ইবি শিক্ষার্থী নওরীনের এটিএন বাংলার বিতর্কে যাওয়া হলো না আত্মহত্যা প্ররোচনায় স্বামী গ্রেপ্তার

ইবির মেধাবী শিক্ষার্থী নওরীন নুসরাতের আত্মহত্যার একদিন পরে অর্থাৎ ৯ আগস্ট এটিএন বাংলার জনপ্রিয় বিতর্ক অনুষ্ঠান ইউসিবি পাবলিক পার্লামেন্ট আয়োজিত ' ভোক্তা অধিকার বিষয়ক' বিতর্কের বিষয়ে নওরীনকে অবগত করানোর জন্য ইবিকে জানানো হয়।এটিএন বাংলার ইউসিবি পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানের মডারেটর হাসান আহমেদ চৌধুরী কিরন স্বাক্ষরিত একটি পত্র ইবি কর্তৃপক্ষের অফিসে এসেছে।এমন তথ্য নিশ্চিত করেছেন ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান। নিহত নওরীনের মৃতদেহ ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলেের ইসলামবাগে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তার পিতা-খন্দকার নজরুল ইসলাম।তার স্বামী মোঃ ইব্রাহিম খলিল চাঁদপুর জেলাধীন মতলব উপজেলার কলাকান্দা গ্রামের মোঃ জহিরুল আলমের ছেলে। নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।আত্মহত্যা প্ররোচনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম আসলামুজ্জামান সূত্রে এ তথ্য পাওয়া গেছে।তথ্য অণুসন্ধানে জানা যায়, নওরীন নুসরাত একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। ইবির সাংস্কৃতিক অঙ্গনে দাপটের সঙ্গে ছিল তার পদচারণা। 'ল' এন্ড ম্যানেকমেন্ট বিভাগের সভাপতি এমনটাই জানালেন। তিনি আরও জানান,আমারা একজন উদীয়মান শিক্ষার্থীকে হারালাম। সে শুধুমাত্র একজন ভালো বিতার্কিকই ছিলো না সে ইবির এ্যান্টি সুইসাইড কমিটির বলিষ্ঠ সদস্যও ছিলো।সে'এ্যান্টি সুইসাইড' কমিটির সদস্য হয়েও নিজেকে সুইসাইডের কবল থেকে রক্ষা করতে পারলো না। এটা অত্যান্ত দুঃখজনক। তার পিতা খন্দকার নজরুল ইসলাম জানান,নওরীনের স্বামী ও তার শশুর - শাশুড়ি বিয়ের পর থেকেই তার উপরে বিভিন্ন রকম নির্যাতন- নিপিড়ন চালাত।সামাজিক লজ্জার ভয়ে আমাদের জানায়নি।নিজের চাপা কষ্ট বুকে নিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেল।সুষ্ঠু তদন্ত পূর্বক সরকারের কাছে আমি বিচার চাই। প্রসঙ্গত গত ৮ আগস্ট সন্ধা ছয়টার দিকে সাভারের আশুলিয়া এলাকার পলাশবাড়ী নামাবাজার এলাকায় ভাড়া বাড়ির ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে নওরীন আত্মহত্যা করেন।পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে তার সহপাঠীদের সূত্রে জানা গেছে।নিহত নওরীন নুসরাত ২০১৭-১৮ ইং সেশনের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের একজন শিক্ষার্থী।তিনি ইবি ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন। মেধাবী শিক্ষার্থী হিসাবে তার সুখ্যাতি ছিলো ক্যাম্পাস জুড়ে।বিবাহের মাত্র ১৬ দিনের মাথায় তার মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।গত ২১ জুলাই সবে মাত্র নওরীনের বিবাহ হয়েছে। তার স্বামী মোঃ ইব্রাহিম খলিল পেশায় একজন চাকরিজীবি।সপ্তাহ খানেক আগে ইব্রাহিম খলিল তার স্ত্রী নওরীন নুসরাতকে আশুলিয়ার ভাড়া বাসায় নিয়ে যায়।ঘটনার দিন স্বামীর অনুপস্থিতিতে নওরীন ভাড়াকৃত বাসার ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে নীচে পড়ে যায়।বাসার কেয়ার টেকার মোঃফারুক হোসেন নওরীনকে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসার মালিকের নাম মোঃ আঃ রহিম। ইবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইবির ভিসি,প্রো- ভিসি,ট্রেজারার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক,জন সংযোগ পরিচালক,প্রক্টরিয়াল বডি,ডিন কাউন্সিল, সকল বিভাগীয় প্রধান,প্রভোস্ট কাউন্সিল,শিক্ষক সমিতি,কর্মকর্তা- কর্মচারি সমিতি শোক জানিয়েছেন। শোক জানিয়েছেন ইবির সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ ইবি পরিবার।'ল' এন্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেঃ সাহিদা আখতার সকালের সময়কে জানান,নওরীনের মৃত্যুতে আমারা একজন উজ্জ্বল নক্ষত্রকে হারালাম। তার অকাল মৃত্যুতে বমরা গভীর ভাবে শোকাহত।
এমএসএম / এমএসএম

বড়লেখায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নাঙ্গলকোটের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন

জুড়ীতে সেফটিক ট্যাংক থেকে মানি ব্যাগ তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রেসক্লাব গোপালগঞ্জ ও সময় টিভির কার্যালয়ে চুরি: একজন গ্রেফতার

জিকে খাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

রাজশাহীর নতুন শিশু বিষয়ক কর্মকর্তা মনঞ্জুরুল কাদির

বাঘায় প্রধান শিক্ষকের বসা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ২৫

মুকসুদপুরে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ

মনিরামপুরে ব্রিজ-কালভার্টের রড নেশাখোরদের পেটে

চাঁপাইনবাবগঞ্জ আদালতে ডিম নিক্ষেপকালে ছাত্রদল নেতা পুলিশ হেফাজতে

সাংবাদিক ও শিক্ষক সৈয়দ মো. মাসুদ আর নেই

শ্রীমঙ্গলে কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা নিহত-১
