বালাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা
প্রশিক্ষণ প্রাপ্তরা পায় না ঋণ, অর্থের বিনিময়ে ঋণ দেন আব্দুর রহিম
সিলেটের বালাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রহিম অর্থের বিনিময়ে ঋণ দিয়ে বালাগঞ্জে ঋণ খেলাপী করেছেন ২১ লক্ষ টাকা এমন অভিযোগ ওঠেছে।
সিলেট আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র যুব উন্নয়ন দপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ ও সার্টিফিকেট প্রাপ্ত বালাগঞ্জ উপজেলার একাধিক যুবককে ঋণ দেওয়ার কথা বলে বকসিস চান এই কর্মকর্তা। শুধু তাই নয়, উপজেলা সরকারি বাসভবনের বরাদ্দ না নিয়েই, বাসা ভাড়া না দিয়ে দম্ভ দেখিয়ে চলেন রহিম। উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্টরা তাকে ভাড়া দেওয়ার কথা বললে টনক নড়ে না রহিমের। এমন তথ্য উঠে এসেছে অনুসন্ধানের মাধ্যমে প্রতিবেদকের হাতে।
জানা গেছে, অপ্রশিক্ষণ প্রাপ্তদের সুযোগ করে দেন আব্দুর রহিম। রহিমের স্ত্রী ঢাকা সাভার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, ২ হাজার টাকার বিনিময়ে সার্টিফিকেট দেন তিনি। রহিম দম্পতি ঋণ নিয়েছেন এবং টাকার বিনিময়ে নিজের আয়ত্তে থাকা মানুষদের ঋণ দিয়েছেন। এজন্যই কি বালাগঞ্জে ২১ লক্ষ টাকা ঋণ খেলাপী ? আরো জানা গেছে, আব্দুর রহিম যে সরকারি বাসভবনে থাকেন। তার নামে উপজেলা পরিষদ থেকে কোনো বাসা বরাদ্দ দেওয়া হয়নি। বরাদ্দ না নিয়েই দীর্ঘদিন ধরে জোরপূর্বক বসবাস করে আসছেন রহিম। সরকারি বাসভবনের ভাড়া না দিয়ে দম্ভ দেখিয়ে চলেন ওই কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা তাকে ভাড়া দেওয়ার কথা বললে টনক নড়ে না রহিমের। প্রায় ৩ বছরের বাসা ভাড়া না দিয়ে থাকছেন রহিম।
নাম প্রকাশ না করার শর্তে বালাগঞ্জের একাধিক প্রশিক্ষণ প্রাপ্ত যুবক জানায়, সিলেট আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র যুব উন্নয়ন দপ্তর থেকে আউটসোর্সিং, গ্রাফিক্স ডিজাইন সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে, কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণের আবেদন করেন তারা। আব্দুর রহিম আবেদনকারীদের ব্যবসা প্রতিষ্টান যাচাই-বাচাই করেন। এরপরও ঋণ আবেদন ঝুলিয়ে রেখে দাবী করেন মোটা অংকের বকসিস।
সিলেট যুব উন্নয়ন দপ্তর থেকে গ্রাফিক্স ডিজাইনের উপর কোর্স সম্পূর্ণ করা এক প্রশিক্ষণার্থী বলেন, আব্দুর রহিমের ধারে সার্টিফিকেট নিয়ে প্রতিদিন যাওয়া আসা করেছি। ঋণ দিবেন বলে বলে তার পিছনে ঘুড়ান।
বিভাগীয় যুবপদক প্রাপ্ত যুবক শাহাব উদ্দিন শাহিন বলেন, আব্দুর রহিমের অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতার কারণে বালাগঞ্জ উপজেলার যুবকরা যুব উন্নয়ন অফিস থেকে কোনো সেবা পাচ্ছে না। রহিমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা না নিলে আগামী ১-লা নভেম্বর জাতীয় যুব দিবসের কর্মসূচি বয়কট করবে যুবকেরা।
এব্যাপারে বালাগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রহিম বলেন, আমি কোনো কিছু বলতে পারবো না। আমার অফিসার বক্তব্য দিতে মানা করেছেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম আহমদ উল্লা বলেন, আমি নতুন যোগদান করেছি, ঢাকায় কাজে আছি। আব্দুর রহিমের দায় আমি এবং আমার অফিস নেবে না। আর বক্তব্য দেওয়ার বিষয়ে তার সাথে কোনো কথাই হয়নি।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫