ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

ধূমকেতু নজরুল


এস এম মাহবুব আলম photo এস এম মাহবুব আলম
প্রকাশিত: ৩০-৮-২০২৩ দুপুর ১২:২৪
ধূমকেতু নজরুল 
 
বিদ্রোহী নজরুল 
সেরা ফুল কবিতার, 
যুগ সেরা সৃষ্টিতে 
কীর্তি সবি তাঁর ।
 
গল্প উপন্যাস 
ইসলামি গানেতে, 
গান নাটক কবিতা 
দোলা দেয় প্রাণেতে ।
 
যুদ্ধের ময়দানে 
কবিতায় মশগুল, 
সৈনিক কবি তিনি 
যোদ্ধা নজরুল ।
 
অন্যায়ের প্রতিবাদে 
ছাড় নয় একচুল, 
সাম্যের কবি তিনি 
সাম্যবাদী নজরুল ।
 
দুখু মিয়া নামে তাঁরে 
চিনতে হয়না ভুল,
সাহিত্যের আকাশে 
ধূমকেতু নজরুল ।

এমএসএম / এমএসএম