রাউজানের কদলপুরে বিসিএস ক্যাডার ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

চট্টগ্রামের রাউজানের কদলপুরে বিভিন্ন স্কুলে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ও ৪১তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কদলপুর গ্রামের কৃতি সন্তান কাজী নৌরীন ইসলামকে কদলপুর স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতি উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। (৫ অক্টোবর) বৃহস্পতিবার সকালে কদলপুর স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কদলপুর স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতি উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী। প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি বিশ্বজিত ভট্রাচার্য্যরে পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) ও বিশিষ্ট লেখক মোহাম্মদ ফজলুর রহমান। কদলপুর স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সুমন বড়ুয়া, সংবর্ধিত বিসিএস তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কাজী নৌরীন ইললাম। এসময় আরও বক্তব্য রাখেন, কদলপুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা মনোয়ারা চৌধুরী, ববিতা রায়, মৌলনা আবু ছৈয়দ, রিগ্যান বড়ুয়া, করবী দেবী, ডেজী পাল, সুমা ধর, শাহীন আকতার, সুজন দাশ, ইউপি সদস্য মো: একরাম হোসেন, সাবেক ইউপি সদস্য এসএম হান্নান উদ্দিন, শাহজাদা ছৈয়দ মকছুদুল আলম, শিক্ষক জাসেদুল ইসলাম, আ’লীগ নেতা পংকজ ভট্রাচার্য্য, কদলপুর স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতির যুগ্ন সম্পাদক মো: রবিউল হোসেন শাহ, অর্থ সম্পাদক মঈনুদ্দীন চৌধুরী, যুবলীগ নেতা জয়নাল আবেদীন বাবু, সাবুল চন্দ্র দাশ, মনিরুল হক চৌধুরী, মো: জামশেদ আলম, হিমেল ভট্রাচার্য্য, জয় দাশ, শিক্ষার্থী কাজী মুহাম্মাদ ইমতিয়াজসহ প্রমুখ। পরে বিসিএস ক্যাডার হওয়া কাজী নৌরীন ইসলামকে ও জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ১০ জন শিক্ষার্ধীদের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনষ্ঠানে কাজী নৌরীন ইসলাম বলেন, পড়াশোনা শেষে বিসিএস ক্যাডার হতে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। আমার মা ছিলেন একজন সংগ্রামী নারী। বাবা চাকরি করে যে বেতন পেতেন সেই টাকায় আমাদের সংসার চলতে অনেকটাই কষ্ট হয়ে যেত। তবে আজ আমার নিজের এই সফলতার পেছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। তিনি বলেন আমার মা আমাকে সবসময় পড়াশোনার সাহস যোগাতেন। আমার মায়ের অনুপ্রেরণায় আজ আমি বিসিএস ক্যাডার হতে পেরেছি। আমি আপনাদের দোয়া চাই যেন এই দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারি।
ছবির ক্যাপশন: ৪১তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কাজী নৌরীন ইসলামকে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করছেন অনুষ্ঠানে অতিথিরা।
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
