ঢাকা রবিবার, ২ নভেম্বর, ২০২৫

কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৪-১০-২০২৩ দুপুর ১:১০

কুড়িগ্রাম জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জেলার রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরি এলাকার পুলের ওপর নির্মিত ‘ফোর জে’ রেল সেতুটি বৃষ্টির কারণে দেবে যাওয়ায় শুক্রবার সন্ধ্যার পর থেকে এ জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান  কুড়িগ্রাম রেল স্টেশনের মাস্টার মো. শামসুজ্জোহা।

তিনি জানান, ঘনঘন বৃষ্টিপাতের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য ঝুঁকি না নিয়ে শুক্রবার সন্ধ্যার পর থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেনসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে পার্বতীপুরগামী লোকালগুলোর চলাচলও বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ।

এদিকে, কুড়িগ্রাম থেকে সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এ রুটের যাত্রীরা।মো. আলামিন নামের এক যাত্রী বলেন, ‘শনিবার রংপুর এক্সপ্রেসের আমার টিকিট করা আছে ঢাকা যাওয়ার জন্য। বাসে গেলে সমস্যা হয়, তাই ট্রেনে টিকিট করেছি। এখন ঢাকা যাবো কীভাবে!’

কুড়িগ্রাম পৌর শহরের আজিজুল ইসলাম নামের আরেক যাত্রী বলেন, ‘আমি ঢাকা যাওয়ার জন্য কুড়িগ্রাম এক্সপ্রেসে টিকিট করেছি। কিন্তু আজ জানতে পারলাম কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন সরাসরি কুড়িগ্রাম থেকে যেতে না পারলেও বিকল্প পথে কাউনিয়া অথবা লালমনিরহাট যেতে হবে। সেখান থেকে ট্রেনে উঠতে হবে।’

মোছা. রুবাইয়া নামের আরেক যাত্রী বলেন, ‘চাকরির জন্য খুলনা যেতে হবে। সকালে কুড়িগ্রাম এক্সপ্রেস ধরে পার্বতীপুর যাবো। সেখান থেকে রুপসা এক্সপ্রেস ধরে খুলনা যাবো। ট্রেন না চললে আমার জন্য এটা বড় সমস্যা।’

কুড়িগ্রাম রেল স্টেশনের মাস্টার মো. শামসুজ্জোহা বলেন, ‘রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সেতু মেরামত না হওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে। যাত্রীরা কাউনিয়া বা লালমনিরহাট থেকে ট্রেনটি ধরতে পারবেন। সেতুটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

এমএসএম / এমএসএম

চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ

‎সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ

চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি

কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার

মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ

পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ

তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি

বড়লেখায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার

জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা

ভূমিদস্যু গুলজারের বিরুদ্ধে থানায় অভিযোগ