ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

নাঙ্গলকোটে ভূমিদস্যুতার অভিযোগ যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৮-৮-২০২৩ বিকাল ৫:১৫
সরকারী পদ পদবী ব্যবহার করে ভূমিদস্যুতা, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহানের বিরুদ্ধে। 
 
দীর্ঘ ১৪ বছর যাবৎ রহস্যজনক কারনে তিনি একই পদে নাঙ্গলকোট উপজেলায় কর্মরত। বহুবার বদলীর আদেশ তিনি আলাউদ্দিন চেরাগের বলে পাল্টিয়ে ফেলে আবার বহাল তবিয়তে। তার বিরুদ্ধে রয়েছে নানান অনিয়ম ও দূর্নীতির অভিযোগ।  
এর মধ্যে নাঙ্গলকোটে নামে বেনামে বহু টাকার সম্পদের মালিক এই কর্মকর্তা। বিরোধপূর্ণ কোন জায়গায় খবর পেলেই বায়না করেন তিনি। তারপর প্রশাসনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে স্বার্থসিদ্ধি করেন বলে অভিযোগ উঠেছে। 
 
সম্প্রতি নাঙ্গলকোট পৌরসবাস্থ ৩ নং ওয়ার্ডের পূর্ব দৈয়ারা গ্রামে প্রবীণ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন ভূইয়ার বাড়ী সংলগ্ন একটি জায়গা ক্রয় করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান।  গত ১ মে ২০২৩ সকালে শুরু করেন দখল অভিযান। প্রধান শিক্ষকের বাড়ী ঘর জোর পূর্বক ভাংচুর, হামলা ও দখলের মিশনে লিপ্ত হন এই সরকারী কর্মকর্তা।  নাঙ্গলকোট এ আর হাই স্কুলের এই শিক্ষক বাড়ী- ঘর ভাংচুর ও দখলের প্রতিকারের জন্য ৯৯৯ এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং শিক্ষক জাকির হোসেন ভূইয়া থানায় লিখিত অভিযোগ করেন। 
 
 কিন্তু পরবর্তীতে শালিসের আশ্রয় নিয়ে এই প্রবীণ শিক্ষককে থানায় দায়েরকৃত অভিযোগ প্রত্যাহারে বাধ্য করা হয়। তাকে বিভিন্ন ভাবে হয়রানী করা হয়।  বাধ্য হয়ে তিনি পরবর্তীতে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের ৫নং আমলী আদালতে মামলা করেন। যাতে শাহজাহান ছাড়াও আসামী করা হয় মাহফুজ, শাহজাহান ভূইয়া, মিজানুর রহমান এবং সাকিবকে। 
 
ভোক্তভূগী শিক্ষক জাকির হোসেন ভূইয়া  বলেন, শাহজাহান আমার দেয়াল ও বাড়ি-ঘর ভেঙে রাস্তা করার চেষ্টা করলে আমি বিষয়টি থানায় অভিযোগ করি, কিন্তু শাহজাহান আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে অভিযোগ প্রত্যাহার করায়, পরে আমি নিরুপায় হয়ে আদালতের শরণাপন্ন হই।
 
ভাংচুরের ঘটনা তদন্তে আদালত ডিবিকে নির্দেশ দেন। ডিবির এসআই মিজান বলেন, তদন্ত শেষ হয়েছে সোমবার (২১ আগষ্ট) তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তদন্তে ভাঙচুরের ঘটনার সত্যতা পাওয়া গেছে। 
 
এবিষয়ে মুঠোফোনে অভিযুক্ত শাহজাহান সাথে কথা বলে তিনি জানান, আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বানোয়াট যার কোন সততা প্রমাণ নেই। 

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা