ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বালাগঞ্জের ইউএনও পদোন্নতি পেয়ে সিলেট বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২৩ দুপুর ৩:১১
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার এর পদোন্নতি হওয়ায় সিলেটের বিআরটিএ'র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করবেন। ২০২১ সালের ১১ মে রোজিনা আক্তার বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। ২ বছর ৩ মাস ৯ দিন বালাগঞ্জ উপজেলার দায়িত্ব পালনকালে তিনি অত্যন্ত সুদক্ষ সৎ কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছেন। রোজিনা আক্তার ৩৩তম ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডার। তার পদোন্নতির বিষয়ে গত ২০ আগস্ট গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা হতে রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের উপসচিব এটিএম শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করেছেন। 
 
তিনি বালাগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে সবাইকে নিজের আপন ভেবে কাজ করেছেন। দীর্ঘ এই মানবতার ক্ষেত্রে চুল পরিমান ঘাটতি রাখেননি এই ইউএনও। সরকারি রুটিন ওয়ার্কে থেকেও সাধারণ মানুষের মন জয় করা একজন মানবিক উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার। তিনি সরকারি সেবা সর্বসাধারণের দুয়ারে পৌঁছে দিতে আত্নসেবায় নিজেকে নিয়োগ করেছেন। প্রায় আড়াই বছর সময়ে তিনি তার কর্মের দ্বারা ওই উপজেলার সর্বস্তরের মানুষের মন জয় করেছেন। বিশেষ করে বৈশ্বিক মহামারিতে রুপ নেওয়া মরণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এবং সিলেটে প্রলয়ঙ্কারী বন্যা-২০২২ এ বালাগঞ্জের ইউএনও রোজিনা আক্তার এর দায়িত্বশীল কর্ম তৎপরতা, দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট ও উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, উপজেলার সর্বমহলে প্রশংসিত হয়ে উঠেছেন। এ ভাইরাস সংক্রমণ রোধে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টি, বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, প্রলয়ঙ্কারী বন্যা পরিস্থিতিতে দিন রাত পরিশ্রম করেছেন, দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট ও উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বিগত বছরের তুলনায় হাট-বাজার, জলমহাল ইজারার সরকারি রাজস্ব আয় আদায় প্রায় দ্বিগুন এবং ভুমি হতে সরকারি রাজস্ব আয় আদায় দ্বিগুন করতে সমক্ষ হয়েছেন তিনি। শুধু তাই নয়, বালাগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন সম্পন্ন করেছেন। 
 
একাধিক জনপ্রতিনিধিরা জানান, উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বালাগঞ্জে যোগদানের পর থেকেই জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দিনে-রাতে উপজেলাবাসীর জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। এমন নিষ্ঠাবান-কর্মঠ ও মানবিক গুণাবলী সম্পন্ন ইউএনও অতীতে খুব কম পেয়েছেন। করোনা ভাইরাস মোকাবেলায় ও ভয়াবহ বন্যা-২২ এবং প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচীর তালিকা স্বচ্ছ ভাবে জমা দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তিনি বালাগঞ্জে যে ভূমিকা পালন করেছেন তাও নজিরবিহীন। তাঁর কর্মকান্ডে মনে হয়েছিল তিনি কেবল ইউএনও নন, ওই উপজেলার একজন সচেতন অভিভাবকও।
 
সদ্য সিলেট বিআরটিএ-তে পদোন্নতি প্রাপ্ত বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার জানান, বালাগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে গণ-প্রজাতন্ত্রের একজন সেবক হিসেবে অর্পিত দায়িত্ব পালন করছি মাত্র। করোনা পরিস্থিতিতেও সরকারি নির্দেশনা মতে কাজ করেছি ও ভয়াবহ বন্যা-২০২২ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচীর তালিকা স্বচ্ছ ভাবে তালিকা তৈরির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছি। সারাদেশের ইউএনও সহ সরকারি কর্মকর্তারা যেভাবে কাজ করছে আমিও সেভাবে কাজ করছি। উপজেলায় দায়িত্বাবস্থায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারি, পুলিশ বিভাগের কর্মকর্তা ও সাংবাদিক সহ অনেকে সার্বিক সহযোগিতা করেছেন। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এমএসএম / এমএসএম

গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ

দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার

জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা

কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা

রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩

বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি