ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বালাগঞ্জে জাতীয় শোক দিবসে অনুপস্থিত ৬ সরকারি কর্মকর্তা


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৩ দুপুর ৪:৫৮
সিলেটের বালাগঞ্জ উপজেলায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালনে উপজেলা প্রশাসনের পুষ্পার্ঘ্য অর্পন, আলোচনা সভা, বিশেষ মোনাজাত সহ নানাবিধ আয়োজনেও উপস্থিত ছিলেন না একাধিক সরকারি কর্মকর্তা এই খবর পাওয়া গেছে।
 
বিশ্বস্থ সূত্র জানায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে উপস্থিত ছিলেন না উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আশিকুর রহমান, বালাগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রার কর্মকর্তা আফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা আবু তাহের সুমন, উপজেলা জুনিয়র পরিসংখ্যান সহকারী মো. সাইদুজ জামান চৌধুরী। 
 
সরকারি কর্মচারীদের নিয়মিত উপস্থিতি বিধিমালা ২০১৯-এ বলা আছে, কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো সরকারি কর্মচারী নিজ কর্মে অনুপস্থিত থাকিতে পারিবেন না। সরকারি কর্মচারী যুক্তিসংগত কারণ ব্যতীত বিলম্বে অফিসে উপস্থিত হইতে পারিবেন না। 
 
মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী ও সুশীল সমাজ সরকারি কর্মকর্তাদের এমন আচরণের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, সরকারি চাকুরী পেয়ে ওনারা তো অনেক বড় চেয়ারের মালিক হয়ে গেছেন। কে এনে দিলো এই স্বাধীনতা ? তাকেই তারা ভুলে গেছে! স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রয়াণ দিবসে তারা আসলো না। তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। 
 
জাতীয় শোক দিবসে অনুপস্থিতির বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, সারা বাংলাদেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ হচ্ছে। এই কাজগুলো অফিসে বসে করেছিলাম তাই শোক দিবসের প্রোগ্রামে যোগদিতে পারিনি।
 
জাতীয় শোক দিবসে অনুপস্থিতির বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, আমি জেলা থেকে ছুটি নিয়েছি। আমার মা বেশ কয়দিন যাবৎ অসুস্থ্য ছিলেন ওনাকে দেখতে গেছিলাম।
 
জাতীয় শোক দিবসে অনুপস্থিতির বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব বলেন, আমার খুব জ্বর ছিলো। আজ কোনো রকম অফিসে এসেছি।
 
জাতীয় শোক দিবসে অনুপস্থিতির বিষয়ে উপজেলা জুনিয়র পরিসংখ্যান সহকারী মো. সাইদুজ জামান চৌধুরী বলেন, আমি বুঝতে পারিনি এরকম হবে। আসলে এরকম একটা জাতীয় অনুষ্ঠানে আসতে না পারায় সত্যি দুঃখি। আর আমার শরীরও খারাপ ছিলো। অন্যান্য কর্মকর্তাদের একাধিক বার মুঠোফোনে ফোন দিলে রিসিভ করেননি।
 
এবিষয়ে বালাগঞ্জের ইউএনও রোজিনা আক্তার বলেন, কর্মস্থলে থেকেও শোক দিবসের কর্মসূচিতে কারা উপস্থিত ছিলেন না বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখবো।

এমএসএম / এমএসএম

গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ

দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার

জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা

কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা

রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩

বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি