ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কাপাশিয়ার আলোচিত মামলার এক জন আসামী গ্রেফতার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ১:১৪

গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন বারিষাব এলাকার শিক্ষক’কে গুরুতর জখম ও হত্যা চেষ্টা মামলায় জড়িত প্রধান আসামী সুমন মিয়া (২৩)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১। র‌্যাব-১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে  গণমাধ্যমেকে জানান, মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ আনুমানিক ১২.৩০ মিনিটে এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) জানতে পারে যে, কাপাসিয়া থানার মামলা নং-১৭ তারিখঃ ২২/০/২০২৩খ্রিঃ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী সুমন মিয়া (২৩) গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন বারিষাব জলিল মার্কেট এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে সন্দিগ্ধ হত্যা চেষ্টা মামলার আসামী সুমন মিয়া (২৩)কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  

বিজ্ঞপ্তিতে আরও জানা যায় আসামী সুমন মিয়া(২৩)’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম মোঃ নুরুল ইসলাম (বিএসসি) স্থানীয় একটি মসজিদের সভাপতি। মসজিদের পার্শ্ব দিয়ে একটি চলাচলের রাস্তা তৈরীকে কেন্দ্র করে ভিকটিমের সাথে আসামীদের পূর্ব থেকে বিরোধ রয়েছে। এরই জের ধরে গত ২০/০৮/২০২৩ ইং তারিখ রাত্র আনুমানিক ২৩.৩০ ঘটিকার সময় ভিকটিম মোঃ নুরুল ইসলাম (বিএসসি) বেলতলী বাজার থেকে নিজ বাড়ী যাওয়ার পথে বিকারটেক সাকিনস্থ ডোবারটেক জনৈক মৃত আব্দুল বারিক এর পুকুরপাড়ে পৌছালে গ্রেফতারকৃত আসামী সুমন মিয়া(২৩) সহ অন্যান্য আসামীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে তার পথ গতিরোধ করে। গ্রেফতারকৃত আসামী এর সহযোগী অন্যান্য আসামীরা দেশীয় ছুরি দিয়ে ভিকটিমের বাম ও ডান পায়ে হাটুর নীচে এবং ভিকটিমের দুই হাতে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী কুপিয়ে ও লোহার রড দিয়ে মারধর করে গুরুতর জখম করে। কুপানোর এক পর্যায়ে ভিকটিম গুরতর আহত ও নিস্তেজ হলে ভিকটিম’কে ডোবারটেক এলাকার জনৈক মৃত আব্দুল বাকির ফকির এর পুকুরে ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
 ভিকটিম নুরুল ইসলাম’কে অন্যায়ভাবে জীবন নাশের হুমকি প্রদান এর বিষয়ে ভিকটিমের স্ত্রী রৌজিয়া সুলতানা (৪০) বাদী হয়ে বিগত ২২/০৮/২০২৩ ইং তারিখে অজ্ঞাতনামা ৮/১০ জন আসামীর বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।  কাপাসিয়া থানার মামলা নং-১৭  এবং  ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড রুজু হয়। ঘটনাটি ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটনার মূল রহস্য উদঘাটন ও আসামী সনাক্ত এবং গ্রেফতারের জন্য র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং আসামী গ্রেফতার করেন। 
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা