ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

সখিপুরে স্ক্র্যাচ কার্ড বিক্রি,প্রতারক চক্রের খপ্পরে হতদরিদ্ররা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-৮-২০২৩ বিকাল ৫:২৩
শরীয়তপুরের সখিপুরে ১শ টাকায় স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার দেবার প্রলোভন দেখিয়ে অভিনব কায়দায় প্রতারণার খেলায় নেমেছে মায়ের দোয়া হোম ডেলিভারি ক্রোকারিজ গ্যালারী নামের একটি প্রতিষ্ঠান। এমন বিজ্ঞাপনে হুমড়ি খেয়ে পড়ছে অসহায় পরিবারগুলো। প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীরা সখিপুর থানার বিভিন্ন গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে এলাকার হতদরিদ্র পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
 
সচেতন মহল বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নতুন কৌশলে কাজ করছে চক্রটি। বেশির ভাগ এই প্রতারণার শিকার হচ্ছেন এলাকার মধ্যবিত্তরা। দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে তারা আরও সক্রিয় হয়ে ওঠবে। জানা গেছে, মায়ের দোয়া হোম ডেলিভারি ক্রোকারিজ গ্যালারী নামের প্রতিষ্ঠান সখিপুর বাজার এলাকায় অফিস ভাড়া নিয়ে এ প্রতারণার ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি চক্র। তাদের রয়েছে একদল বিক্রয়কর্মী। এই কর্মীরা বিভিন্ন গ্রাম অঞ্চলে গিয়ে হতদরিদ্র পরিবারকে লোভনীয় অফারের ফাঁদে ফেলে চালিয়ে যাচ্ছে তাদের লটারীর মাধ্যমে মার্কেটিং কার্যক্রম।
 
কার্ডে গায়ে উল্লেখ রয়েছে, ১০০ টাকায় স্ক্র্যাচ কার্ড কিনলে পাবেন আকর্ষণীয় পুরস্কার। কার্ডের সামনে রয়েছে, ১১ সেফটি ফ্রিজ, ১৯ ইঞ্চি এলইডি টিভি, সাওমী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ইলেকট্রনিক ম্যাজিক চুলা ও বাই সাইকেলের ছবি। কার্ডের পিছনে গায়ে রয়েছে তার উল্টোটা 
 
 স্ক্র্যাচ কার্ড ঘষলেই পণ্যের নাম ভেসে উঠবে। এই পণ্য সাথে থাকা অটো রিকশা থেকে অথবা অফিসে গিয়ে ১৮০০ টাকায় উত্তোলন করতে হবে। কার্ড ঘষে পণ্যের নাম না আসলে ৪০০ টাকা ফেরত পাবে তিনি। যদি কোন সদস্য দুটি কার্ড সংগ্রহ করে তাহলে তিনি ১৭ অপশন আইটেম পাবেন পছন্দের জন্য। এই কার্ডের মেয়াদ ৩০দিন। পণ্য নেওয়ার জন্য গ্রাহককে অফিসে বা সাথে থাকা অটো থেকে দেওয়া হবে। কার্ড স্ক্র্যাচ করার মাধ্যমে কি পেয়েছেন তা মার্কেটিং অফিসারকে জানিয়ে নথিভুক্ত করতে হবে। প্রোডাক্টের বিনিময়ে কোনভাবেই টাকা ফেরত হবে না। মার্কেটিং প্রচারপত্রে হেড অফিসের ঠিকানা লেখা রয়েছে মিটফোর্ড , ঢাকা-১১০০।
 
এ বিষয়ে সখিপুর থানার (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কার্ড বিক্রি বন্ধ করা হয়। অভিযোগ না থাকায় তাদেরকে সতর্ক করা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, স্ক্র্যাচ কার্ড দিয়ে ব্যবসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে থাকলে খোঁজ খবর নিয়ে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

ধানের শীষ চট্টগ্রাম বিভাগের মধ্যে হাটহাজারীতে প্রথম হতে হবে

মাদারীপুরে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে আইওএম এর সংবাদ সম্মেলন

“ইস্কন” নিষিদ্ধের দাবী হেফাজতের

ঠাকুরগাঁওয়ে হাজার হাজার মানুষের সমন্বয়ে অনুষ্ঠিত হল মানববন্ধন

আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন

বরগুনায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের

শার্শায় সরকারি জমি দখল করে মার্কেট নির্মানের অভিযোগ

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত

রৌমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আবুল কালাম গনসংযোগ মাঠে ঘাটে নির্বাচনী আমেজ

গ্রাম আদালতের প্রতি আস্থা বাড়ছে- গোপালগঞ্জে ১৫ মাসে মামলা এক হাজার ছাড়াল

মধুখালীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালিগঞ্জ কৃষ্ণনগর চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে ক্ষুব্ধ এলাকাবাসী