নাঙ্গলকোটে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষ-হামলায় আহত ৫

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৬নং মক্রবপুর ইউনিয়নের মক্রবপুর গ্রামে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তির অংশীদার দাবি করায় সংর্ঘষ ও হামলায় ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ইউছুফের ছেলে কাউছার তার বাবার দেয়া ওয়ারিশসূত্রে অংশীদার ও তার ফুফুদের সম্পত্তি তাদের কাছ থেকে ২ শতক জমি ক্রয় করেন। দীর্ঘদিন যাবৎ তার চাচা সিরাজ মিয়া কাওছারের বাবার সম্পত্তি ভোগদখল করে আসছেন। এতে মৃত ইউছুফের সম্পত্তি চাইলে তাদের কোনো সম্পত্তি না দেয়ার অঙ্গিকার করেন। এ নিয়ে অনেকবার সালিশ-দরবার হলেও কোনো সুরাহা হয়নি।
এ নিয়ে স্থানীয় সালিশদাররা সিরাজ মিয়ার সাথে কথা বলে মীমাংসা করতে চাইলেও তিনি কোনো কথার তোয়াক্কা না করে নিজের মতোই চলেন এবং গত সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় সিরাজ মিয়া জোরপূর্বক কাওছারের জমিতে ঘর তোলার চেষ্টা করেন। তাতে বাধা দিতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে কাওছারসহ ৫ জনকে আহত করেন সিরাজ মিয়া ও তার ছেলেরা। এরমধ্যে কাওছারকে গুরুতর অবস্থায় এবং আহতদের সবাইকেকে উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
এ বিষয়ে মৃত ইউছুফের স্ত্রী তাহেরা বেগম বলেন, আমার শ্বশুরের ১০ শতক জমি ভাগ-বণ্টন না হওয়ায় একাই অভিযুক্ত সিরাজ মিয়া ভোগদখল করে আসছে। সবার সম্পত্তি ভাগ-বণ্টন করার জন্য বলে তিনি টালবাহানা করে আসছে। এরমধ্যে আমার ছেলে কাওছার ১০ শতকের ভেতর থেকে তার ফুফুদের কাছ থেকে ২ শতক কিনে নেয়। ওই ২ শতক দখল করতে গেলে সিরাজ মিয়া বারবার হামলা চালায়। এতে গত এপ্রিল মাসে নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং গত শনিবার সামাজিকভাবে বসার সিদ্ধান্ত হয়। আমার দেবর সিরাজ মিয়া সালিশের তোয়াক্কা না করে জোরপূর্বক ঘর ওঠানোর চেষ্টা করে। এতে আমার আরেক দেবরের ছেলে মহিন বাধা দিতে গেলে তাকে মারধর করে। তার চিৎকার শুনে আমার ছেলে কাওছার দৌড়ে গেলে তারা কাওছারকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আমি নাঙ্গলকোট প্রশাসনের কাছে ও প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এমএসএম / জামান

হাইস্পিড গ্রুপ অফ কোম্পানির মালিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান

বোদায় মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

হাটহাজারী মাদ্রাসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য কবর জেয়ারত ও পরিচালক'র সাথে সৌজন্য সাক্ষাত

ভবদাহ অঞ্চলে পানিবন্দি শত শত পরিবার

বারহাট্টার প্রকৃতিতে ফুটন্ত শাপলা যেন হাতছানি দিয়ে ডাকছে

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকীতে চিকিৎসা সেবা ও শ্রদ্ধাঞ্জলি

বিয়ে হয়নি তবুও নিচ্ছেন মাতৃত্বকালীন ভাতার টাকা

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল মৃধা গ্রেপ্তার

কর্ণফুলী পেপার মিলসের তামার তার পাচারের সময় ১ জন গ্রেফতার

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

তানোরে বিএনপির স্থবিরতা কাটাতে মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূল নেতাকর্মীদের!
