ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মুন্সিগঞ্জের এভিজেএম স্কুল: শিক্ষার্থীদের আন্দোলনের অন্তরালে


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১০-১০-২০২৩ দুপুর ২:৩০
মুন্সিগঞ্জ জেলা শহরের বুকে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভঃ গালস হাই স্কুল ‘র ( এভিজেএম) ভুগোল শিক্ষক মো. ইবরাহিম কবীরের বদলির আদেশ বাতিল চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনের কারন হিসেবে বেরিয়ে আসছে এর নেপথ্যের কারন। একে একে বের হচ্ছে থলের বিড়াল।
 
একই স্কুলে দীর্ঘ ১৮ বছর শিক্ষকতা করার পর সম্প্রতি ইবরাহিম স্যার কে ফেনিতে বদলি করে উর্ধ্বতন কর্তৃপক্ষ। সরকারি নিয়ম মাফিক একই স্কুলে ৩ বছরের অধিক থাকার কোন সুযোগ নেই। 
 
গত কয়েক দিনের অনুসন্ধানে জানা যায় ,ভুগোলের শিক্ষক মো. ইবরাহিম টানা কয়েক বছর স্কুলে শিক্ষকতা করে গড়ে তোলেছেন নানা সিন্ডিকেট। বিভিন্ন পন্থায় কামিয়েছেন লাখ লাখ টাকা। করোনার আগে কোচিং বানিজ্যে চালিয়েছেন দেদারছে।
 
প্রধান শিক্ষকের সাথে তার অশোভন আচরন , টিফিনের টাকা না দিয়ে টিফিন খাওয়ানে , স্বেচ্ছায় স্কুলে আসা – যাওয়া , স্কুল মাঠে গরু জবাই করে মাংস ভাগাভাগি , করোনা কালীন সময়ে অনলাইনে ক্লাস না নেওয়া ,স্কুলে বিভিন্ন কাজে বাধা প্রদান , অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে উপর মহলে অভিযোগ , নারী সহকর্মী (আমেনা) হয়রানি সহ আরো একাধিক অভিযোগে অভিযুক্ত শিক্ষক এই ইবরাহিম।
 
বদলির আদেশ বাতিলের জন্য এবং নিজের কর্মস্থল ধরে রাখতে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও কিছু শিক্ষকদের যোগসাজশে  তৈরি করেন নাটক। যার ফলোশ্রæতিতে গত ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থীরা মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সামনে বিক্ষোভ করে। যা আন্দোনে রুপ নেয়।
 
সেদিনের সেই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রাক্তন শিক্ষার্থীর কিছু কথোপকথনের অডিও ক্লিপ এই নিউজ প্রতিবেদকের হাতে রয়েছে। তাতে জানা যায়, নাম প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীর বক্তব্য, “ কিরে আন্দোলনে নাকি গিয়েছিলি? উত্তরে---হুম গিয়েছিলাম।ওখানে গিয়ে কি করলি? এই তো করলাম , স্যার ম্যাডামরা মিলে এটা করলো । রানা স্যার , গফুর স্যার মিলে ষড়যন্ত্রমূলক ভাবে ইবরাহিম স্যারের বদলি বাতিলের আন্দোলন করলো। আমি এখন স্কুলে যাইনা রে। 
 
আরেক অডিও ক্লিপে শোনা যায় , “কিরে ফেসবুকে তোদের ছবি দেখলাম ? উত্তরে ---আরে বলিস না। ১০ শ্রেণীর আপুরা বলতাছে আন্দোলন করবো আজকে ( ২৪ সেপ্টেম্বর)। আবার গফুর স্যারের কাছে পড়ে ওরাও বলতাছে আন্দোলন করবো। আন্দোলনটা গফুর স্যার , রানা স্যার ,ইবরাহিম স্যার ওনারা ইচ্ছা করেই করাইছে। তাছাড়া ওখানাদের কোচিংয়ে মনোরঞ্জন স্যার কে নিয়ে অনেক কথা বলছে। 
 
এখানেই শেষ নয় , নাটের গুরু এই ইবরাহিম মুন্সিগঞ্জে বসে আন্দোলনের সকল চিত্র উপভোগ করেন। শিক্ষার্থীদের আন্দোলন কে পরিকল্পিতভাবে কোচিং বানিজ্য আন্দোলনে রুপ দেন।
 
বলা হয় যে , কোচিং বানিজ্যের বিরোধিতা করায় ইবরাহিম কে বদলি করা হয়েছে।  অথচ , খোজ নিয়ে জানা যায় ,তার গ্রুপের শিক্ষকরাই সবচেয়ে বেশি কোচিংয়ের সাথে জড়িত। সে নিজেও করোনার আগে কোচিং বানিজ্য করে অঢেল সম্পদের মালিক  হয়েছেন। 
এখানে পুরো ঘটনাটি অনেকটা  শুভঙ্করের ফাঁকির মতই। নিজেই নিজেই বদলির আদেশ বাতিলের দাবি ছাড়াও বিভিন্ন শিক্ষকদের বিরদ্ধে দূর্নীতির অভিযোগ আনেন ইবরাহিম। তার গ্রুপের অনেক শিক্ষকের মিথ্যে অভিযোগে কতিপয় শিক্ষক এখন বেকায়দায়। 
 
সঠিক ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিষয়টি সমাধান হোক এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

এমএসএম / এমএসএম

হোটেল–রিসোর্টের আড়ালে অনৈতিকতার বিস্তার, অভিযানে নড়েচড়ে বসল জেলা প্রশাসন

এনসিপি পার্থী হাসনাত আবদুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

বিএমএসএফ এর যুগ্ম সম্পাদক আরিফ রহমান এর সফল অস্ত্রোপচার

তর্ক-বিতর্কের অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবির আহমেদ ভূইয়া

ত্রিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা

বাগেরহাটে স্কুল মিল্ক কর্মসূচি উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন এডভোকেট হাবিবুর রহমান

ছাতকে সাংবাদিকের পেশাগত দায়িত্বে বাধা: অনলাইন প্রেসক্লাবের নিন্দা

নতুন পোশাকের দামে হাঁসফাঁস, রায়গঞ্জে স্বল্পমূল্যের শীতবস্ত্রে ভিড়

কোটালীপাড়ায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে ১৭ ব্যক্তির বিএনপিতে যোগদান

‎বাগেরহাটে মাছের ঘের থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার

ভোমরা শুল্ক স্টেশন কাস্টম অফিসের পরিচ্ছন্ন কর্মী বদরুলের বিরুদ্ধে সীমাহীন ঘুষ বাণিজ্যের অভিযোগ

সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযান: বাঁশের কেল্লা ধ্বংস, ৫টি বক অবমুক্ত