ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বালাগঞ্জে বিদ্যুৎ সংযোগের নামে অর্থ আত্মসাৎ, সাবেক ইউপি সদস্য কারাগারে


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-১০-২০২৩ বিকাল ৫:২৭

সিলেটের বালাগঞ্জ উপজেলার গালিমপুর গ্রামের শতাধিক বাসিন্দার কাছ থেকে বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে ৪ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পূর্বপৈলনপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রঞ্জিত বৈদ্যকে দুইটি ধারায় ০৬ বছরের সশ্রম কারাদন্ড এবং ১৫,০০০/- টাকা জরিমানা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত। 

জানা যায়, রঞ্জিত বৈদ্য ২০১৬ সালে বালাগঞ্জ উপজেলার পূর্বপৈলনপুর ইউনিয়নের গালিমপুর গ্রামের শতাধিক বাসিন্দার কাছ থেকে বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে জনপ্রতি ৪ হাজার দুইশ করে ৪ লাখ ২০ হাজার টাকা এবং বিদ্যু্ৎ মিটার দেওয়ার জন্য জনপ্রতি ১ হাজার ৮শ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড পি ডাব্লিউ-৬ থেকে তদন্তের নির্দেশ দিলে তদন্তকারী কর্মকর্তা জহিরুল ইসলাম অভিযোগের সত্যতা পান। অর্থ আত্মসাতের ঘটনার প্রমাণ পেয়ে স্মারক নং-১১৮২, তাং-১৭/০৭/১৬ ইং তারিখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বালাগঞ্জ থানায় একটি রিপোর্ট প্রেরণ করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন প্রেরণ করে পুলিশ। পরে রনজিৎ বৈদ্যকে অভিযুক্ত করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বালাগঞ্জ আদালতে মামলা দায়ের করেন একই গ্রামের অশোক দাস। বালাগঞ্জ সি. আর মামলা নং ৬৬/২০১৬। 

২০২১ সালের ডিসেম্বরে বিভিন্ন বিষয় বিশ্লেষন করে আদালত রনজিৎ বৈদ্যকে ওই মামলা থেকে অব্যাহতি দিলে আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালতে আপিল করেন অভিযোগকারী অশোক দাশ। পরবর্তীতে সার্বিক বিষয় আদালতের নজরে আনলে সিলেট অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত অভিযুক্ত রঞ্জিত বৈদ্যকে ৪০৬ ধারায় ০৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা এবং ৪১৭ ধারায় ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা প্রদান করে ১ মাসের মধ্যে আদালতে আত্মসর্পনের নির্দেশ দেন অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া। 

গত ৩ অক্টোবর মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করলে আদালত রনজিৎকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সমিরণ চন্দ্র দেব জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত রনজিৎ বৈদ্যকে খালাস দিলে ন্যায় বিচারের জন্য সেই রায়ের উপর উচ্চতর আদালতে আপীল করে তারা ন্যায় বিচার পান। উচ্চ আদালত বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার বিশ্লেষণ ও সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে উচ্চ আদালত অভিযুক্ত রনজিৎ বৈদ্যকে সাজা দিয়ে ১ মাসের মধ্যে আত্মসমর্পন করার নির্দেশ দেন। গত ৩ অক্টোবর রনজিৎ আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ

দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার

জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা

কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা

রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩

বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি