ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ইবির ফুলপরীকে র‍্যাগিংয়ে জড়িত পাঁচ ছাত্রী আজীবনের জন্য বহিষ্কার


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২১-৮-২০২৩ রাত ৯:৫

ইবি সিন্ডিকেট অবশেষে ফুলপরীকে র‍্যাগিংয়ে অভিযুক্ত পাঁচ ছাত্রীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। ২১ আগস্ট সোমবার ২৬০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার বিকাল চারটায় ইবি প্রশাসন ভিসি প্রফেঃ ড.মোঃশেখ আঃসালামের সভাপতিত্বে এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।এমন তথ্য নিশ্চিত করেছেন ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান। এর আগে ১৫ জুলাই ইবি প্রশাসন শৃঙ্খলা কমিটির সভায় ১৯৮৭ ইং সালের 'students code of conduct 'এর ৮ ধারা মোতাবেক ফুলপরীকে নিপীড়নের দায়ে এক বছরের জন্য ওই পাঁচ ছাত্রীকে এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করেছিল।ইবি প্রশাসন কর্তৃক ফুলপরীকে র‍্যাগিংয়ে জড়িত অন্তরা সহ পাঁচ শিক্ষার্থীকে এক বছরের সাময়িক বহিষ্কারাদেশ বাতিল করে হাইকোর্ট। সেই সঙ্গে অভিযুক্তদের শাস্তি পূনরায় নির্ধারন করে  আগামী ২৩ আগস্টের মধ্যে অফিসিয়ালি জানাতে রুল জারি করেছিল।প্রসঙ্গত ইবির ২০২১-২০২২ইং শিক্ষা বর্ষের ফিনাান্স এন্ড ব্যাকিং বিভাগের নবীন শিক্ষার্থী মোসাঃ ফুলপরি খাতুনকে র‍্যাগিেংয়ের ঘটনায় মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং-২১০৫/২০২৩,আদেশ নং(০৯) এ অভিযুক্ত সানজিদা চৌধুরী অন্তরা সহ পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী ভাবে বহিষ্কারের আদেশ প্রদান করেন। সেই সংগে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট ও হাউজ টিউটরকে অব্যহতি প্রদান করেন।ইবি প্রশাসন হলের প্রভোস্ট ও হাউজ টিউটরদের অব্যহতি প্রদান করলেও অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে ১৫ জুলাই এক বছরের জন্য বহিষ্কার করে।হাইকোর্টের রুল ভায়োলেট করে কোন্ প্রক্রিয়ায় অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে তা জানতে চেয়ে মাননীয় হাইকোর্ট আবার রুলজারি করে। গত ১৯ জুলাই বুধবার হাইকোর্ট বিভাগের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিব  আল জলিলের বেঞ্চে এ রুল জারি করা হয়। রুলে বলা হয়,ইবির শিক্ষার্থী ফুলপরী খাতুন কে নিপিড়নে অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে কোন প্রক্রিয়ায় বহিষ্কার করা হয়েছে তা আগামী ২৩ আগস্টের মধ্যে অফিসিয়ালি লিখিত ভাবে  জানাতে হবে।ইবি প্রেরিত বহিষ্কার আদেশের পত্রাদি গত ২৬ জুলাই ধার্যকৃত নির্দিষ্ট দিনে শুনানি হয়।শুনানির আদেশে বলা হয়, ফুলপরীকে র‍্যাগিংয়ে জড়িত পাঁচ শিক্ষার্থীর বহিষ্কার আইন মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় হয়নি।সেকারণে এ বহিষ্কারাদেশ বাতিল করা হল।অভিযুক্তদের শাস্তি পূণরায় নির্ধারন পূর্বক আগামী ২৩ আগস্টের মধ্যে অফিসিয়ালি জানাতে এ আদেশ জারি করা হল।শুনানি কালে ফুলপরী পক্ষে ছিলেন আইনজীবী গাজী মোঃ মহসিন ও রাস্ট্র পক্ষে ছিলেন শাহ মঞ্জুরুল হক।রিটকরি আইনজীবী গাজী মোঃ মহসিন বলেন,ইবি প্রশাসন স্টুডেন্ট কোড অব কন্ডাক্ট -১৯৮৭ইং ভায়োলেট করেছে। ১৯৮৭- এর প্রথম অধ্যায়ের ৪,৫,ও ৭  ধারায় বলা হয়েছে,ভিসি মহোদয় অভিযুক্তদের প্রথমে ৫০০ টাকা জরিমানা পূর্বক এক বছরের সাময়িক বহিষ্কার করবেন।অতঃপর ডিসিপ্লিনারি কমিটিতে পাঠাবেন। ডিসিপ্লিনারি কমিটি পরে সিদ্ধান্ত দিবে। এ আইনের ৮ ধারায় সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে।বহিষ্কারাদেশ যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় আইনের ব্যত্যয় ঘটেছে। রাস্ট্র পক্ষের আইনজীবী শাহ মঞ্জুরুল হক নলেন,মাননীয় হাইকোর্ট ইবির বহিষ্কারাদেশ যথাযত মনে না করায় এ রুল জারি করেছেন।  নিপিড়নের শিকার ফুলপরী২০২১-২০২২ইং সেশনের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্যের শিক্ষার্থী।গত ১২ ফেব্রুয়ারি রাতে ইবি ছাত্রলীগের সহ সভাপতি অভিযুক্ত সানজিদা চৌধুরী সহ পাঁচ জন মিলে শেখ হাসিনা হলের ৩০৬ নং দোয়েল -১ রুমে  মারধর, গালিগালাজ সহ ফুলপরীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে।এ ঘটনা বাইরে প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হলে 'টক অফ দ্যা কান্ট্রিতে' রূপ নেয়। সুপ্রিমকোর্টের আইনজীবি গাজী মোঃ মহসিন হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চে রিট মামলা দায়ের করেন। আজীবনের জন্য বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন,১)পরিসংখ্যান বিভাগের সানজিদা  চৌধুরী অন্তরা (২)তাবাসসুম (৩)মোসাঃমুয়াবিয়া (৪)চারুকলা বিভাগের মোসাঃ হালিমা আক্তার উর্মি (৫)আইন বিভাগের মোসাঃ ইসরাত জাহান মীম।ভুক্তভোগী ফুলপরী ইবি প্রশাসনের এমন সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন।এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান সকালের সময়কে জানান,বাংলাদেশ স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট ১৯৮৭ইং পার্ট-২ এর ৮ম ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত

কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ৪

ঠাকুরগাঁওয়ে এলজিইডির উদ্যোগে পিপিআর ২০২৫ অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ত্রিশালে প্রবাসবন্ধু ফোরামের পুর্নকমিটি গঠন