নাঙ্গলকোটে সীমানা প্রাচীর ভেঙ্গে জায়গা দখলের চেষ্টা
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউপি'র গান্দাচী মধ্যপাড়া মৃত সুরুজ মিয়ার পুত্র মোহাম্মদ আলীর মালিকানাধীন সীমানা প্রাচীর ঘেরা জায়গা জোর পূর্বক দেয়াল ভেঙ্গে দখল করে নেয়ার পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের মোস্তফার পুত্র মহসিন, ফরিদ ও মুসলিমের পুত্র দুলাল গংদের বিরুদ্ধে।
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গড্ডা ইউপির গান্দাছি গ্রামের মোহাম্মদ আলী গান্দাছি মৌজায় কয়েকটি সাফ কবলা দলিল মূলে সাবেক ২০২ হালে ৩২৭ দাগে ৬৩ শতক আন্দরে ১৭.৭৫ শতক জমিন ২০০৮ সাল থেকে ক্রয় সূত্রে মালিক ও দখলদার হন। কিন্তু একই গ্রামের মহসিন ও দুলাল গং জায়গাটি তাদের দাবি করে দখল করে নেয়ার পায়তারা করে আসছিল। বৃহস্পতিবার সকালে মহসিন, দুলাল হাসানুজ্জামান, সুমন, রবিউল হক, ইউনুসহ ১৫-২০ জন লোক দেশীয় অস্ত্র শস্ত্র সহ বেকু নিয়ে জায়গাটি দখল করার. অতর্কিতভাবে ভাঙচুর চালায়।
নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙচুর কারীদের রহিত করে।
জায়গার মালিক মোহাম্মদ আলী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তার জমি রক্ষা ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন।
এবিষয়ে মহসিনকে একাদিকবার ফোন করে ও পাওয়া যায় নি।
এবিষয়ে ফরিদ উদ্দিন বলেন,এটা আমাদের জায়গা। সে ২০১৩ সালে কোর্টের মাধ্যমে নিয়ে যায়। সে কোন জায়গার মালিক না, সে মধুর আলী বা বাদশা মিয়ার ও কিছু না।
বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, অনেকদিন আগে থেকে জায়গাটা নিয়ে মোহাম্মদ কাকার সাথে ঝামেলা। কাগজপত্র অনুযায়ী সালিশে ২০১১ সালে মোহাম্মদ কাকার পক্ষে রায় হয়। কিন্তু প্রতিপক্ষের নামে বিএস খতিয়ান হওয়ায় মোহাম্মদ কাকা এ নিয়ে মামলা করেন। মামলা প্রক্রিয়াধীন আছে এতটুকুই জানি।
নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন,খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। কাজ বন্ধ রাখা হয়েছে। যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম
পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই
শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা
গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ
কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান
উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন
গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন
ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন
মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন
জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।