ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ভূমি অফিস যেন আবর্জনার ভাগাড় আর সেপটিক ট্যাংকের বিকল্প!


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ৩০-৮-২০২৩ দুপুর ১১:৩২

 আবর্জনার ভাগাড়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন নাকি ভূমি অফিসে ভূমি সেবা নিতে গিয়েছেন বুঝার উপায় নেই। প্রকট দুর্গন্ধে দম আটকে যাওয়ার মতো অবস্থা। গা গুলিয়ে উঠে মুহূর্তেই। এরই মাঝে চলছে নাগরিকদের ভূমি সেবা প্রদান। নেহাৎ বাধ্য না হলে এমন পরিবেশে সাধারণ মানুষ আসতে চাবেন না।

উপরের এই চিত্র পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন ভূমি অফিসের। ভূমি অফিস চত্বরের পাশেই সীমানা দেওয়াল ঘেঁষে রয়েছে ব্রয়লার মুরগির দোকান। এই সব দোকানে প্রতিদিন যত মুরগি জবাই করে মাংস বিক্রি করা হয় তার সব উচ্ছিষ্ট ভূমি অফিসের দেওয়ালের উপর দিয়ে ভূমি অফিস এলাকায় ফেলা হয়। দিনের পর দিন এভাবে মুরগির উচ্ছিষ্ট ফেলতে থাকায় তা স্তূপ হয়ে পচে গিয়ে দুর্গদ্ধ ছড়াচ্ছে পুরো ভূমি অফিস এলাকায়। অফিস কর্তৃপক্ষ বারবার এই ব্যাপারে মৌখিকভাবে সতর্ক করলেও সেদিকে কর্ণপাত না করেই প্রতিদিন মুরগির উচ্ছিষ্ট ফেলছে ব্যবসায়ীরা।

শুধু মুরগি ব্যবসায়ীদের দৌরাত্ম্য নয় বরং ভাউলাগঞ্জ বাজারে পুরনো যে পাবলিক টয়লেট রয়েছে সেটির বর্জ্য সেপটিক ট্যাংকে সরবরাহের জন্য ভূমি অফিসের জায়গা দিয়ে পাইপ লাইন স্থাপন করা হয়েছিল। সেই পাইপ লাইন ভেঙ্গে গিয়ে বর্জ্য সেপটিক ট্যাংকে না গিয়ে ভূমি অফিসের ভবনের উত্তর-পশ্চিম দিকে জমা হচ্ছে।

এভাবে ভূমি অফিসের পরিবেশ ক্রমাগত নষ্ট হলেও সেদিকে গুরুত্ব দেননি উর্ধ্বতন কর্তৃপক্ষ। তাদের এমন দায়সারা মনোভাবে অতিষ্ঠ চিলাহাটি ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ব্যক্তিরাসহ সেখানে আসা সেবাগ্রহীতারা।

চিলাহাটি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা বেলাল হোসেন বলেন, লিখিত ভাবে আমরা বিষয়টি সহকারী কমিশনার স্যারকে জানিয়েছি। এমন পরিবেশে চাকরি করলে যে কেউ অসুস্থ হয়ে পড়বে।

এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার বলেন, আমরা বেশ কয়েকবার ব্যবসায়ীদের সতর্ক করেছি। কিন্তু তারা শোনেননি। এই বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ভূমি অফিসের পরিবেশ ফিরিয়ে আনতে এসি ল্যাণ্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত