বসার চেয়ার না পেয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ, অনুসারীদের বিক্ষোভ
কক্সবাজার জেলা ছাত্রলীগ আয়োজিত প্রথম বর্ধিত সভায় বসার চেয়ার না পেয়ে পদত্যাগ করেছেন সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন।বৃহস্পতিবার ২৪ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি।এদিকে মইন উদ্দিনের পদত্যাগের ঘোষনার পরপরই বিকাল সাড়ে ছয়টার দিকে কক্সবাজার বিমানবন্দর সড়কের মাথায় টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন তার অনুসারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ মারুফ আদনানের জেলা কমিটিকে অবৈধ ঘোষণা করে বিলুপ্ত করার দাবী জানান কেন্দ্রীয় নেতাদের প্রতি।
বিক্ষোভের সময় মইন উদ্দিনের অনুসারী ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন বলেন, জেলা ছাত্রলীগের লোক দেখানো বর্ধিত সভায় সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন উপস্থিত হন। এ সময় সভাপতি-সাধারণ সম্পাদক তাকে অপমান করার জন্য বসতে চেয়ার দেননি। ক্ষোভে সভা থেকে ফিরে তাৎক্ষণিক পদত্যাগের ঘোষণা দেন মইন উদ্দিন। সাদ্দাম-মারুফের এমন স্বেচ্ছাচারীতার প্রতিবাদে তারা রাস্তায় টায়ার জালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন বলেও জানান তিনি।
এর আগে বুধবার ২৩ আগস্ট বিকাল সাড়ে তিনটায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য কক্সবাজার জেলা শাখার আওতাধীন সকল উপজেলা, কলেজ, পৌরসভা ও মাদ্রাসার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম-আহবায়ক এবং পদপ্রত্যাশী সকলকে উপস্থিত থাকার নির্দেশ দেন জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান।
বর্ধিত সভায় এসে সভাপতি-সম্পাদককে না পেয়ে ফিরে যাওয়া ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জানান, বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে বর্ধিত সভায় উপস্থিত থাকলে বললেও সভাপতি-সেক্রেটারী কেউ উপস্থিত হয়নি। বর্ধিত সভা স্থগিত করা হয়েছে এমন কাউকেও বলা হয়নি। দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা এসে সভাপতি-সাধারণ সম্পাদকের উপস্তিতি না দেখে হতাশ হয়ে ফিরে যান।
তাদের দাবী, সভাপতি সাধারণ সম্পাদক বর্ধিত সভার আহবান করলেও সভাটি বাস্তবায়ন না করে ঢাকায় ঘুরাঘুরি করছে। এ ঘটনায় নেতাকর্মীদের আলোচনা-সমালোচনা সৃষ্টি হলে পরদিন বিমানযোগে ঢাকা থেকে ফিরে বর্ধিত সভার আয়োজন করেন সভাপতি সম্পাদক। সভায় সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিনকে চেয়ারে বসার সুযোগ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে জেলা ছাত্রলীগের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন।
জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন বলেন, কেন্দ্রীয় নির্বাহী সংসদের আয়োজনে আগামী ১ সেপ্টেম্বর সর্ববৃহৎ ছাত্র সমাবেশে অংশগ্রহণ করার লক্ষ্যে কক্সবাজার জেলা ছাত্রলীগ প্রথমবারের মত বর্ধিত সভার আয়োজন করেন এবং সবাইকে উপস্থিত হতে বলেন। সভায় আমিও অংশগ্রহণ করি। কিন্তু সাদ্দাম ও মারুফ আমাকে বসার জন্য কোন চেয়ার দেননি। দশ মিনিট দাড়িয়ে আমি অপমানিত হয়ে ফিরে এসেছি। তাদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ স্বরুপ আমি পদত্যাগের ঘোষণা দিয়েছি।
পরে সন্ধ্যা সাড়ে ৭ টায় ছাত্রলীগ নেতা মইন উদ্দিন এবং সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এসে নেতাকর্মীদের অনুরোধ করলে সড়ক অবরোধ প্রত্যহার করে নেন মইনের অনুসারীরা এসময় মইন উদ্দিন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হোসাইন সাদ্দামের সাথে তার কথা হয়েছে এবং তার পদত্যাগপত্র গ্রহন করেনি বলে জানান। সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ছাত্রলীগের নেতাকর্মীদের কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে ১ সেপ্টেম্বর ঢাকার ছাত্র সমাবেশ সফল করার আহবান জানান।
জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আয়োজনে ঐক্যবদ্ধ ছাত্রসমাজকে সাথে নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।সমাবেশটি সফল করার লক্ষ্যে বাংলাদেশ কক্সবাজার জেলা ছাত্রলীগ একটি ’বিশেষ বর্ধিত সভা' আয়োজন করেন। উক্ত সভায় কক্সবাজার জেলা শাখার আওতাধীন সকল উপজেলা, কলেজ, পৌরসভা ও মাদ্রাসার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম-আহবায়ক এবং পদপ্রত্যাশী সকলকে উপস্থিত থাকার নির্দেশ দেন
সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক আবু মো: মারুফ আদনান।
জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনান বলেন, বিকাল চারটায় আমাদেন বর্ধিত সভা শুরু হয়। মইন এর কিছুক্ষণ পরে সভাস্থলে আসেন। সিনিয়র সব নেতাকর্মী বসে যাওয়ায় তাকে চেয়ার দিতে দেরী হয়। এ কারণে তিনি চলে যান। গতকালের সভা আজকে কেন জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন আল মাহমুদের সাথে দেখা করার তারিখ নির্ধারণ ছিল। তিনি গ্রামের বাড়ি থেকে ফিরতে দেরী হওয়ায় তারিখটি পরিবর্তন করে গতকাল ২৩ আগস্ট দেখা করার শিডিউল দেন। এ কারনে গতকাল আমাদের বর্ধিত সভা করা সম্ভব হয়নি। তাই পরদিন বর্ধিত সভা হবে জানিয়ে হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জার গ্রুপে জানিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, টায়ার জালিয়ে রাস্তায় বিক্ষোভ ও অবরোধের খবে পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। তাদের টিম পরিস্থিতি স্বাভাবিক করতে যানজট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
Link Copied