ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

কাপাশিয়ার আলোচিত মামলার এক জন আসামী গ্রেফতার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ১:১৪

গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন বারিষাব এলাকার শিক্ষক’কে গুরুতর জখম ও হত্যা চেষ্টা মামলায় জড়িত প্রধান আসামী সুমন মিয়া (২৩)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১। র‌্যাব-১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে  গণমাধ্যমেকে জানান, মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ আনুমানিক ১২.৩০ মিনিটে এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) জানতে পারে যে, কাপাসিয়া থানার মামলা নং-১৭ তারিখঃ ২২/০/২০২৩খ্রিঃ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী সুমন মিয়া (২৩) গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন বারিষাব জলিল মার্কেট এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে সন্দিগ্ধ হত্যা চেষ্টা মামলার আসামী সুমন মিয়া (২৩)কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  

বিজ্ঞপ্তিতে আরও জানা যায় আসামী সুমন মিয়া(২৩)’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম মোঃ নুরুল ইসলাম (বিএসসি) স্থানীয় একটি মসজিদের সভাপতি। মসজিদের পার্শ্ব দিয়ে একটি চলাচলের রাস্তা তৈরীকে কেন্দ্র করে ভিকটিমের সাথে আসামীদের পূর্ব থেকে বিরোধ রয়েছে। এরই জের ধরে গত ২০/০৮/২০২৩ ইং তারিখ রাত্র আনুমানিক ২৩.৩০ ঘটিকার সময় ভিকটিম মোঃ নুরুল ইসলাম (বিএসসি) বেলতলী বাজার থেকে নিজ বাড়ী যাওয়ার পথে বিকারটেক সাকিনস্থ ডোবারটেক জনৈক মৃত আব্দুল বারিক এর পুকুরপাড়ে পৌছালে গ্রেফতারকৃত আসামী সুমন মিয়া(২৩) সহ অন্যান্য আসামীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে তার পথ গতিরোধ করে। গ্রেফতারকৃত আসামী এর সহযোগী অন্যান্য আসামীরা দেশীয় ছুরি দিয়ে ভিকটিমের বাম ও ডান পায়ে হাটুর নীচে এবং ভিকটিমের দুই হাতে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী কুপিয়ে ও লোহার রড দিয়ে মারধর করে গুরুতর জখম করে। কুপানোর এক পর্যায়ে ভিকটিম গুরতর আহত ও নিস্তেজ হলে ভিকটিম’কে ডোবারটেক এলাকার জনৈক মৃত আব্দুল বাকির ফকির এর পুকুরে ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
 ভিকটিম নুরুল ইসলাম’কে অন্যায়ভাবে জীবন নাশের হুমকি প্রদান এর বিষয়ে ভিকটিমের স্ত্রী রৌজিয়া সুলতানা (৪০) বাদী হয়ে বিগত ২২/০৮/২০২৩ ইং তারিখে অজ্ঞাতনামা ৮/১০ জন আসামীর বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।  কাপাসিয়া থানার মামলা নং-১৭  এবং  ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড রুজু হয়। ঘটনাটি ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটনার মূল রহস্য উদঘাটন ও আসামী সনাক্ত এবং গ্রেফতারের জন্য র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং আসামী গ্রেফতার করেন। 
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন "এর এয়ারপোর্ট থানার আহ্বায়ক কমিটির অনুমোদন

ডেমরায় অনুষ্ঠিত বিএনপি’র কর্মশালা পরিণত হয়েছে জনসমুদ্রে

জুলাই-আগষ্ঠ গণঅভ্যুত্থান এ নিহত সন্দ্বীপের দুই শহীদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

তেজগাঁও থানা দক্ষিণ জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছাত্রলীগ সিন্ডিকেটের দখলে গুলশান-বনানীর স্পা ও বারের নিয়ন্ত্রণ!

ব্যতিক্রমী আয়োজনে একুশে ফেব্রুয়ারি উদযাপন

ভাষা শহীদের প্রতি জাগ্রত পার্টির বিনম্র শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদের প্রতি মুশফিকুর রহমান ফাহিম এর শ্রদ্ধা জ্ঞাপন 

বিশেষ অভিযানে ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করলো বিমানবন্দর থানা পুলিশ 

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

এইচএম সেলিম রান টেন কে ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত

প্রাপ্ত বয়সে ছেলে-মেয়ে পালিয়ে বিয়ে করে ছেলে কারাগারে

উত্তরা সেক্টর-১২ সোসাইটির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন