ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নাঙ্গলকোটে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষ-হামলায় আহত ৫


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৪-৮-২০২১ রাত ১০:২০

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৬নং মক্রবপুর ইউনিয়নের মক্রবপুর গ্রামে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তির অংশীদার দাবি করায় সংর্ঘষ ও হামলায় ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ইউছুফের ছেলে কাউছার তার বাবার দেয়া ওয়ারিশসূত্রে অংশীদার ও তার ফুফুদের সম্পত্তি তাদের কাছ থেকে ২ শতক জমি ক্রয় করেন। দীর্ঘদিন যাবৎ তার চাচা সিরাজ মিয়া কাওছারের বাবার সম্পত্তি ভোগদখল করে আসছেন। এতে মৃত ইউছুফের সম্পত্তি চাইলে তাদের কোনো সম্পত্তি না দেয়ার অঙ্গিকার করেন। এ নিয়ে অনেকবার সালিশ-দরবার হলেও কোনো সুরাহা হয়নি।

এ নিয়ে স্থানীয় সালিশদাররা সিরাজ মিয়ার সাথে কথা বলে মীমাংসা করতে চাইলেও তিনি কোনো কথার তোয়াক্কা না করে নিজের মতোই চলেন এবং গত সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় সিরাজ মিয়া জোরপূর্বক কাওছারের জমিতে ঘর তোলার চেষ্টা করেন। তাতে বাধা দিতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে কাওছারসহ ৫ জনকে আহত করেন সিরাজ মিয়া ও তার ছেলেরা। এরমধ্যে কাওছারকে গুরুতর অবস্থায় এবং আহতদের সবাইকেকে উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

এ বিষয়ে মৃত ইউছুফের স্ত্রী তাহেরা বেগম বলেন, আমার শ্বশুরের ১০ শতক জমি ভাগ-বণ্টন না হওয়ায় একাই অভিযুক্ত সিরাজ মিয়া ভোগদখল করে আসছে। সবার সম্পত্তি ভাগ-বণ্টন করার জন্য বলে তিনি টালবাহানা করে আসছে। এরমধ্যে আমার ছেলে কাওছার ১০ শতকের ভেতর থেকে তার ফুফুদের কাছ থেকে ২ শতক কিনে নেয়। ওই ২ শতক দখল করতে গেলে সিরাজ মিয়া বারবার হামলা চালায়। এতে গত এপ্রিল মাসে নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং গত শনিবার সামাজিকভাবে বসার সিদ্ধান্ত হয়। আমার দেবর সিরাজ মিয়া সালিশের তোয়াক্কা না করে জোরপূর্বক ঘর ওঠানোর চেষ্টা করে। এতে আমার আরেক দেবরের ছেলে মহিন বাধা দিতে গেলে তাকে মারধর করে। তার চিৎকার শুনে আমার ছেলে কাওছার দৌড়ে গেলে তারা কাওছারকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আমি নাঙ্গলকোট প্রশাসনের কাছে ও প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এমএসএম / জামান

ভুরুঙ্গামারী মহিলা কলেজে নবীনদের গাছ দিয়ে বরণ করলো উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে নবাগত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ওরিয়েন্টেশন ক্লাস

নরসিংদীতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চন্দনাইশে বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত-৩, আহত-৭

কুড়িগ্রামে আমনের ভরা মৌসুমে ইউরিয়া সহ বিভিন্ন সার সংকট

চর আষাড়িয়াদহে পদ্মার ভাঙনে ৩০০ পরিবার ছাড়ছে প্রিয় জন্মভূমি

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, মাংস মাটিতে পুঁতে ফেললো প্রশাসন

নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান, ফেনীতে আবদুল আউয়াল মিন্টু

অভয়নগরের ৭৫ দিনে কুকুরে কামড়ে আক্রান্ত ৬০৫ জন

সন্দ্বীপে ইঞ্জিনিয়ার বেলায়েতের উঠান বৈঠক, আগামী নির্বাচনের প্রস্তুতির আহ্বান

কুষ্টিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনাগরিক গড়ে তোলার প্রত্যয়ে রাজশাহী বরেন্দ্র কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে চিকিৎসার জন্য দেশে এসে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু