ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মধুপুরে ক্ষেতের দখল ও ফসল কোনটাই দিচ্ছে না প্রভাবশালী বর্গাচাষী প্রতিপক্ষের আক্রমণে মা-ছেলে আহত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-৯-২০২৩ বিকাল ৫:৪৪
ফসলের ভাগ, জমির দখল কোনটাই ফিরিয়ে দিচ্ছে না। জমির দখল ফিরিয়ে চাইলে উল্টো জমির মালিক ও তার পরিবারের সদস্যদের উপর নেমে আসছে হুমকি, অত্যাচার। প্রতিপক্ষের হাতে পিটুনি এবং নিগৃহের শিকার হয়ে নিরাপদহীন জীবন যাপন করছেন জমির প্রকৃত মালিকরা। 
 
রোববার সকালে প্রভাবশালী ওই জমি দখলকারী প্রতিপক্ষের মারপিটে জমির মালিক পক্ষের মা ও ছেলে হাসপাতালের ভর্তি হয়েছেন। বিনা উস্কানিতে তাদের উপর তারা হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে মধুপুর থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে।
 
ঘটনাটি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের হলদিয়া (কৈয়াপাড়া) গ্রামের। ভুক্তভোগী পরিবারের সদস্যরা ন্যায়্যতার আশায় দ্বারে দ্বারে ঘুরলেও ন্যায্যতা পাচ্ছেন না। সর্বশেষ রোববার সকালে বিনা উস্কানিতে হঠাৎ আক্রমণের শিকার হয়েছেন নিরীহ মা মাজেদা ও ছেলে হারুন(৩৫)। তারা হাসপাতালে শুয়ে কাতরাচ্ছেন।
 
স্থানীয় বাসিন্দা ও মামলা সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত কাশেম আলীর স্ত্রী ছালেহাসহ চার মেয়ে সুফিয়া, রহিমা, মরিয়ম, মলিনাদের উত্তরাধিকার সুত্রে পাওয়া জমি বর্গা হিসেবে নিয়ে অনেক দিন ধরে চাষাবাস করে আসছিলেন একই গ্রামের মৃত সহিমুদ্দিনের ছেলে ইমান আলী ,মফিজ উদ্দিন, মফিজ উদ্দিনের ছেলে জুয়েল, সুরুজ আলী গং । 
 
প্রথম দিকে দুই একবার কিছু ফসল দিলেও পরে উৎপাদিত ফসলের অংশ দেয়া বন্ধ করে দেন। এর আগের একাধিক উৎপাদিত ফসলের ১০ লাখ টাকার অর্ধেক ৫ লাখ টাকা দাবি করা হয়। শালিসী বৈঠকে স্বীকার করেও দেননি বর্গা চাষী ওই গ্রæপটি। বেহাত জমি ও তার ফসল না পেয়ে মৃত কাশেম আলীর স্ত্রী ছালেহা অন্যের ঘরে চেয়ে চিন্তে (ভিক্ষা করে) চলেছেন। জমি ফেরত চাইলে উল্টো হুমকি ধমকিতে তটস্থ রাখছেন। কিছু বলতে গেলে মারপিট করে। বাড়ি ঘরে হামলা চালায়। 
 
চার মেয়ের একজন সুফিয়া মা ও তার বোনদের সম্পত্তি ফিরে পেতে আদালতে ৪০৬/৪২০/৩৪ ধারায় মামলা করেন। মামলা নম্বর ৫৯২/২০২১। ওই মামলায় পিবিআই’র তদন্তে সত্যতা উঠে আসে। আদালত আসামীদের হাজতে পাঠান। জামিনে মুক্ত হয়ে এসে আসামীরা বাদীদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন। 
 
জমিতে বাদী সুফিয়ার নির্মাণ করা ঘরে হামলা চালিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেন। চলতি বছরের ২ জুনে বাদীর পক্ষের স্বজন ও স্বাক্ষীগণ মারপিটের শিকার হন। এ নিয়ে সুফিয়া দ্বিতীয় দফায় মামলা করেন। সে মামলায় পুলিশ চার্জসিটে সত্যতার কথা জানিয়েছে। 
 
এদিকে প্রতিপক্ষের হুমকিতে গেল আনারস মৌসুমে ক্ষেতের আনারস বিক্রি করতে না পারা বাদী পক্ষের 
চাচাতো ভাই ভুক্তভোগী মজনু মিয়া অভিযোগ করেন, চাচী ছালহা বেওয়া ও চাচাতো বোনদের সহযোগিতা করার দায়ে আমার উপরও তাদের নির্যাতনের স্টীম রোলার চলছে। আমাকেও ক্ষেতে যেতে দেয়া হয়নি। আবাদ করা আনারস বাগান বিক্রি করতে পারিনি। বাগানেই নষ্ট হয়ে গেছে। মজনু দাবি করেন, চাচাতো বোনের করা মামলার আসামীরা মামলা পরিচালনার জন্য তার কাছেই মোটা অংকের চাঁদা দাবি করছেন। টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে এর প্রতিবাদ করেন তিনি। 
 
এতে গত ২৪ জুলাই তার বাড়িতে হামলা চালানো হয় । রোববার সকালে আবারো হামলা চালানো হয়।) আহত মাজেদা ও হারুন জানান, সকালে বাড়ির সামনে এসে ইমান আলীরা তাদের ওপর হামলা চালায়। 
 
ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মহির রোববার সকালে মা ছেলের উপর প্রতিপক্ষের আক্রমণের সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় মামলা করতে বলা হয়েছে। তিনি আরও জানান, এ সমস্যা সমাধানে ইউনিয়ন পরিষদে আগের চেয়ারম্যান থেকে শুরু করে ধারাবাহিক শালিস হয়েছে। মা ও মেয়েরা অসহায় এবং তারা জমির প্রাপ্য। অভিযুক্তরা কথা শোনেন না। আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া হয়েছে।
 
ইমান আলী জানান, তারা জমি দখল করেননি। জমি সব তাদের। কোর্টে মামলা ওরা করেছে। আমরা আমাদের পক্ষে রায় নিয়ে এসেছি। ১৪৪ ধারা করে ছিল। তিনি বলেন, সকালে(রোববার) তারাই আমাদের উপর হামলা করেছে। স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। এজন্য থানায় অভিযোগ করেছি।
 
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, দুই পক্ষেরই অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত