ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বালাগঞ্জে বিদ্যুৎ সংযোগের নামে অর্থ আত্মসাৎ, সাবেক ইউপি সদস্য কারাগারে


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-১০-২০২৩ বিকাল ৫:২৭

সিলেটের বালাগঞ্জ উপজেলার গালিমপুর গ্রামের শতাধিক বাসিন্দার কাছ থেকে বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে ৪ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পূর্বপৈলনপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রঞ্জিত বৈদ্যকে দুইটি ধারায় ০৬ বছরের সশ্রম কারাদন্ড এবং ১৫,০০০/- টাকা জরিমানা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত। 

জানা যায়, রঞ্জিত বৈদ্য ২০১৬ সালে বালাগঞ্জ উপজেলার পূর্বপৈলনপুর ইউনিয়নের গালিমপুর গ্রামের শতাধিক বাসিন্দার কাছ থেকে বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে জনপ্রতি ৪ হাজার দুইশ করে ৪ লাখ ২০ হাজার টাকা এবং বিদ্যু্ৎ মিটার দেওয়ার জন্য জনপ্রতি ১ হাজার ৮শ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড পি ডাব্লিউ-৬ থেকে তদন্তের নির্দেশ দিলে তদন্তকারী কর্মকর্তা জহিরুল ইসলাম অভিযোগের সত্যতা পান। অর্থ আত্মসাতের ঘটনার প্রমাণ পেয়ে স্মারক নং-১১৮২, তাং-১৭/০৭/১৬ ইং তারিখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বালাগঞ্জ থানায় একটি রিপোর্ট প্রেরণ করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন প্রেরণ করে পুলিশ। পরে রনজিৎ বৈদ্যকে অভিযুক্ত করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বালাগঞ্জ আদালতে মামলা দায়ের করেন একই গ্রামের অশোক দাস। বালাগঞ্জ সি. আর মামলা নং ৬৬/২০১৬। 

২০২১ সালের ডিসেম্বরে বিভিন্ন বিষয় বিশ্লেষন করে আদালত রনজিৎ বৈদ্যকে ওই মামলা থেকে অব্যাহতি দিলে আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালতে আপিল করেন অভিযোগকারী অশোক দাশ। পরবর্তীতে সার্বিক বিষয় আদালতের নজরে আনলে সিলেট অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত অভিযুক্ত রঞ্জিত বৈদ্যকে ৪০৬ ধারায় ০৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা এবং ৪১৭ ধারায় ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা প্রদান করে ১ মাসের মধ্যে আদালতে আত্মসর্পনের নির্দেশ দেন অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া। 

গত ৩ অক্টোবর মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করলে আদালত রনজিৎকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সমিরণ চন্দ্র দেব জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত রনজিৎ বৈদ্যকে খালাস দিলে ন্যায় বিচারের জন্য সেই রায়ের উপর উচ্চতর আদালতে আপীল করে তারা ন্যায় বিচার পান। উচ্চ আদালত বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার বিশ্লেষণ ও সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে উচ্চ আদালত অভিযুক্ত রনজিৎ বৈদ্যকে সাজা দিয়ে ১ মাসের মধ্যে আত্মসমর্পন করার নির্দেশ দেন। গত ৩ অক্টোবর রনজিৎ আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা