ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বালাগঞ্জের ইউএনও পদোন্নতি পেয়ে সিলেট বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২৩ দুপুর ৩:১১
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার এর পদোন্নতি হওয়ায় সিলেটের বিআরটিএ'র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করবেন। ২০২১ সালের ১১ মে রোজিনা আক্তার বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। ২ বছর ৩ মাস ৯ দিন বালাগঞ্জ উপজেলার দায়িত্ব পালনকালে তিনি অত্যন্ত সুদক্ষ সৎ কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছেন। রোজিনা আক্তার ৩৩তম ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডার। তার পদোন্নতির বিষয়ে গত ২০ আগস্ট গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা হতে রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের উপসচিব এটিএম শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করেছেন। 
 
তিনি বালাগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে সবাইকে নিজের আপন ভেবে কাজ করেছেন। দীর্ঘ এই মানবতার ক্ষেত্রে চুল পরিমান ঘাটতি রাখেননি এই ইউএনও। সরকারি রুটিন ওয়ার্কে থেকেও সাধারণ মানুষের মন জয় করা একজন মানবিক উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার। তিনি সরকারি সেবা সর্বসাধারণের দুয়ারে পৌঁছে দিতে আত্নসেবায় নিজেকে নিয়োগ করেছেন। প্রায় আড়াই বছর সময়ে তিনি তার কর্মের দ্বারা ওই উপজেলার সর্বস্তরের মানুষের মন জয় করেছেন। বিশেষ করে বৈশ্বিক মহামারিতে রুপ নেওয়া মরণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এবং সিলেটে প্রলয়ঙ্কারী বন্যা-২০২২ এ বালাগঞ্জের ইউএনও রোজিনা আক্তার এর দায়িত্বশীল কর্ম তৎপরতা, দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট ও উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, উপজেলার সর্বমহলে প্রশংসিত হয়ে উঠেছেন। এ ভাইরাস সংক্রমণ রোধে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টি, বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, প্রলয়ঙ্কারী বন্যা পরিস্থিতিতে দিন রাত পরিশ্রম করেছেন, দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট ও উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বিগত বছরের তুলনায় হাট-বাজার, জলমহাল ইজারার সরকারি রাজস্ব আয় আদায় প্রায় দ্বিগুন এবং ভুমি হতে সরকারি রাজস্ব আয় আদায় দ্বিগুন করতে সমক্ষ হয়েছেন তিনি। শুধু তাই নয়, বালাগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন সম্পন্ন করেছেন। 
 
একাধিক জনপ্রতিনিধিরা জানান, উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বালাগঞ্জে যোগদানের পর থেকেই জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দিনে-রাতে উপজেলাবাসীর জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। এমন নিষ্ঠাবান-কর্মঠ ও মানবিক গুণাবলী সম্পন্ন ইউএনও অতীতে খুব কম পেয়েছেন। করোনা ভাইরাস মোকাবেলায় ও ভয়াবহ বন্যা-২২ এবং প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচীর তালিকা স্বচ্ছ ভাবে জমা দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তিনি বালাগঞ্জে যে ভূমিকা পালন করেছেন তাও নজিরবিহীন। তাঁর কর্মকান্ডে মনে হয়েছিল তিনি কেবল ইউএনও নন, ওই উপজেলার একজন সচেতন অভিভাবকও।
 
সদ্য সিলেট বিআরটিএ-তে পদোন্নতি প্রাপ্ত বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার জানান, বালাগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে গণ-প্রজাতন্ত্রের একজন সেবক হিসেবে অর্পিত দায়িত্ব পালন করছি মাত্র। করোনা পরিস্থিতিতেও সরকারি নির্দেশনা মতে কাজ করেছি ও ভয়াবহ বন্যা-২০২২ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচীর তালিকা স্বচ্ছ ভাবে তালিকা তৈরির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছি। সারাদেশের ইউএনও সহ সরকারি কর্মকর্তারা যেভাবে কাজ করছে আমিও সেভাবে কাজ করছি। উপজেলায় দায়িত্বাবস্থায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারি, পুলিশ বিভাগের কর্মকর্তা ও সাংবাদিক সহ অনেকে সার্বিক সহযোগিতা করেছেন। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও