বালাগঞ্জে জাতীয় শোক দিবসে অনুপস্থিত ৬ সরকারি কর্মকর্তা
সিলেটের বালাগঞ্জ উপজেলায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালনে উপজেলা প্রশাসনের পুষ্পার্ঘ্য অর্পন, আলোচনা সভা, বিশেষ মোনাজাত সহ নানাবিধ আয়োজনেও উপস্থিত ছিলেন না একাধিক সরকারি কর্মকর্তা এই খবর পাওয়া গেছে।
বিশ্বস্থ সূত্র জানায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে উপস্থিত ছিলেন না উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আশিকুর রহমান, বালাগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রার কর্মকর্তা আফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা আবু তাহের সুমন, উপজেলা জুনিয়র পরিসংখ্যান সহকারী মো. সাইদুজ জামান চৌধুরী।
সরকারি কর্মচারীদের নিয়মিত উপস্থিতি বিধিমালা ২০১৯-এ বলা আছে, কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো সরকারি কর্মচারী নিজ কর্মে অনুপস্থিত থাকিতে পারিবেন না। সরকারি কর্মচারী যুক্তিসংগত কারণ ব্যতীত বিলম্বে অফিসে উপস্থিত হইতে পারিবেন না।
মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী ও সুশীল সমাজ সরকারি কর্মকর্তাদের এমন আচরণের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, সরকারি চাকুরী পেয়ে ওনারা তো অনেক বড় চেয়ারের মালিক হয়ে গেছেন। কে এনে দিলো এই স্বাধীনতা ? তাকেই তারা ভুলে গেছে! স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রয়াণ দিবসে তারা আসলো না। তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
জাতীয় শোক দিবসে অনুপস্থিতির বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, সারা বাংলাদেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ হচ্ছে। এই কাজগুলো অফিসে বসে করেছিলাম তাই শোক দিবসের প্রোগ্রামে যোগদিতে পারিনি।
জাতীয় শোক দিবসে অনুপস্থিতির বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, আমি জেলা থেকে ছুটি নিয়েছি। আমার মা বেশ কয়দিন যাবৎ অসুস্থ্য ছিলেন ওনাকে দেখতে গেছিলাম।
জাতীয় শোক দিবসে অনুপস্থিতির বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব বলেন, আমার খুব জ্বর ছিলো। আজ কোনো রকম অফিসে এসেছি।
জাতীয় শোক দিবসে অনুপস্থিতির বিষয়ে উপজেলা জুনিয়র পরিসংখ্যান সহকারী মো. সাইদুজ জামান চৌধুরী বলেন, আমি বুঝতে পারিনি এরকম হবে। আসলে এরকম একটা জাতীয় অনুষ্ঠানে আসতে না পারায় সত্যি দুঃখি। আর আমার শরীরও খারাপ ছিলো। অন্যান্য কর্মকর্তাদের একাধিক বার মুঠোফোনে ফোন দিলে রিসিভ করেননি।
এবিষয়ে বালাগঞ্জের ইউএনও রোজিনা আক্তার বলেন, কর্মস্থলে থেকেও শোক দিবসের কর্মসূচিতে কারা উপস্থিত ছিলেন না বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখবো।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা
Link Copied