ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

মিথ্যা মামলা-অভিযোগ দিয়ে ঝিনাইদহ প্রেসক্লাবের দুই সাংবাদিককে হয়রানি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৮-২০২৩ দুপুর ১২:৪

প্রতিপক্ষ ক্লাবের সংগঠন এবং সাংবাদিকদের মধ্যে বিভক্ত  রাজনৈতিক সংগঠনের আর্দশ গত মতপ্রার্থক্য,ব্যক্তিগত ও দলিয়স্বার্থে পক্ষ-বিপক্ষের জের ধরে মিথ্যা মামলা-অভিযোগ দিয়ে ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক সকালের সময়,দি ডেইলি ট্রাইব্যুনাল  পত্রিকার জেলা প্রতিনিধি শামীমুল ইসলাম শামীম এবং ঝিনাইদহ প্রেসক্লাবের দপ্তর  সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম হিরোকে শুধুমাত্র রাজিৈনতক আদর্শগত কারনে ব্যাপক হয়রানি করা হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে দুই সাংবাদিক আতঙ্কের মধ্যে দিন যাপন করছে।
এ ঘটনায় গত দশই আগস্ট সন্ধায় এক জরুরী মিটিংএ ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক সকালের সময়,দি ডেইলি ট্রাইব্যুনাল  পত্রিকার জেলা প্রতিনিধি শামীমুল ইসলাম শামীম এবং ঝিনাইদহ প্রেসক্লাবের দপ্তর  সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম হিরো’র বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা অভিযোগ করায় তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম.রায়হান ও সাধারন সম্পাদক মাহামুদ হাসান টিপুসহ নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। অবিলম্বে মিথ্যা অভিযোগ প্রত্যাহার করার দাবি জানায়।এ ঘটনায় ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক সকালের সময়, দি ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার জেলা প্রতিনিধি শামীমুল ইসলাম শামীম এবং ঝিনাইদহ প্রেসক্লাবের দপ্তর  সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম হিরো’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবীতে এবং অপপ্রচার করায় তীব্র নিন্দা ও জোড়ালো  প্রতিবাদ জানিয়েছে নেতৃবৃন্দ। 
হয়রানির শিকার সাংবাদিক শামীম ও সাংবাদিক হিরো জানান, গত বৃহস্পতিবার (১০ আগস্ট) ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে একটি মিথ্যা মামলার হাজিরা দিয়ে জেলা শহরে ফিরছিলেন দুই সাংবাদিক শামীম ও হিরো। দুপুর অনুমান ১টা ৩৮ মিনিটের দিকে ঝিনাইদহ ডিসি কার্যালয়ের পশ্চিম দিকের গেটের সামনে উত্তর পাশ্বের  পাকা রাস্তার নিচে দাড়িয়ে থাকাবস্থায় আব্দুর রহমান মিল্টন ও রামিম হাসানের হাতে এ হামলা,চাঁদাদাবি ও খুন জখম ও ভয়-ভীতি প্রদশর্নের  শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ হামলা,চাঁদাদাবি ও খুন জখম ও ভয়-ভীতি প্রদশর্নের  ঘটনায় বৃহস্পতিবার (১০আগস্ট) রাতে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
হামলা,চাঁদাদাবি ও খুন জখম ও ভয়-ভীতি প্রদশর্নের  শিকার দুই সাংবাদিক শামীম ও হিরো জানান, বৃহস্পতিবার ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে একটি মিথ্যা মামলায় হাজিরা দিয়ে শহরে ফেরার পথে চা খাওয়ার উদ্দেশে ডিসি অফিসের পশ্চিম দিকের গেটের উত্তরপাশ্বে রাস্তার পাশ্বে বিপরিত দিকে দাঁড়িয়ে ছিলেন দুই সাংবাদিক। এ সময় আব্দুর রহমান মিল্টন ও রামিম হাসান তারা এসে উপস্থিত হয়েই কিছু বুঝে উঠার আগেই এ হামলা,চাঁদাদাবি ও খুন জখম ও ভয়-ভীতি প্রদশর্নের  ঘটনা ঘটিয়েই স্থান ত্যাগ করে।
এ ঘটনায় সাংবাদিক শামীমুল ইসলাম শামীম বাদী হয়ে হামলা,চাঁদাদাবি ও খুন জখম ও প্রাণনাশের ভয়-ভীতি প্রদশর্নের অভিযোগ এনে আব্দুর রহমান মিল্টন ও রামিম হাসান এর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। আব্দুর রহমান মিল্টন ও রামিম হাসান উদ্দেশ্য প্রনোদিত ভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেইজবুক পেইজে একটি মিথ্যা ভিক্তিহীন অভিযোগে সাংবাদিক শামীম ও সাংবাদিক হিরোকেও জড়ানো হয়।
এছাড়াও আব্দুর রহমান মিল্টন ও রামিম হাসানসহ কথিত দুই সাংবাদিক পরিচয় দানকারিদের মদদে কতিপয় জামায়াত-শিবির পন্থী সাংবাদিক বিভিন্ন সংবাদপত্রে ভূল তথ্য প্রচার করে ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক সকালের সময়,দি ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার জেলা প্রতিনিধি শামীমুল ইসলাম শামীম এবং ঝিনাইদহ প্রেসক্লাবের দপ্তর  সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম হিরো’র বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার মূলক সংবাদ প্রকাশ করেন। 
এ বিষয়ে ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক সকালের সময়, দি ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার জেলা প্রতিনিধি শামীমুল ইসলাম শামীম বলেন, ২০১৮সালের ঘটনা এবং গত বৃহস্পতিবার (১০আগস্ট) ২০২৩ সালের দুইটি ঘটনায়ই আমি সম্পূন্ন নির্দোষ,দুটি ঘটনার সাথেই আমার কোন সম্পৃক্ততা নেই বা ছিল না। অথচ অভিযোগ এবং  মামলায় আমাকেই ১নং আসামী করা হয়েছে। উক্ত মামলা এবং অভিযোগে আমাকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে জড়ানো হয়।আমার বিরুদ্ধে অভিযোগ,মামলা দেওয়াসহ বিভিন্নভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে এবং তা অব্যাহত আছে। কিন্তু, মিথ্যার পরাজয় হবেই।উল্লেখ্যঃ চারজন শিবিরের সাবেক নেতা,জামায়াত-শিবির পন্থী সাংবাদিক সংক্ষেপে(মিনামিরা) আমাদের বিরুদ্ধে অভিযোগ,মামলা দেওয়াসহ বিভিন্নভাবে আমাকে ও সাংবাদিক হিরোকে হয়রানি করার চেষ্টা করছে এবং তা অব্যাহত রেখেছে তার প্রধান হোতা হচ্ছে সাংবাদিক নেতা পরিচয় দানকারি ঝিনাইদহের জামায়াত-শিবিরের এজেন্ট, জামায়াত-শিবির পন্থী সাংবাদিক,শিবিরের সংগঠন সাবেক ফুলকুড়ির সভাপতি,সাবেক শিবিরের সাথী,ঝিনাইদহে গোলাম আজমের আগমন ঘটলে তার নেতৃত্বে গোপন মিটিং অনুষ্ঠিত হয়।আশির দশকে জেলা ক্রীড়া সংস্থার সরকারি বল চুরি করে বিক্রয়ের সময় ধরা,অতঃপর জেলহাজতে,হাটখোলা মর্জিদ থেকে জোতাচুরি,নতুন হাটখোলা বাহার বোডিং থেকে নারী কেলেংকারি করে ধরা,জেলা মৎস সমিতির নেতা সেজে জেলার সকল বাওড় থেকে ব্যাপক চাঁদাবাজি,পরিবার পরিকল্পনা অফিসের নিয়োগ নিয়ে পাঁচলক্ষ টাকা চাঁদা দাবি,তৎকালিন ডিসি অফিসের দোতলা নির্মান কাজে ঠিকাদার রহমান সাহেবের নিকট পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি,সিএনবি পুকুর অবৈধ্যভাবে দখল করে রেখেছে এই কথিত সাংবাদিক পরিচয় দানকারিনেতা,তিনলক্ষ টাকা চাঁদা নিয়ে রাস্থার কাজের গ্যারান্টি দেয় এই তথাকথিত সাংবাদিক।যার বিরুদ্ধে শহরবাসি ঝাটা মিছিল করেছিল,অনৈতিক নারী কেলেংকারির হোতা,যার ছোট্র ভাই জঙ্গি মামলার আসামী,যিনি সাংবাদিককে মারপিট করে নিজেই হাসপাতালে ভর্তি হয়ে মিথ্যা মামলা সাজিয়ে এক যুগল সাংবাদিকদের ফাঁসানোর অভ্যাস রয়েছে তার।
অপরজন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াকালিন শিবিরের ছাত্ররাজনীতির সাথে জড়িত ছিল এবং তার পিতা জেলা বিএনপির নেতা ছিলেন।তৎকালিন যিনি ঝিনাইদহ প্রেসক্লাবকে দলিয় অফিস বানিয়েছিলেন।আরেকজন শৈলকুপায় বাড়ি,জনশ্রুতি আছে,তার মা জামায়াতের রোকন,ছোট্রভাই শিবিরের নেতা,আর সে দেশদ্রোহী জঙ্গীদের পক্ষে কথা বলে,সাবেক শিবির কর্মি। জনশ্রুতি আছে,সে একজন পুরুষ হীজড়া,সমকামিতায় বিশ্বাসী। শৈলকুপায় বাসতার সবার ছোট্র অপরজনও ছাত্রশিবিরের রাজনীতির সাথে অতঃপড়ত ভাবে জড়িত,আদালতে মিথ্যা সাক্ষ্যদানকারি,নারী ও শিশু নির্যাতন মামলায় জেলখাটা আসামী।এদের পেশায় চাঁদাবাজির টাকায় সংসার চলে।
উল্লেখ্যঃ আমার বিরুদ্ধে অভিযোগ,মামলা দেওয়াসহ বিভিন্নভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করা এবং তা অব্যাহত রাখার কারন হচ্ছে- প্রতিপক্ষরা প্রতিপক্ষ ক্লাবের সংগঠক এবং সাংবাদিকদের মধ্যে বিভক্ত  রাজনৈতিক সংগঠনের আর্দশ গত মতপ্রার্থক্য এবং শামীমুল ইসলাম শামীম একজন সংবাদকর্মি ছাড়াও একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হওয়ায় এবং তিনি খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি,খুলনা সরকারি মজিদ মেমোরয়িাল সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক এবং ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও ঝিনাইদহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি,মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন,ঝিনাইদহ জেলা শাখার সভাপতি হওয়ার কারনেই উল্লেখিত চারজন জামায়াত-শিবিরের তালিকা ভূক্ত,শিবির পন্থী সাংবাদিকরায় শামীম-হিরো’র বিরুদ্ধে অভিযোগ,মামলা দেওয়াসহ বিভিন্নভাবে আমাদের হয়রানি করার চেষ্টা করা এবং তা অব্যাহত রেখেছে। চ্যালেঞ্জ করছি এবং চ্যালেঞ্জ থাকলো,আমার শিশু থেকে ১৮বছর পযর্ন্ত কেটেছে শৈলকুপা উপজেলার গ্রামের বাড়িতে।তারপরঃ ১৬ বছর খুলনাতে  এবং বর্তমান প্রায় ১৬ বছর ঝিনাইদহ শহরে স্থায়ীভাবে বসবাসরত আছি।এই ৫০/৫২ বছরের মধ্যে নিজেকে কখনো আইন বিরোধী কোন অপরাধ,কোন কর্মকান্ডের সাথে নিজেকে জড়িত করিনি।আবারও চ্যালেঞ্জ থাকলো পারলে আইন বিরোধি কোন কাজের তথ্য প্রমানসহ সাংবাদিক ভাইয়েরা আমার ছবিসহ নিউজ প্রকাশ করুন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক(ওসি তদন্ত) মোঃ আকতারুজামান লিটন বলেন,
অভিযোগ দুটি তদন্তাধীন আছে। তদন্ত শুরু হয়েছে। তদন্ত করার পর আমরা যেটা পাবো সেভাবেই রিপোর্ট প্রদান করব।

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত