ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ইবি শিক্ষার্থী নওরীনের মৃত্যু রহস্য উন্মোচনে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল ও মানববন্ধন


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২৩-৮-২০২৩ রাত ৯:৫৪
ইবির মেধাবী শিক্ষার্থী নওরীন নুসরাত স্নিগ্ধার মৃত্যু রহস্য উন্মোচনে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২৩ আগস্ট সকাল ১১টায় টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতি ইবি শাখার উদ্যেগে এ কর্মসূচী পালিত হয়। টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির ইবি শাখা সভাপতি মোঃনাছির উদ্দিন আবিরের নেতৃত্বে মৌন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুজিব চত্বরে এসে এক আলোচনা সভার আয়োজন করে।আলোচনা সভায় বক্তব্য দেন,ইবির চারুকলা বিভাগের প্রভাষক ও টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতি ইবি শাখার উপদেষ্টা মোঃ রায়হান উদ্দিন ফকির,অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,মুসা হাশেমী,মোঃ রেজোয়ান হোসেন, সুজন মাহমুদ প্রমূখ।নওরীনের পিতা খন্দকার নজরুল ইসলাম বলেন, আমার মেয়েকে গৃহবন্দী করে রাখায় অসুস্থ ছিলো  তাকে নিয়মিত ঔষধ গ্রহণ করতে দেওয়া হতোনা। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। ঘটনার দিনে মেয়ের বাসায় যেতে জামাইকে ফোন করা হলে খলিল আমাদেরকে সন্ধ্যা ছয়টার পরে যেতে বলে। তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই। 
নিহত নওরীন নুসরাতের গ্রামের বাড়ি টাঙ্গাইলেের ইসলামবাগে। তার পিতা-খন্দকার নজরুল ইসলাম।তার স্বামী মোঃ ইব্রাহিম খলিল চাঁদপুর জেলাধীন মতলব উপজেলার কলাকান্দা গ্রামের মোঃ জহিরুল আলমের ছেলে।প্রসঙ্গত গত ৮ আগস্ট সন্ধা ছয়টার দিকে সাভারের আশুলিয়া এলাকার পলাশবাড়ী নামাবাজার এলাকায় ভাড়া বাড়ির ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে নওরীন আত্মহত্যা করেন।পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে তার সহপাঠীদের সূত্রে জানা গেছে।নিহত নওরীন নুসরাত ২০১৭-১৮ ইং সেশনের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের একজন শিক্ষার্থী।তিনি ইবি ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন। মেধাবী শিক্ষার্থী হিসাবে তার সুখ্যাতি ছিলো ক্যাম্পাস জুড়ে।বিবাহের মাত্র ১৬ দিনের মাথায় তার মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।গত ২১ জুলাই সবে মাত্র নওরীনের বিবাহ হয়েছে।কিছুদিন আগে ইব্রাহিম খলিল তার স্ত্রী নওরীন নুসরাতকে আশুলিয়ার ভাড়া বাসায় নিয়ে যায়।ঘটনার দিন স্বামীর অনুপস্থিতিতে নওরীন ভাড়াকৃত বাসার ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে নীচে পড়ে যায়।বাসার কেয়ার টেকার মোঃফারুক হোসেন নওরীনকে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন

মিরসরাইয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ১

হাটহাজারী পোনা মাছ অবমুক্ত কার্যক্রম অনুষ্ঠিত

‎ অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমসহ নানান অভিযোগ

গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নবীনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশার কথা জানালেন অ্যাডভোকেট মতিন

গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপে ধাওয়া–পাল্টাধাওয়া, পুলিশ ও সাংবাদিকসহ আহত ৫

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ দোকানে জরিমানা, ৭০ বস্তা সার জব্দ

নড়াইলের কালিয়ায় ডা: পারভেজসহ বিএনপির সম্ভাব্য চার এমপি প্রার্থীর পোষ্টার-ফেষ্টুন ছেড়ার অভিযোগ

নগরকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

পাবনা ফরিদপুর উপজেলার, খাগরবাড়িয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু