স্বামী ও সন্তানের লেখালেখিতে আগ্রহী হয়ে উঠি, ইচ্ছে আছে ভালো লেখা প্রকাশেরঃ উম্মে কুলসুম ঝুমু

সবার কাছে ঝুমু নামেই পরিচিত। বাবা শরীফ নজরুল ইসলাম ব্যবসায়ী । মা শিরিন আকতার স্কুল শিক্ষিকা তবে এখন অবসরে আছেন। তিন ভাই বোনের মধ্যে ছোট বলে আদর একটু বেশিই পেয়েছে। বড় ভাই তারিকুল ইসলাম স্বাধীন ব্যবসায়ী,বড় বোন উম্মে সালমা সুমি আইনজীবী। ঝুমু ইসলামের জন্ম ১৯৮১ সালে ৬ সেপ্টেম্বর। দাদা বাড়ী পিরোজপুর জেলার তুষখালীর সম্ভ্রান্ত মুসলিম পরিবার শরীফ বাড়ীতে। দাদা জুলফিকার আলী শরীফ সবার খুব প্রিয় মানুষ ছিলেন।এলাকায় নিজ জমি দান করে অনেক স্কুল, মসজিদ এবং মাদ্রাসা করেছেন। বাবা নজরুল শরীফও বাবাকে অনুসরণ করে এগিয়ে গেছেন।
ঝুমু ইসলামের জন্ম নানা বাড়ী স্বরুপকাঠিতে। নিজ এলাকার তুষখালী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে-এসএসসি। বরিশাল ওমেন্স কলেজ থেকে এইচএসসি ,অনার্স এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন পাবলিক এ্যাডমিনিস্টারেশন এর উপর। বর্তমানে ঢাকায় বসবাস করছেন। স্বামী মহিউদ্দিন মহারাজ একজন ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজ সেবক। দুই সন্তান সাম্মাম জুনাইদ ইফতি ও সাফওয়ান জুবায়েদ আরাফ। সাম্মাম জুনাইদ ল নিয়ে পড়ছে সিটি, ইউনিভার্সিটি অফ লন্ডন। ছোট ছেলে সাফওয়ান মাস্টার মাইন্ড স্কুলে ক্লাস টু তে পড়ছে।লেখার অভ্যাস গড়ে উঠেছে মায়ের লেখা অনুসরন করে। ক্লাস ওয়ান থেকে স্কুলের অনুষ্ঠানে প্রথম ছড়া আবৃত্তি করে পুরস্কার পান। ওখান থেকে আবৃত্তি শুরু। ক্লাস থ্রি থেকে লেখা শুরু। ছন্দ মিলিয়ে লিখতো আবার গল্পের মত কাহিনী বর্ণনা করে লিখতে ভালো লাগতো। লেখার শুরুটা ওখান থেকেই। এভাবেই লেখালেখি চলমান। স্কুল, কলেজ জীবনে আবৃত্তিতে বহু পুরস্কার অর্জন করেন। করোনাকালীন সময় আবৃত্তির সাথে যুক্ত হয়েছেন আবৃত্তি কারিগর মাহিদুল ইসলামের সংগঠন আবৃত্তিমেলায়।দুবছর চর্চা করে তিনি অর্জন করেছেন আবৃত্তিমেলার সদস্যপদ। এখনো নিয়মিত চর্চা করছেন। আবৃত্তির বিশাল জগতে ঝুমু ইসলাম এখনো হামাগুঁড়ি দিচ্ছেন। তবে প্রবল ইচ্ছা আবৃত্তিকে আত্মস্হ করার। লেখার সংখ্যা অনেক হলেও প্রচার বিমুখতার কারণ কিছুই প্রকাশ হয়নি । বড় ছেলে সাম্মামের অনুপ্রেরনায় প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ শিরোনামহীন এবং ঊপন্যাস আমাদের বাড়ী পাবলিশড হয়েছে ২০২৩ সালের বই মেলায়। প্রকাশের অপেক্ষায় এখনো অনেকগুলো বই । ভালো লাগে গ্রাম । গ্রামের সাধারণ মানুষের শৈল্পিক সারল্য ভরপুর জীবন যাপন। মানুষ মানুষের জন্য এই কথা মনেপ্রানে বিশ্বাস রেখে বহ্নিশিখা নামে সেবামূলক একটি প্রতিষ্ঠান করেন। যেখানে নিজ অর্থায়নে সামর্থ অনুযায়ী সহযোগিতা করেন।
এমএসএম / এমএসএম

আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ: ‘সুদিন ফিরে আসছে’

বহুরূপী

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা

একুশ ও আমরা

মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া

অপূর্ব চৌধুরী'র নতুন বই

সাহায্যের হাত বাড়াই

কেমুসাস সাহিত্য পুরস্কার পেলেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী

একজন নসু চাচা

বলি হচ্ছে টা কী দেশে

জগলুল হায়দার : তরুণ ছড়াকারের ভরসাস্থল

দিকদর্শন প্রকাশনীর সফলতার তিন যুগ

মজার প্রাইমারি স্কুল
Link Copied