বৃষ্টিতে পাহাড় খেকোদের পোয়াবারো
বৃষ্টি হলেই পাহাড় কাটছে ভূমি দস্যু পাহাড়খেকোরা। পিছিয়ে নেই চুয়েট শিক্ষকসহ পরিবেশ এবং দূর্যোগ মন্ত্রনালয়ের কর্তাবাবুরাও। পরিবেশ দফতরের সামনেই বৃষ্টিতে পাহাড় কাটছে। অথচ পাহাড়ে থাকা ঝুঁকিপুর্ণ পরিবারগুলোকে সরাতে এখন টেনশান শুধু জেলা প্রশাসনে কর্মরত এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের। টেনশানে মাথাব্যাথা ওঠা এসব কর্মকর্তারা সাগরে নিম্নচাপের খবর শুনলেই আঁতকে ওঠেন। পাহাড়ে থাকাদের মাথা গোঁজার ঠাঁইকে পুঁজি করেই কাঁচা ঘরের ঋণ দিচ্ছে মাইক্রো ক্রেডিট এনজিও। তাই চাঙ্গা অবস্থানে এনজিও। এদিকে, চট্টগ্রামে পাহাড়ে থাকাদের নিয়ে টেনশানে মাথাব্যাথা প্রশাসনের। টানা বৃষ্টি হলেই মাটি ধসে পড়ার আতঙ্ক। এদিকে সাগরে নিম্নচাপের কারনে মাথায় উচ্চচাপ সৃষ্টি হয় জেলা প্রশাসনের।
অভিযোগ রয়েছে, পরিবেশ ভবনের মেট্রো ও জেলা পরিচালকরা কেন প্রাকৃতিক স্পট ফয়’স লেক, লালখানবাজার, খুলশী ও ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের দুপার্শ্বে থাকা নগরীর অর্ধশত পাহাড় কাটা বন্ধে চুপসে আছেন তা নিয়ে সচেতনদের সমালোচনার ঝড় ও জেলা প্রশাসনের কৌতুহলের শেষ নেই। এদিকে, ভূমিদস্যুদের পক্ষে কাজ করছে পাহাড়ে থাকারা এমন অভিযোগ গত এক যুগেরও বেশী সময় ধরে। দ্বিগুন সুদের একচেটিয়া ব্যবসায় মেতে উঠেছে বিভিন্ন এনজিও। মাত্র এক কিলোমিটার দূরে থাকা পরিবেশ বিভাগটিরও কোন টু শব্দ নেই।
বাস্তবে পাহাড় কাটার অভিযোগ এমন, পাহাড়ে ভূমিদস্যুরা প্রথমে আগুন লাগিয়ে গাছ নিধন, গাছের গোড়া উপড়ে ফেলে দেয়া, ও পাম্পের মাধ্যমে পানি ঢেলে মাটি নরম করে বর্ষাকালে পাহাড়ের মাটি ধসে দেয়ার মত ঘটনা ঘটাচ্ছে। নগরীর খুলশী থানাধীন মুরগীফার্ম এলাকার সড়ক দিয়ে প্রবেশ করলেই দেখা যাবে পাহাড় কেটে গড়ে উঠেছে হাইরাইজ বিল্ডিংসহ ছোট বড় স্থাপনা। সিডিএ’র নকশা এবং সিটি কর্পোরেশনের রোডম্যাপ অনুমোদন করে পাহাড়ী জায়গার পরিবেশহানি করা হলেও দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে পরিবেশ অধিদফতর।
জানা গেছে, ভূমি স্বার্থের উপরে কিছু নেই ভূমিদস্যুদের। শতাধিক একর পাহাড়ী জমি এখনও রেলের দখলে নেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লেকসিটি আবাসিক প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে এ এলাকায়ও বেশকিছু পাহাড় কাটা হয়েছে দীর্ঘ ১৫ বছর আগে। জয়ন্তিকা আবাসিক এলাকা বাস্তবায়নেও পিছিয়ে নেই পাহাড় কাটা। ফয়’স লেকের উত্তর পশ্চিম কোণে সী-ওয়ার্ল্ডের পেছনে জিয়ানগর, শান্তিনগর ও মধ্যমনগরের মতো পাহাড়ী এলাকা। পাহাড়ী জমি কর্তন করে রিসোর্ট এবং কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করায় লীজ চুক্তি ভঙ্গ হয়েছে।
আরও অভিযোগ রয়েছে, খতিয়ানে উল্লেখিত এবং বিএস রেকর্ডেও টিলা শ্রেণীকে সমতল দেখিয়ে জালালাবাদ হাউজিং সোসাইটি, নীলাচল হাউজিং সোসাইটি, কৃষ্ণচূড়া হাউজিং সোসাইটি, লোহাগাড়া হাউজিং সোসাইটিসহ বেশ কয়েকটি হাউজিং সোসাইটির অনুমোদন দিয়েছে চউক। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও চউকের অসাধু কর্মকর্তা কর্মচারীদের সিন্ডিকেট ভূমি অফিসের সঙ্গে কোন ধরনের যোগাযোগ না করেই নকশা অনুমোদন দিচ্ছেন। অথচ, পাহাড় কাটা ছাড়া এসব হাউজিং সোসাইটি গড়ে তোলা সম্ভব হয়নি চট্টগ্রামে।
এ ব্যাপারে জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট সকালের সময়কে বলেন, পাহাড়ে থাকাদের দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে শেল্টারে নেওয়া হলেও পরক্ষণে ফেরত যাচ্ছে পাহাড়েই। কারণ ভূমিদস্যুরা হতদরিদ্র শ্রেণীটিকে পুঁজি করেই ভাড়া বাণিজ্য চালিয়ে আসছে। তাছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিভিন্ন এনজিও সংস্থা ক্ষুদ্র ঋণ দিয়ে সহায়তা করছে গৃহ নির্মাণে।
আরো অভিযোগ রয়েছে, ক্ষুদ্র ঋণের নামে বিশেষ করে মাইক্রো ক্রেডিটে গড়ে ওঠা সমিতিগুলো পাহাড়ে ঝুঁকিপূর্ণ আবাসনে থাকাদের পেছনে কাজ করছে। এছাড়াও স্যানিটেশন, স্কুল প্রজেক্ট, বেবি-মাদার হেলথ কেয়ারের নামে নানামুখী প্রজেক্ট। সব প্রজেক্টের পেছনে রয়েছে দ্বিগুন সুদের ঋণ। স্বর্গরাজ্য এই পাহাড়কে ঘিরেই নানামুখী প্রজেক্ট। ইউকে এইড, এল আই ইউ পিসি, ইউএস এইড ব্র্যাক, জাইকা, ডিএফআইডি এর মত দেশী -বিদেশী এনজিও সংস্থা পাহাড়ে কাজ করছে। এ সুযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, দুস্থ সেবা কেন্দ্র (ডিএসকে), ব্র্যাকসহ বিভিন্ন এনজিও সংস্থা ওই এলাকায় পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হলেও শেষ পর্যন্ত অবৈধরা পুনরায় গেঁড়ে বসছে পাহাড়সহ সরকারি পরিত্যক্ত সম্পত্তিতে।
অভিযোগ রয়েছে, চট্টগ্রাম মহানগরী এলাকায় ১৭টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করছে স্থানীয় কাউন্সিলরদের নিয়ন্ত্রণে। এসব পাহাড়ে দখল বিক্রির পাশাপাশি বিভিন্ন সবা সংস্থার পক্ষ থেকেও বসবাস উপযোগী বিদ্যুত, গ্যাস ও ওয়াসার লাইনও প্রতিস্থাপন হচ্ছে। লালখান বাজার এলাকায় বাটালি হিল অবৈধ স্থাপনার দখলদালিত্ব বজায় রেখেছেন সাবেক কাউন্সিলর মানিক। মতিঝর্না এলাকার ওয়াসার টাঙ্কির পাহাড়, রেলওয়ে পাহাড় নিয়ে গড়ে তোলা স্থাপনায় ভাড়া বাণিজ্য ও দখল বাণিজ্য চালাচ্ছে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার