ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

রামদাস মুন্সিহাট ছাগল বাজারে ইজারা অনিয়মে অভিযোগ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২৩ বিকাল ৫:২৩

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর রামদাস মুন্সিহাট ছাগল বাজারে ইজারা অনিয়মের অভিযোগে ইজারাদারের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রশাসকে ভুক্তভোগীর অনুলিপি।

রামদাস মুন্সি হাট ছাগল বাজারে ইজারাদার কতৃপক্ষ  অতিরিক্ত ইজারা আদায় করাতে সরকার নির্ধারিত ইজারা সম্পর্কে জানতে চাওয়ায় ইজারাদার কতৃপক্ষ ভুক্তভোগীদের আগুনে পুড়িয়ে মারার হুমকি প্রদান করার অভিযোগে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর উপজেলার পালেগ্রামের ৪ নং ওয়ার্ডের আনন্দ বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস নামে এক ভুক্তভোগী মঙ্গলবার ওই অনুলিপি দিয়েছে।

বাঁশখালীতে ছাগলের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ বড় বাজার উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সির হাট,এরই প্রেক্ষিতে হিন্দু ধর্মাবলম্বীরা পূর্ব থেকেই ধর্মীয় উৎসব মনসাপূজা উপলক্ষে ওই বাজার থেকে ছাগল কেনাকাটা করে থাকে।এতে চট্টগ্রামের বিভিন্ন ক্রেতা-বিক্রেতারা ছুটে আসে ওই বাজারে।
বিগত বৎসর অর্থাৎ ১৪২৯-১৪৩০ বাংলা হইতে অত্র বাজারের ইজারাদার আ. ন. ম. ফরহাদুল আলম তৎদলীয় পদ বাজারের সভাপতি দাবী করা ও তার ভ্রাতা স্থানীয় ইউপি চেয়ারম্যান হওয়া ও প্রভাবশালী পরিবারের সদস্য হওয়াতে ইজারাদার কতৃপক্ষ অতিরিক্ত ইজারা আদায় করে যাচ্ছে,এতে হিন্দু ধর্মাবলম্বী লোকজন সরকার নির্ধারিত ইজারা সম্পর্কে জানতে চাইলে ইজারাদার কতৃপক্ষ তার লোকজন দিয়ে তাদেরকে আগুনে পুড়িয়ে মারার হুমকি প্রদান করার অভিযোগে ও বাজার মনিটরিং ও সরকার নির্ধারিত ইজারা পরিমাণ সম্পর্কে অবগতির জন্যে ভূক্তভোগী অভিযোগটি দায়ের করেন।

অনিয়মের বিষয়ে জানতে চাইলে ইজারাদার আ ন ম ফরহাদুল আলম জানান,উজ্জ্বল বিশ্বাস নামের কোন লোককে আমি চিনতে পারছিনা,আর অভিযোগের বিষয়টি জানিনা,যাইহোক বাজারটি উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা চেয়ারম্যান এবং  স্থানীয় চেয়ারম্যানসহ নিয়মিত পর্যবেক্ষণ করে থাকেন,এখানে অনিয়মের কিছুই নেই।

সরকার নির্ধারিত ছাগলের ইজারা পরিমাণ কত? জানতে চাইলে তিনি বলেন,ব্রিটিশ আমলে সরকার নির্ধারিত ইজারা পরিমাণতো এখন হিসেব করার সুযোগ নেই,যেহেতু বর্তমানে অনেক বেশি টাকায় বাজার ডাক হয়,সরকার নির্ধারিত পরিমাণ নয় বরং ক্রেতা-বিক্রেতাদের সাথে সমন্বয় করে ইজারা আদায় করা হয়।

কোন ধরনের সমন্বয়ের কথা বলছেন?জানতে চাইলে বলেন,এখানে বাজার তেড়পালিং বা চাউনি দিতে অনেক টাকা হয়েছে,তাই ছাগলে হাজার প্রতি ১০ -২০ টাকা করে ইজারা নেয়া হয়।কিন্তু ইতিপূর্বে বাজার ইজারাদার কতৃক প্রদত্ত বাজার রশিদ ২৬৯২৩ নং রশিদে দেখা যায় ৫ হাজার টাকা ছাগল মূল্যে আদায় করা হয় ৩৭০ টাকা,২০৯০১ নং রশিদে ৯ হাজার টাকায় ৬৭৫ টাকা,২৬৯৩৫ নং রশিদে ২০ হাজার ৫শ টাকার ছাগলে ১৫৩০ টাকা ইজারা আদায় করেছে ইজারাদার।যাহা হাজার প্রতি ৭৫ টাকার উর্ধ্বে ইজারা আদায় করা হয়।
এমন অনিয়মে অতিষ্ঠ হয়ে পড়েছে ছাগল কেনাকাটা করতে লোকজন।
 
এছাড়াও ওই অনুলিপিতে সংযুক্তি হিসেবে ৩ কপি ইজারা রশিদসহ বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি,মাননীয় সচিব,স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা বরাবর একটি এবং সভাপতি /সাধারণ সম্পাদক হিন্দু -বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ঢাকা বরাবর একটিসহ প্রদত্ত ৩টি অনুলিপি সংযুক্তির কথাও ইজারাদারের বিরুদ্ধে প্রদত্ত অভিযোগে উল্লেখ করা হয়।
এবিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা