চৌদ্দগ্রামে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় হামলা,ভাংচুর
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের খেয়াইশ গ্রামের প্রবাসী অলি উল্লার বাড়ীতে হামলা, ভাংচুর ও তার স্ত্রী রুমি আক্তারকে প্রাণ নাশের উদ্দেশ্যে মারধরের অভিযোগ উঠেছে একই গ্রামের আবুল কাসেম,জামাল হোসেন ও আলেয়া খাতুনের বিরুদ্ধে। এই ঘটনায় কুমিল্লা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের খেয়াইশ গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র অলি উল্লাহ দীর্ঘদিন থেকে প্রবাসে থাকেন। তার স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামের বাড়ীতে বসবাস করেন। তাদের পার্শ্ববর্তী মৃত আব্দুল মজিদের পুত্র আবুল কাশেম ২০১৫ সালে অলি উল্লাহকে জমি ক্রয় করে দেয়ার কথা বলে ৩ লক্ষ ৫০হাজার টাকা নিয়ে আত্মসাৎ করে। ২০২২ সালে অলি উল্লাহ প্রবাস থেকে ছুটিতে দেশে আসার পর আবুল কাশেমের নিকট টাকা ফেরত চাইলে আবুল কাশেম ও তার পুত্র জামাল হোসেন প্রবাসী অলি উল্লাহকে মারধর করে। এ ব্যাপারে অলি উল্লাহ বাদী হয়ে গত ২/৬/২০২২ইং চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও খেশাইশ গ্রাম ঐক্য কল্যাণ পরিষদের মধ্যস্থতায় আবুল কাশেম অলি উল্লাহর টাকা ফেরত দিতে বাধ্য হয়। অলি উল্লাহ জীবিকার তাগিদে আবারো প্রবাসে যাওয়ার পর আবুল কাশেম অলি উল্লাহর পরিবারকে বাড়ী থেকে উচ্ছেদ ও নানাবিদ ভয় ভীতি প্রদান করে আসছে।
আবুল কাশেম সুযোগ পেলেই অলি উল্লাহর স্ত্রী রুমি আক্তারকে বিভিন্ন সময়ে কুৎসিত অঙ্গভঙ্গি ও কু-প্রস্তাব দিয়ে আসছে।সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর আবুল কাশেম রুমি আক্তারকে মোবাইল ফোনে কু-প্রস্তাব দেয়। এতে রুমি আক্তার সাড়া না দেয়ায় ২৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে রুমি আক্তার দুপুরের রান্না করার সময় আবুল কাশেম ও তার স্ত্রী আলেয়া খাতুন, পুত্র জামাল হোসেন অতর্কিতভাবে রুমি আক্তারের উপর হামলা চালায়।
এসম তারা রুমি আক্তারকে প্রাণ নাশের উদ্দেশ্যে গলা চেপে ধরে এলোপাতাড়ি হামলা চালায় এবং রান্না ঘরে ভাংচুর চালায়।
রুমি আক্তারের শোর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়।
এ ঘটনায় রুমি আক্তার বাদী হয়ে কুমিল্লার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলি আদালতে সিআর মামলা নং ৯৯৮/২০২৩দায়ের করে।
হামলা, হুমকি ধামকির ঘটনায় রুমি আক্তার তার ৩ শিশু সন্তান নিয়ে জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছেন।তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট সকলের নিকট বিচার দাবি করেছেন।
এ বিষয়ে আবুল কাসেম বলেন, আমি অলি উল্লাহর বড় ভাই হাবীব উল্লাহ থেকে এয়াজ দলিলের মাধ্যমে ৭.২৫ শতক জমি মালিকানা লাভ করি। সে সুবাদে রুমি আক্তারের রান্না ঘরের জায়গাটি আমার। রুমি আক্তার রান্নাঘরটি নতুন করে তৈরি করতে গেলে আমি বাঁধা দেই এবং চুলা ভাংচুর করি। তাকে মারধরের কোন ঘটনা ঘটেনি।
স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমান বলেন,এ সম্পত্তিটি অলি উল্লাহর পৈত্রিক সম্পত্তি এখানে আবুল কাশেম অনাধিকার চর্চা করেছেন এবং প্রভাব খাটিয়ে রান্নাঘরটি ভাঙচুর করে।কয়েকবার সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেছি, কিন্তু আবুল কাশেম তা মানেনি। রুমি আক্তারের উপর হামলার বিষয়ে তিনি বলেন ঘটনাটি সত্য। আমরা চাই তার উপযুক্ত শাস্তি হোক।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম
পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই
শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা
গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ
কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান
উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন
গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন
ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন
মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন
জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।
শেরপুরে গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
Link Copied