ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বন্ধুত্ব 


ডা. অপূর্ব চৌধুরী  photo ডা. অপূর্ব চৌধুরী
প্রকাশিত: ৮-৮-২০২১ বিকাল ৫:১৯
বন্ধুত্ব 
ডা. অপূর্ব চৌধুরী 
 
সবার জীবনে একজন আনন্দের মানুষ থাকা ভালো । একজন ভালো বন্ধু, একজন মানুষের সাথে বন্ধুত্ব । 
 
তেমন একজন হলেই যথেষ্ট । যার সাথে তিনি কখনো শিশু, কখনো পাগল । কখনো মন খারাপ করে দুটো কথা বলা, কখনো উচ্ছাসে পেটের সব কথা বলে ফেলা । 
 
এমন মানুষ হতে পার্টনার হবার দরকার নেই । মানুষটি বর কিংবা বৌ হতে হবে কথা নেই । মানুষটি বয়ফ্রেন্ড - গার্লফ্রেন্ড হতে হবে কথা নেই । একটি মানুষ হলেই চলে । 
 
যার ছায়া দেখলেও ভালো লাগে । তিনি সমবয়সী হতে হবে কথা নেই, তিনি কাছাকাছি বয়সের হতে হবে কথা নেই । তিনি অসম বয়সের হলেও কোনো সমস্যা নেই । 
 
তিনি হবেন বিন্দুর মাঝে সিন্ধু । তিনি কোথাও নেই, কিন্তু সবখানে আছেন । তার ভেতরে সবাই আছেন, কিন্তু একজন আলাদা আছেন । 
 
তিনি হঠাৎ মেঘের মতো আসবেন, বৃষ্টি মাখা সকালের হাসি দিয়ে চলে যাবেন । 
 
এমন সম্পর্ক সামাজিক হতে হবে কথা নেই, এমন সম্পর্ক অসামাজিক হলেও দোষের কিছু নেই । 
 
তিনি শরীর না ছুঁয়ে শরীর নিয়ে অবলীলায় মজা করতে পারেন । শারীরিক সম্পর্কটি তাদের জরুরি নয় । 
 
মন খারাপ হলে তারা গঙ্গার ধারে যাবে নাকি বুড়িগঙ্গার ঘোলা জল দেখবেন, তাদের ব্যাপার । 
 
হতে পারে তারা সম লিঙ্গের, হতে পারে তারা বিপরীত । তাদের বন্ধনকে কোনো নামে ডাকা যায় না, কোনো বন্ধনে ফেলা যায় না । 
 
তাদের পরস্পরের ব্যক্তিজীবনে পার্টনার থাকতে পারে, তাদের যার যার প্রাইভেট মুহূর্তগুলো যার যার মতো থাকবে । 
 
তারা কোথাও নেই, কিন্তু তারা দুজনের ভেতর দুজনে । তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালক সম্পর্কটি তাদের মাঝে । 
 
বন্ধুত্ব দেখার নয়, বন্ধুত্ব অনুভবের । বন্ধুত্ব পাওয়ার নয়, বন্ধুত্ব গড়ে ওঠার । 
 
এমন দুটো মানুষই আসল বন্ধু, বাকিসব বন্ধু হতে চাওয়ার । 
 
 
কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক 
লন্ডন, ইংল্যান্ড

এমএসএম / এমএসএম