শিশুর বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা জরুরী

প্রতি বছরের মতো এবছরও জাতীয় শিশু অধিকার সপ্তাহ- ২০২৩ উদযাপন করেছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)। বাংলাদেশ শিশু একাডেমি’র সহযোগিতায় ‘শিশু অধিকার: এসডিজি-২০৩০ অর্জনে শিশুদের পানিতে ডোবা প্রতিরোধ ও প্রারম্ভিক বিকাশে করণীয়’ শিরোনামে আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনায় অংশ নিয়েছেন শিশু একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিশুদের জন্য কাজ করে এমন দেশীয় ও আন্তর্জাতিক বেসরকারী সংস্থার কর্মকর্তাগণ। শিশু একাডেমি সভাকক্ষে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাকী ইনাম, চেয়ারম্যান, বাংলাদেশ শিশু একাডেমি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অভিভাবকদের যথাযথ সচেতনতা পানিতে ডোবা প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে মূলত মায়েরাই শিশুদের দেখাশোনার করে থাকেন। তাই কিভাবে শিশুকে ঘরে ও বাইরে নিরাপদে রাখতে হবে- তা মায়েদের শেখাতে হবে’। তিনি বাংলাদেশ শিশু একাডেমির জেলা পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের ৬৪ জেলাতেই পানিতে ডোবা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণ করার প্রতিশ্রুতি দেন। তিনি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেন যে সাঁতার জানা থাকলে একাধিক শিশু একসাথে ডুবে যাওয়ার মতো হৃদয় বিদারক দুর্ঘটনা এড়ানো সম্ভব।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোসা: ফেরদৌসী বেগম, যুগ্ম-সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রকল্প পরিচালক, ইনটিগ্রেটেট কমিউনিটি বেসড সেন্টার ফর চাইল্ড কেয়ার, প্রটেকশন এন্ড সুমসেফ ফ্যাসিলিটিজ (আইসিবিসি) প্রকল্প। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘এবছর জাতীয় শিশু সপ্তাহের প্রতিপাদ্য বিবেচনায় আইসিবিসি প্রকল্প শিশুদের জন্য কার্যকরী বিনিয়োগ। কারণ এই প্রকল্পের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে শিশু সুরক্ষার পাশাপাশি তাদেরকে দেশের একজন সুনাগরিক ও সম্পদ হিসেবে বেড়ে উঠতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। একই সাথে তৃণমূল পর্যায়ে প্রস্তাবিত ৮ হাজার শিশুযত্ন কেন্দ্রে ১৬ হাজার নারীর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে। যা এসডিজি-২০৩০ অর্জনে সহায়ক হবে।
সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন, ড. আমিনুর রহমান, উপ-নির্বাহী পরিচালক, সিআইপিআরবি এবং বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন ড আল-আমিন ভূঁইয়া, প্রোগ্রাম ম্যানেজার- সিআইপিআরবি এবং নোটন চন্দ্র দত্ত, রিসার্চ ম্যানেজার-সিআইপিআরবি।
সভায় স্বাগত বক্তব্যে সিআইপিআরবির নির্বাহী পরিচালক প্রফেসর ড. একেএম ফজলুর রহমান বলেন, সিআইপিআরবি তার নানামুখী কার্যক্রমের মাধ্যমে শিশুদের পানিতে ডুবে মৃত্যু থেকে রক্ষার পাশাপাশি প্রারম্ভিক বিকাশে কাজ করছে যা শিশুদের সুস্থ্য-সুন্দর জীবন ও ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আদর্শ বিনিয়োগ। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে শিশুদের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। বক্তারা বলেন সংশ্লিষ্ট সকল মন্ত্রনালয় ও বেসরকারি সংস্থাকে একযোগে কাজ করতে হবে। জাতীয় থেকে তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম চালানোর উপরে গুরুত্বারোপ করেন তারা।
এমএসএম / এমএসএম

প্রধান উপদেষ্টাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান

গুলিস্তানের ফুটপাতে চাঁদাবাজির নতুন কৌশল

সংখ্যাগরিষ্ঠ জনগণের মূল্যবোধে আক্রমণ দেশের সার্বভৌমত্বের উপর হুমকি-ইসলামী ছাত্র আন্দোলন

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

টঙ্গী-আবদুল্লাহপুর- সড়কের বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

‘নবী মোর পরশমণি’ গ্রন্থ প্রকাশ উপলক্ষে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

মিরপুর থেকে নিখোঁজ ইরফান চৌধুরী সোনারগাঁও থেকে উদ্ধার

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের লাগামহীন দুর্নীতি: আইন শুধু কাগজে, প্রয়োগের মুখে কুলুপ

রাজউকের প্রধান স্থপতি পিতার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

উত্তরার ৫১ নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

"ভুয়া লাইসেন্সে হুন্ডি ব্যবসা" শিরোনামের সংবাদের প্রতিবাদ

আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
