ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ইবির ফুলপরীকে র‍্যাগিংয়ে জড়িত পাঁচ ছাত্রী আজীবনের জন্য বহিষ্কার


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২১-৮-২০২৩ রাত ৯:৫

ইবি সিন্ডিকেট অবশেষে ফুলপরীকে র‍্যাগিংয়ে অভিযুক্ত পাঁচ ছাত্রীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। ২১ আগস্ট সোমবার ২৬০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার বিকাল চারটায় ইবি প্রশাসন ভিসি প্রফেঃ ড.মোঃশেখ আঃসালামের সভাপতিত্বে এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।এমন তথ্য নিশ্চিত করেছেন ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান। এর আগে ১৫ জুলাই ইবি প্রশাসন শৃঙ্খলা কমিটির সভায় ১৯৮৭ ইং সালের 'students code of conduct 'এর ৮ ধারা মোতাবেক ফুলপরীকে নিপীড়নের দায়ে এক বছরের জন্য ওই পাঁচ ছাত্রীকে এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করেছিল।ইবি প্রশাসন কর্তৃক ফুলপরীকে র‍্যাগিংয়ে জড়িত অন্তরা সহ পাঁচ শিক্ষার্থীকে এক বছরের সাময়িক বহিষ্কারাদেশ বাতিল করে হাইকোর্ট। সেই সঙ্গে অভিযুক্তদের শাস্তি পূনরায় নির্ধারন করে  আগামী ২৩ আগস্টের মধ্যে অফিসিয়ালি জানাতে রুল জারি করেছিল।প্রসঙ্গত ইবির ২০২১-২০২২ইং শিক্ষা বর্ষের ফিনাান্স এন্ড ব্যাকিং বিভাগের নবীন শিক্ষার্থী মোসাঃ ফুলপরি খাতুনকে র‍্যাগিেংয়ের ঘটনায় মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং-২১০৫/২০২৩,আদেশ নং(০৯) এ অভিযুক্ত সানজিদা চৌধুরী অন্তরা সহ পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী ভাবে বহিষ্কারের আদেশ প্রদান করেন। সেই সংগে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট ও হাউজ টিউটরকে অব্যহতি প্রদান করেন।ইবি প্রশাসন হলের প্রভোস্ট ও হাউজ টিউটরদের অব্যহতি প্রদান করলেও অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে ১৫ জুলাই এক বছরের জন্য বহিষ্কার করে।হাইকোর্টের রুল ভায়োলেট করে কোন্ প্রক্রিয়ায় অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে তা জানতে চেয়ে মাননীয় হাইকোর্ট আবার রুলজারি করে। গত ১৯ জুলাই বুধবার হাইকোর্ট বিভাগের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিব  আল জলিলের বেঞ্চে এ রুল জারি করা হয়। রুলে বলা হয়,ইবির শিক্ষার্থী ফুলপরী খাতুন কে নিপিড়নে অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে কোন প্রক্রিয়ায় বহিষ্কার করা হয়েছে তা আগামী ২৩ আগস্টের মধ্যে অফিসিয়ালি লিখিত ভাবে  জানাতে হবে।ইবি প্রেরিত বহিষ্কার আদেশের পত্রাদি গত ২৬ জুলাই ধার্যকৃত নির্দিষ্ট দিনে শুনানি হয়।শুনানির আদেশে বলা হয়, ফুলপরীকে র‍্যাগিংয়ে জড়িত পাঁচ শিক্ষার্থীর বহিষ্কার আইন মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় হয়নি।সেকারণে এ বহিষ্কারাদেশ বাতিল করা হল।অভিযুক্তদের শাস্তি পূণরায় নির্ধারন পূর্বক আগামী ২৩ আগস্টের মধ্যে অফিসিয়ালি জানাতে এ আদেশ জারি করা হল।শুনানি কালে ফুলপরী পক্ষে ছিলেন আইনজীবী গাজী মোঃ মহসিন ও রাস্ট্র পক্ষে ছিলেন শাহ মঞ্জুরুল হক।রিটকরি আইনজীবী গাজী মোঃ মহসিন বলেন,ইবি প্রশাসন স্টুডেন্ট কোড অব কন্ডাক্ট -১৯৮৭ইং ভায়োলেট করেছে। ১৯৮৭- এর প্রথম অধ্যায়ের ৪,৫,ও ৭  ধারায় বলা হয়েছে,ভিসি মহোদয় অভিযুক্তদের প্রথমে ৫০০ টাকা জরিমানা পূর্বক এক বছরের সাময়িক বহিষ্কার করবেন।অতঃপর ডিসিপ্লিনারি কমিটিতে পাঠাবেন। ডিসিপ্লিনারি কমিটি পরে সিদ্ধান্ত দিবে। এ আইনের ৮ ধারায় সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে।বহিষ্কারাদেশ যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় আইনের ব্যত্যয় ঘটেছে। রাস্ট্র পক্ষের আইনজীবী শাহ মঞ্জুরুল হক নলেন,মাননীয় হাইকোর্ট ইবির বহিষ্কারাদেশ যথাযত মনে না করায় এ রুল জারি করেছেন।  নিপিড়নের শিকার ফুলপরী২০২১-২০২২ইং সেশনের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্যের শিক্ষার্থী।গত ১২ ফেব্রুয়ারি রাতে ইবি ছাত্রলীগের সহ সভাপতি অভিযুক্ত সানজিদা চৌধুরী সহ পাঁচ জন মিলে শেখ হাসিনা হলের ৩০৬ নং দোয়েল -১ রুমে  মারধর, গালিগালাজ সহ ফুলপরীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে।এ ঘটনা বাইরে প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হলে 'টক অফ দ্যা কান্ট্রিতে' রূপ নেয়। সুপ্রিমকোর্টের আইনজীবি গাজী মোঃ মহসিন হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চে রিট মামলা দায়ের করেন। আজীবনের জন্য বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন,১)পরিসংখ্যান বিভাগের সানজিদা  চৌধুরী অন্তরা (২)তাবাসসুম (৩)মোসাঃমুয়াবিয়া (৪)চারুকলা বিভাগের মোসাঃ হালিমা আক্তার উর্মি (৫)আইন বিভাগের মোসাঃ ইসরাত জাহান মীম।ভুক্তভোগী ফুলপরী ইবি প্রশাসনের এমন সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন।এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান সকালের সময়কে জানান,বাংলাদেশ স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট ১৯৮৭ইং পার্ট-২ এর ৮ম ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন

মিরসরাইয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ১

হাটহাজারী পোনা মাছ অবমুক্ত কার্যক্রম অনুষ্ঠিত

‎ অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমসহ নানান অভিযোগ

গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নবীনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশার কথা জানালেন অ্যাডভোকেট মতিন

গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপে ধাওয়া–পাল্টাধাওয়া, পুলিশ ও সাংবাদিকসহ আহত ৫

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ দোকানে জরিমানা, ৭০ বস্তা সার জব্দ

নড়াইলের কালিয়ায় ডা: পারভেজসহ বিএনপির সম্ভাব্য চার এমপি প্রার্থীর পোষ্টার-ফেষ্টুন ছেড়ার অভিযোগ

নগরকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

পাবনা ফরিদপুর উপজেলার, খাগরবাড়িয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ভূরুঙ্গামারীতে নূরের উপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ এর বিক্ষোভ মিছিল