ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কক্সবাজারে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত দুই ছাত্রলীগ নেতা


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২৪-৮-২০২৩ রাত ১১:৫৭

কক্সবাজার জেলা ছাত্রলীগের বর্ধিত সভা চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষে জিসান ও ইশরাক নামের দুই ছাত্রলীগ নেতা আহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার জেলা আ.লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।  

শোকের মাসে ছাত্রলীগের এমন কর্মকান্ডে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা কর্মীরা সদ্দাম ও মারুফের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দু'জনই পর্যটন শহর কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে অযোগ্য বলে মন্তব্য করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের অনুসারী রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ইমাদ সিকদার, সাদমান হোসেন ইশরাক ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের সমর্থক জিসানের মধ্যে দলীয় কার্যালয়ের ভেতরে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় পাশে থাকা পড়শী রেস্টুরেন্টের গ্লাসে হাত কেটে যায় জিসানের। এবং হাতাহাতিতে আহত হয় ইশরাক। আহত অস্থায় উপস্থিত নেতাকর্মীরা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতাল ও ইউনিয়ন হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করে বাড়ি চলে যান দুজন। এছাড়াও হাতাহাতির এক পর্যায়ে পড়শী রেস্টুরেন্টের জিনিসপত্র ভাংচুর করা হয় বলেও জানান নেতাকর্মীরা।

জানতে চাইলে অহত ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম জিসান জানান, দলীয় কার্যালয়ে উঠার সময় সিড়িতে একে অপরের ধাক্কা লাগে। এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একে অপরে হাতাহাতিতে জড়িয়ে যায়। এক পর্যায়ে বড় ধরনের সংঘর্ষের সৃষ্টি হয়। ধাক্কাধাক্কিতে হোটেল পড়শির গ্লাস ভেঙ্গে তার হাত কেটে যায়। পরবর্তীতে নেতাকর্মীরা তাকে ইউনিয়ন হসপিটালে প্রাথামিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান বলে জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রলীগের এক নেতা বলেন, শোকের মাসে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে স্বয়ং জেলা ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের উপস্থিতিতে দুইজন কর্মী আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা খাটো করে দেখার সুযোগ নেই। এ ঘটনায় সাংগঠনিক ব্যর্থতা এবং চেইন অব কমান্ডের ব্যত্যয় সুস্পষ্ট হয়। জড়িতের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি।

পড়শী রেস্টুরেন্টের মালিকের ছেলে আরমান বলেন, দুগ্রুপের মারামারিতে আমাদের হোটেলের গ্লাস ভেঙ্গে গেছে। ভাঙ্গা গ্লাসটি আগামীকাল তারা ঠিক করে দেবেন বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন হাসপাতালের ডিএমডি ফয়সাল বলেন, হাতে আঘাত পাওয়া এক যুবককে আমার হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় তিনি কাচের গ্লাসে আঘাত পেয়েছেন বলে আমাদের কাছে দাবি করেছেন।

জানতে চাইলে এইসব বিষয় অস্বীকার ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন এ ধরনের কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেন। তবে সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, বর্ধিত সভায় মারামারির কোন ঘটনা ঘটেনি। চলে যাওয়ার সময় কোথায় যেন একটু আচড় লেগেছে জিসানের।

এমএসএম / এমএসএম

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত