পটুয়াখালীতে ভোলার গ্যাস সংযোগ দাবী চেম্বার নেতৃবৃন্দের
দক্ষিনাঞ্চলের কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু'র সুফল বস্তবায়নে বরিশাল ও পটুয়খালীতে ভোলার গ্যাস সংযোগ একান্ত আবশ্যক বলে দাবী করেছেন পটুয়াখালী জেলার ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১১টায় নবাগত জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর সাথে সৌজন্য সাক্ষাতে এ দাবী জানান, দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন ও সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মনির খানের নেতৃত্বে ব্যবসায়ীর একটি প্রতিনিধি দল। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন প্রধানমন্ত্রী জননেত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের পরে দক্ষিনাঞ্চলে কোটি কোটি মানুষের জীবনমানোন্নয়নে ব্যাপক গতি সঞ্চার হয়। দক্ষিনাঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিপুল সম্ভাবনার সৃস্টি হয়।
পদ্মা সেতুর পাশাপাশি ভোলার গ্যাস সম্পদে আশার আলো সৃস্টিতে ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশালসহ এলাকার বিশিস্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীজন শিল্প- কলকারখানা প্রতিষ্ঠায় বিনিয়োগের জন্য উন্মুখ হয়ে আছে। বরিশাল ও পটুয়াখালী জেলার নিকটবর্তী জেলা ভোলার গ্যাসসম্পদে পটুয়াখালী ও বরিশালের ব্যবসায়ী উদ্যোক্তরাও শিল্প- কলকারখানায় বিনিয়োগে এগিয়ে আসছে। বিশেষ করে পটুয়াখালী জেলায় কৃষি ও শিল্প ক্ষেত্রে অপার সম্ভাবনা রয়েছে। এখানে হাজার হাজার কোটি টাকার তরমুজ, মুগডাল, মরিচ, আলু উৎপাদন যেমন হয় তেমনি ইলিশ সম্পদও রয়েছে। এসব পণ্য রক্ষনা- বেক্ষন ও বাজরজাত করনের কোন কোল্ড স্টোর বা হিমাগার নাই। এ সব ক্ষেত্রে উদ্যোগী ব্যবসায়ীরা এগিয়ে আসলেও গ্যাসসংযোগের কোন ব্যবস্তা না থাকায় তারা এগিয়ে আসছে না। বর্তমান সরকার দক্ষিনাঞ্চলে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন এবং চলমান আছে। এখানে দেশের বৃহত্তম পাওয়ার প্ল্যান্ট, পায়রা বন্দর, নৌঘাটি, কোস্টগার্ড, বিসিক নগরী ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ইপিজেড নির্মানের কার্যক্রম চলমান আছে। এ ক্ষেত্রে ভোলার গ্যাস সংযোগ জনগুরুত্বপুর্ন বলে নবাগত জেলা প্রশাসককে অবহিত করেন চেম্বার নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসক ব্যবসায়ী নেতৃবৃন্দের দাবী মনোযোগ সহকারে শুনেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষদের অবহিত করবেন বলে আশ্বাস দেন জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক মোতালেব মৃধা, মাসুম বিশ্বাস, মোঃ মিজান, মোঃ এনয়েত হোসেন, মোঃ মনির, অপু সিকদার, মোঃ মেরিন, ওমর ফারুক প্রমুখ
এমএসএম / এমএসএম
থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ
বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত
বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই
Link Copied