ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪জনকে আটকসহ ৪ লক্ষাধীক টাকা উদ্ধার


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২-১০-২০২৩ বিকাল ৫:৪৩

পটুয়াখালীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার জনকে আটক করেছে দুমকী থানা পুলিশ।

আজ সোমবার (২ অক্টোবর) পটুয়াখালী জেলা পুলিশ কার্যালয়ে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম কর্তৃক প্রেসব্রিফিং সূত্রে জানাগেছে, গত ১ অক্টোবর রবিবার গভীর রাতে পটুয়াখালী - বরিশাল মহাসড়কে লেবুখালী সেতুর দক্ষিন পাশে টোলপ্লাজা সংলগ্ন উত্তর পাশে পুলিশ বক্সের উত্তরে ২৫ গজ দূরে সড়কে বরিশাল থেকে আসা একটি সাদা মাইক্রোবাস (ঢাকা মেট্রো - চ-১৩৯০৬৬) অবস্থান করে। পুলিশ বক্সে কর্তব্যরত দুমকি থানার এসআই আলাউদ্দিন সরদারের সন্দেহ হলে দুমকি থানার অফিসার্স ইনচার্জ তারেক মোঃ আব্দুল হান্নান, এর নেতৃত্বে এসআই আলাউদ্দিন হাওলাদার ও এসআই আলাউদ্দিন সরদারসহ সঙ্গীয় ফোর্স সাদা মাইক্রোবাসটির কাছাকাছি পৌছলে মাইক্রোবাসে থাকা ডিবি পুলিশের কটি পড়া ৪/৫ জন লোক নেমে দৌড়ে পালানোর সময় মোঃ খলিলুর রহমান(৪৫), মোঃ রিপন হাওলাদার (৩৩) ও রুবেল বিশ্বাস(৩০) কে আটক করে। এদের সকলের বাড়ী পটুয়াখালী জেলায়। এ সময় মাইক্রোবাসে থাকা দুইজন পালিয়ে যায়। পুলিশ আটক তিনজন ও মাইক্রোবাসে তল্লাশীকরে একটি ব্লু রংয়ের হাতল ওয়ালা ব্যাগ, একটি কালো রংয়ের সচল ছোট বেতার যন্ত্র (ওয়াকিটকি) যাহার গায়ে aAOFENG লেখা, একটি লোহার টিপ চাকু, একটি বেতের লাঠি,  নগদ ৪,৬১, ৪১০ (চার লক্ষ একষট্টি হাজার চারশত দশ টাকা, মাত্র), আটক রুবেল এর ব্যবহৃত একটি কালো রংয়ের পুরাতন ব্যবহারি NOKIA কোম্পানীর মোবাইল সেট, পরবর্তীতে আটক কাউছারের ব্যবহৃত একটি কালো রংয়ের পুরাতন ব্যবহারি MAXIMUM কোম্পানীর মোবাইল সেট, আটক খলিলুর রহমানের ব্যবহৃত একটি নীল রংয়ের পুরাতন ব্যবহারি realme কোম্পানীর C15 মডেলের এ্যান্ড্রয়েট মোবাইল সেট, আটক রিপন এর ব্যবহৃত একটি কালো রংয়ের পুরাতন ব্যবহারি oppo কোম্পানীর CPH2385 মডেলের এ্যান্ড্রয়েট মোবাইল সেট, তাদের ব্যবহৃত একটি পুরাতন সাদা মাইক্রোবাস, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-চ ১৩৯০৬৬, যাহার ইঞ্জিন নং- 7K-0767722 চেসিস নং - KR425044580, ও  মাইক্রোবাসে থাকা আলাদা সাদা কাগজে লেখা লেমেনেটিং করা কসটেপ লাগানো ২টি নম্বর প্লেট, যার নাম্বার ঢাকা মেট্রো-চ-১০-১৪৫৫ লেখা ও একটি রিং সহ মাইক্রো বাসের চাবি উদ্ধার করতে সক্ষম হয়। 

প্রেসব্রিফিং -এ আটককৃতদের বরাতদিয়ে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম জানান, ডিবি পুলিশের পরিচয়ে পটুয়াখালী সদর এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিয়ে রওয়ানা দেওয়ার পূর্বে একই তারিখ দিবাগত রাতে বরিশাল জেলাধীন বাকেরগঞ্জ থানা এলাকায় একটি ডাকাতি করিয়া ডাকাতির টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের দেওয়া তথ্যমতে একই রাতে রাত ১.৫০ মিঃ সময়  পুলিশ লেবুখালী এলাকায়  অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় পলাতক ডাকাত মোঃ কাওসার সিকদার (৩০) কে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ডাকাত দল নিজেদের গায়ের কটির উপর ডিবি পুলিশের স্টিকার লাগাইয়া এবং ওয়াকিটকি (বেতারযন্ত্র) সাথে রাখিয়া উহা প্রদর্শন করিয়া ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন স্থানে মানুষকে ভয় দেখিয়ে জোরপূর্বক টাকা পয়সা ডাকাতি করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলে এসপি সাংবাদিকদের জানান। পটুয়াখালীর  কালিকাপুর এলাকায় ডাকাতি করসট প্রস্তুতি নিয়ে আসছিল বলেও আটক ডাকাতদল স্বীকার করেছ বলেও পুলুশ সপার জানান।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃতদের নামে  ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে দুমকি থানার ওসি জানান। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

‎নবাবগঞ্জে রাতের আঁধারে সানজিদা আক্তার নামে এক নারীর উপর হামলা