ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

তারাগঞ্জে দেরিতে উপস্থিত শিক্ষকদের জবাবে অসন্তোষ শিক্ষা কর্মকর্তা


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২০-৮-২০২৩ দুপুর ১১:২৮

দৈনিক সকালের সময় পত্রিকায় ১৮/০৭/২০২৩ইং প্রকাশিত সংবাদের ভিত্তিতে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ১৯/০৭/২৩ইং চিলাপাক ও কাঁটাবাড়ীর ডাঙ্গা সপ্রাবির শিক্ষকদের দেরীতে আসার কারণ দর্শানোর জন্য লিখিত ভাবে ব্যবস্থা গ্রহণ করেন। লিখিত ভাবে কারণ দর্শানোর ভিত্তিতে স্কুল ২টি‘র নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়া শিক্ষকগণ কালক্ষেপণের মধ্যদিয়ে হলেও অসন্তোষজনক জবাব দাখিল করেন, যাহা সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন এবং বানোয়াট। গড়িমসি করে হলেও এর সত্যতা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা নিশ্চিত করেছেন(তথ্য সংরক্ষিত)।
 
বিদ্যালয় দু‘টির শিক্ষকগণ দেরীতে স্কুলে আসার বিষয় ঘটনাস্থল থেকে উক্ত সময়ে ধারাবাহিক ভাবে সকাল ৯ঃ৩০ মিনিটে চিলাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক আনসারী, ৯ঃ৩৬ মিনিটে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মোবাইল কলের মাধ্যমে অবগত করা হয়েছিল(তথ্য সংরক্ষিত)।
 
এছাড়াও সকাল ১০টা ০৭ মিনিটে নিকটস্থ কাঁটাবাড়ি ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে একজন শিক্ষককের দেখা হয়, তাৎক্ষণিক উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে, তিনি প্রশিক্ষণে আছেন বলে জনান এবং তার বিদ্যালয়ে অন্যান্য শিক্ষকদের অনুপস্থিতির বিষয় জেনে দুঃখ প্রকাশ করেন।
 
বিদ্যালয়ে অনুপস্থিত ও জুয়েলারী ব্যবসার সত্ত্বাধিকারী থেকেও স্থানীয় পত্রিকা দৈনিক বায়ান্নর আলোয় মিথ্যে প্রতিবাদ প্রকাশ করানো সহকারি শিক্ষক প্রশান্ত কুমার রায়, সংবাদ প্রকাশের পর নিজ স্ত্রী সবিতা রানীকে ২১/০৭/২৩ইং রং মিস্ত্রি কর্তৃক সত্ত্বাধিকারী নাম পরিবর্তন করেন(তথ্য সংরক্ষিত)। বিদ্যালয় দু‘টি সহকারি শিক্ষকদের দেরিতে উপস্থিতির বিষয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাংবাদিক কর্তৃক তথ্য নির্ভর অবগত থাকা সত্ত্বেও শিক্ষকদের মিথ্যে ও বিভ্রান্তিমুলক জবাব গ্রহণ ও পক্ষপাতিত্বমূলক মতপ্রকাশের মাধ্যমে কালক্ষেপন করছেন যাহা কর্মক্ষেত্রে প্রাপ্ত দ্বায়িতে রহস্যজনক বটে!

এছাড়াও সহকারি শিক্ষক প্রশান্ত কুমার রায় পূনরায় গত ০৯/০৮/২৩ইং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নামে প্রধান শিক্ষককে মিথ্যা উদ্ধৃতি দিয়ে আগাম প্রস্থানের মাধ্যমে স্কুল ফাঁকি দিয়েছেন যাহা সহকারি শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিলাপাক সপ্রাবি প্রধান শিক্ষক কর্তৃক অবগত আছেন(তথ্য সংরক্ষিত)।
 
গত ১০/০৮/২৩ইং বৃহঃবার পক্ষপাতিত্বমূলক মতপ্রকাশের বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন,  বিদ্যালয় দু'টির দেরীতে উপস্থিত শিক্ষকগণের প্রেরিত জবাব সন্তোষজনক হয়নি বলে জানান এবং তিনি পূনরায় কারন দর্শানোর জন্য দ্বিতীয় পর্যায়ে লিখিত ভাবে জবাব আহ্বান করবেন মর্মে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন(তথ্য সংরক্ষিত)। এবং তিনি একরকম আপসোস করে বলেন প্রধান শিক্ষকগণ তাকে মানছেন না।
 
উল্লেখ্য যে, ১৬/০৭/২৩ইং বিদ্যালয় দু‘টির দেরীতে আসা সহকারি শিক্ষকদের বিষয়ে প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে মোবাইল ফোনে হওয়া কথার কলের তালিকাসহ সহকারি শিক্ষক প্রশান্ত কুমার রায় এর জুয়েলারী ব্যবসার সত্ত্বাধিকারীর নাম(সংবাদ প্রকাশের পর) পরিবর্তনের সব তথ্য দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি কর্তৃক প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু