বাঁশখালীতে জমি জবরদখল চেষ্টার অভিযোগ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউপিতে জমি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারিক সুত্রে জানা যায়,উপজেলার সাধনপুর ইউপির ফোরক আহমদের মেয়ে ফরিদা ইয়াছমিন নামে এক জমি মালিকের কাছ থেকে দলিল নং ২৩১০ মূলে ২ গন্ডা বা চার শতক,দলিল নং ৮১৪ মূলে ৫ গন্ডা বা ১০ শতক,এবং একই জমি মৌরশি সুত্রে মালিক মৃত্যু শফিকুল ইসলামের পুত্র আব্দুল কাদের নামে একজনের কাছ থেকে দলিল নং- ২১৪৬ মূলে ১ গন্ডা এক কড়া এবং মেয়ে হুরাইন জান্নাত এর কাছ থেকে দলিল নং ২৩৮৩ মূলে ২ কড়া,যাহার বিএস জরিপের রেকর্ডীয় বিএস খতিয়ান নং ১৮৩৩ এবং বিএস খতিয়ান নং ১৮৩৬ হইতে আগত সৃজিত খতিয়ান নং ৩৬২৩ এর বিএস ১১০৮৩ ও ১১০৮২ দাগাদারি ৮ গণ্ডা ৩ কড়া জমি উচিত মূল্যে সর্বমোট ৪টি দলিল মূলে উপরোক্ত দাতাগণ একই উপজেলার কাথরিয়া ইউপির হালিয়া পাড়া গ্রামের মোস্তফা আলীর পুত্র মোঃ আবু তালেব নামে (ভুক্তভোগী)'র কাছে বিভিন্ন ধাপে বিক্রি করেন।সেই মতে বিএস ১১০৮২ ও ১১০৮৩ নং দাগদ্বয়ের আন্দরে দলিল দাতাগণ যথাসময়ে দলিল গ্রহীতা আবু তালেব (ভুক্তভোগী) বরাবর আপোষ চিহ্নিত মতে দখল বুঝাইয়া দেন।
উক্ত মতে শান্তিপূর্ণ ভাবে দখল স্থিত থাকিয়া জমি মালিক আবু তালেব বহু অর্থ ব্যয় করিয়া মাটি ভরাট পূর্বক উক্ত জমির চার পার্শ্বে পাকা স্থাপনা নির্মাণ করিয়া শান্তিপূর্ণ ভোগদখলে স্থিত আছি।কিন্তু বাঁশখালীর প্রধান সড়ক সংলগ্ন জমি হওয়া অর্থাৎ জমির মূল্য বৃদ্ধি পাওয়াতে এরই মধ্যে সাধনপুর ইউপির দোষারী পাড়া(দুয়ারী) পাড়া এলাকার মোঃ ইসহাক মিয়ার পুত্র মাহমদ রশিদ এবং একই এলাকার সিরাজুল হকের পুত্র আবু তৈয়ব (তৈয়ব) প্রতিপক্ষের লোকজন তাকে হয়রানি করার মানসে ওই জমি জবরদখল চেষ্টা করছে বলে জানান জমি মালিক আবু তালেব।
অপরপক্ষের মাহমুদ রশিদ জানান,আমরা আরএস এবং বিএস জরিপ মূলে জায়গার মালিক,আর আবু তালেব নামের লোকটা খরিদা মুলে মালিক,সে জায়গা ভরাট করছে এবং জায়গাটিতে পাকা স্থাপনাও দিয়েছে আবু তালেব,কিন্তু মাটি ভরাট ও স্থাপনা নির্মাণ করার সময় আমরা তাকে বাঁধা দিয়েছিলাম,কিন্তু সে বাঁধা না মেনে আবু তালেব আমাদের জায়গাতে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণ করেছিল,তাই আমাদের জায়গা আমরা চাই।
এবিষয়ে জবরদখল চেষ্টাকারীদের হয়রানি থেকে বাঁচতে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন খরিদা মুলে জমি মালিক আবু তালেব।
এমএসএম / এমএসএম
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল