দূর্ণীতি অনিয়মে ভরপুর কোকদন্ডী ভূমি অফিস
খতিয়ানের রেকর্ড বালাম থেকে ছবি স্ক্রিন নিয়ে বাণিজ্য দালাল চক্রের,দূর্নীতির প্রাণ কেন্দ্র যেনো চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের গুনাগরীস্থ কোকদন্ডী ইউনিয়ন ভূমি অফিস,মূল নেপথ্যে অফিস সহায়ক মোঃ নাছির।অভিযোগের প্রেক্ষিতে ২৯ আগস্ট মঙ্গলবার বিকেলে সরেজমিনে পরিদর্শনে দেখা যায়,কোকদন্ডী ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অফিস সহায়ক মোঃ নাছির উদ্দীন ওই অফিসের আলমারী থেকে খতিয়ানের রেকর্ড বালাম বের করে রাশেল নামের এক দালাল চক্র সদস্যের হাতে দেয়,এতে ওই রেকর্ড বালাম থেকে তার মোবাইলে দ্রুত ছবি ধারণ করে,এরপর কালীপুরের মোঃ দিদার নামে ভুক্তভোগী এক লোক পকেট থেকে বের করে টাকা এবং অলিখিত একটি চেক বের করে অফিস সহায়ক নাছিরকে দিতে চাইলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ওই দালাল রাশেল ভুক্তভোগী দিদারকে সতর্ক করে দিয়ে বলে টাকা ও চেক তাড়াতাড়ি পকেটে ঢুকিয়ে ফেলেন।
এসময় দালাল রাশেদকে প্রশ্ন করা হলে সে বলে আমি আমার খতিয়ানের জন্যে এসেছে, কিন্তু বালাম বই থেকে সরাসরি মোবাইলে ছবি ধারণ করার কারণ কি? জানতে চাইলে একধরনের বিচলিত হতে পড়ে ওই দালাল।
কোকদন্ডী ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন রয়েছে ৫ নং কালীপুর ইউনিয়ন ভূমি,৬ নং বাহারচড়া ইউনিয়ন ও ৬ নং(ক) কাথরিয়া ইউনিয়ন ভূমি অফিস।
দালালের হাতে রেকর্ড বালাম সংক্রান্তে অফিস সহায়ক নাছির উদ্দীনের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমরা বালাম দিতে না চাইলে এলাকার মানুষ আমাদের উপর রেগে যায়।বালাম থেকে ছবি ধারণ করে বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে ওইসব খতিয়ানের ফটোকপি বের করে বিভিন্ন জমি মালিকদের কাছে খতিয়ান প্রতি ৪/৫ শত টাকা করে বিক্রি করে দালাল চক্র।এতে খতিয়ান প্রতি ২৫০থেকে ৩০০ টাকা করে অভিযুক্ত নাছির ও অফিসে দায়িত্বরত কর্তাদের পকেটে চলে যায়,এমন তথ্যও জানা গেছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নাছির বলেন, আপনি ভিডিও করতেছেন কেন? এইসব কথা বলে দ্রুত অফিস থেকে বেরিয়ে পড়ে অভিযুক্ত নাছির।
আপনি কত বছর থেকে এই অফিসে কাজ করেন?
অভিযুক্ত নাছির বলেন, এই প্রায় ১২ বছর যাবৎ কাজ করছি,কি হিসেবে আছেন? বলেন অফিস সহায়ক হিসেবে আছি।আপনি কি বার বছর যাবত এই অনিয়ম করে যাচ্ছেন? এমন প্রশ্নের সম্মুখীন হওয়ার সাথে সাথে কোন মন্তব্য না করেই তিনি বসে থাকেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই অফিসে কর্মরত একজন বলেন,ভাই আপনারা এতোদিন পর এটা নিয়ে বাড়াবাড়ি করে লাভ কি?বিগত ৮/১০ বছর ধরে এই অফিসে এভাবে চলছে।কিন্তু দয়াকরে আমার নাম বলবেননা এমন অনুরোধ করেন ওই লোক। তবে এইসব অনিয়মের টাকা কার কার পকেটে যায়? জানতে চাইলে তিনি বলেন, আপনিতো খুব ছোট অনিয়ম দেখেছেন,এর চেয়ে বড় অনিয়মও এখানে চলে।কোন ধরনের বড় অনিয়ম? তিনি বলেন দিদার নামে যে লোকটা পকেট থেকে টাকা এবং চেক বের করেছিল,সেই টাকা এবং চেক আজকে নাছির স্যার এবং বড় স্যারের জন্যে এনেছিল,কিন্তু আপনার পরিচয় বলাতেই সেই লেনদেন না করেই চলে গেছে।
কি এমন কাজ? যেই কাজের জন্যে হাজারি নোটের টাকার বান্ডিল এবং চেকের লেনদেন হয় কোকদন্ডী ভূমি অফিসে?
এসময় পাশের কক্ষ থেকে এসে চেয়ারে বসেন মুবিন নামে এক কর্তা।তার কাছ থেকে জানতে চাইলে,মোঃ মুবিনুল হক বলেন,মানুষের হাতে এভাবে রেকর্ড বালাম কে দিয়েছে?তখন ওই অফিসের ছোট্ট এক কর্মচারী বলেন,স্যার এটা নাছির সাহেব দিয়েছে।এভাবে মূল বালাম থেকে মোবাইলে ছবি ধারণ করা অফিসের নিয়ম কিনা? তা জানতে চাইলে তিনি বলেন,না এটা সম্পূর্ণ আইনের পরিপন্থী কাজ।
একথা বলে তিনি নিজেই রহস্যজনক ভাবে অভিযুক্ত নাছিরকে শাসিয়ে বলেন এধরণের কাজ আর কোনদিন করবেননা।এতেই কি দূর্নীতির শেষ? পরে তিনি সাংবাদিকদের বলেন,ভাই এইটা নিয়ে কোন নিউজ তিউজ করিয়েননা।কি এমন রহস্য?সরকারি ভূমি অফিসের চেয়ারে বসে লাখ লাখ টাকা অবৈধ উপার্জনে দূর্নীতি ও অনিয়ম করবে কিন্তু গণমাধ্যম কর্মীরা নিউজ প্রকাশ করতে পারবেনা এমন প্রশ্নও থেকে যায়।যাক পরিশেষে জানা গেলো তিনিই নাকি বড় স্যার!
এছাড়াও জায়গা-জমির খাজনা অনিয়মের কোন অন্ত নেই, এমন অভিযোগও অনেকের। একেকজনের কাছ থেকে ৩-১০ হাজারের অধিক টাকাও খাজনা হিসেবে জমি মালিকদের কাছ থেকে আদায় করে থাকে ওই অফিসের কর্তারা।কিন্তু অফিস কতৃপক্ষ প্রদত্ত খাজনার দাখিলা বা রশিদ-এ টাকার অংক বসানো হয় একদম সীমিত, এই নিয়েও অনেক ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় সময় অভিযোগ শোনা যায়, তবে অফিস কর্তাদের বিরুদ্ধে কেউ এই বিষয় নিয়ে প্রতিবাদ করলেই মেলেনা প্রয়োজনীয় কাগজপত্র,তাই নিরবে দূর্নীতি ও অনিয়ম সহ্য করতে বাধ্য হচ্ছে ভুক্তভোগীরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল খালেক পাটোয়ারী জানান,এধরণের কাজ সম্পূর্ণ অন্যায়,যদি তথ্য প্রমাণ থাকে তাহলে আপনার নাম ঠিকানাসহ উল্লেখ করে অভিযোগ করতে পারেন,অভিযোগের সত্যতা যাচাই করে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।আর আপনি চাইলে নিউজও করতে পারেন বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল