার্সারি করতে।
 
বর্তমানে ১০০ শতাংশ জমিতেই বিভিন্ন প্রজাতির গাছের চারা নিয়ে উপজেলার  আদ্রা ইউনিয়নের তুগুরিয়া হাইওয়ে গ্রামে গড়ে তুলেছেন নার্সারি। ছোটবেলা থেকেই নার্সারি করার স্বপ্ন একসময় পূরণ হয়েও যেন বন্যায় সব স্বপ্নই ভেসে যায়।
 
সব গাছ পানিতে তলিয়ে যাওয়ায় এক সময় সব কিছু শূন্য হয়ে যায়। অবশিষ্ট বলতেই কিছু নেই। এক টুকরো জমি ই যেন এখন ভরসা। সবুজ বাগানে পরিণত হয়েছে দুঃস্বপ্নের চাদরে। তবুও স্বপ্ন দেখা বন্ধ হয়নি আশিকের। আবারও শুরু করেন চারা গাছ রোপণ। স্বপ্ন দেখেন নতুন করে নার্সারি করার। এবার বাণ্যিজ্যিকভাবে শুরু করেন। পরিবারের অভাব অনটন থাকা সত্ত্বেও গাছের প্রতি ভালবাসা থেকেই আবার ঘুরে দাড়ান। মাত্র কয়েক বছরের ব্যবধানেই আবার সফলতার মুখ দেখতে পান। এবার স্বপ্ন যেন সত্যি সত্যি পূরণ হয়েছে।
 
আশিকুর রহমান জানান, বর্তমানে ৭৫ শতাংশ জমিতে নার্সারি রয়েছে। এবছর এই জায়গায় বিভিন্ন বনজ, ফলদ, ঔষধি ও ফুলের চারা রোপন করেছেন। এর মধ্যে এবছর তিনি তার নার্সারিতে নারিকেল ও সুপারি চারা বিক্রি করেছেন। এছাড়াও নার্সারিতে প্রায় দেড় শতাধিক প্রজাতির বনজ ও ফলজ গাছ রয়েছে। আমের জাতের মধ্যে সূর্যডিম, হাড়িভাঙ্গা, ল্যাংড়া, আম রুপালী, হিম সাগর, গুটি ফজল সহ প্রায় ৩০টি জাতের চারা রয়েছে। ফুলের মধ্যে থাই গোলাপ, রজনীগন্ধা, চায়না টগর, হাছনাহেনা, বকুল, কৃষ্ণচূড়া সহ প্রায় শতাধিক প্রজাতির চারা রয়েছে। এছাড়াও আছে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছও।
 
তিনি আরও জানান, জীবিকার তাগিদে এই নার্সারিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। পরিবারের অভাব অনটনেও কখনোই নার্সারির স্বপ্ন দেখা বন্ধ হয়নি। কয়েকবার বৃষ্টির পানিতে গাছের চারা ভেসে গেলেও তার স্বপ্ন কখনোই তাকে পিছনে ফিরতে দেয়নি। স্বপ্নবাজ হওয়ায় বার বার লোকসানের মুখে পড়েও আবারও নতুন করে শুরু করেছেন নার্সারি। তার বর্তমানে নার্সারিতে ১০ লক্ষ টাকার গাছের চারা রয়েছে। এই নার্সারিতে কর্মসংস্থান হয়েছে অনেকের। 
নার্সারিটা কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়াই শত শত মানুষ দেখতে যান এখানে।যাতায়াতের সুযোগ সুবিধা ভালো হওয়ায় কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এর বিভিন্ন পাইকারী ব্যবসায়ীরা ও ছুটেঁ যান এখানে।
 
এই বিষয়ে চাইলে এই তরুণ উদ্যেক্তা জানান, ইনশাআল্লাহ সবার সহযোগিতা ও ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। সকলে আমার নার্সারিতে আসবেন।

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম

পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই

শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা

গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ

কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান

উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন

গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন

ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন

মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন

জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।

শেরপুরে গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার