বন্ধুত্ব
বন্ধুত্বডা. অপূর্ব চৌধুরীসবার জীবনে একজন আনন্দের মানুষ থাকা ভালো । একজন ভালো বন্ধু, একজন মানুষের সাথে বন্ধুত্ব ।তেমন একজন হলেই যথেষ্ট । যার সাথে তিনি কখনো শিশু, কখনো পাগল । কখনো মন খারাপ করে দুটো কথা বলা, কখনো উচ্ছাসে পেটের সব কথা বলে ফেলা ।এমন মানুষ হতে পার্টনার হবার দরকার নেই । মানুষটি বর কিংবা বৌ হতে হবে কথা নেই । মানুষটি বয়ফ্রেন্ড - গার্লফ্রেন্ড হতে হবে কথা নেই । একটি মানুষ হলেই চলে ।যার ছায়া দেখলেও ভালো লাগে । তিনি সমবয়সী হতে হবে কথা নেই, তিনি কাছাকাছি বয়সের হতে হবে কথা নেই । তিনি অসম বয়সের হলেও কোনো সমস্যা নেই ।তিনি হবেন বিন্দুর মাঝে সিন্ধু । তিনি কোথাও নেই, কিন্তু সবখানে আছেন । তার ভেতরে সবাই আছেন, কিন্তু একজন আলাদা আছেন ।তিনি হঠাৎ মেঘের মতো আসবেন, বৃষ্টি মাখা সকালের হাসি দিয়ে চলে যাবেন ।এমন সম্পর্ক সামাজিক হতে হবে কথা নেই, এমন সম্পর্ক অসামাজিক হলেও দোষের কিছু নেই ।তিনি শরীর না ছুঁয়ে শরীর নিয়ে অবলীলায় মজা করতে পারেন । শারীরিক সম্পর্কটি তাদের জরুরি নয় ।মন খারাপ হলে তারা গঙ্গার ধারে যাবে নাকি বুড়িগঙ্গার ঘোলা জল দেখবেন, তাদের ব্যাপার ।হতে পারে তারা সম লিঙ্গের, হতে পারে তারা বিপরীত । তাদের বন্ধনকে কোনো নামে ডাকা যায় না, কোনো বন্ধনে ফেলা যায় না ।তাদের পরস্পরের ব্যক্তিজীবনে পার্টনার থাকতে পারে, তাদের যার যার প্রাইভেট মুহূর্তগুলো যার যার মতো থাকবে ।তারা কোথাও নেই, কিন্তু তারা দুজনের ভেতর দুজনে । তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালক সম্পর্কটি তাদের মাঝে ।বন্ধুত্ব দেখার নয়, বন্ধুত্ব অনুভবের । বন্ধুত্ব পাওয়ার নয়, বন্ধুত্ব গড়ে ওঠার ।এমন দুটো মানুষই আসল বন্ধু, বাকিসব বন্ধু হতে চাওয়ার ।
এমএসএম / এমএসএম
কবি অনিতা আনন্দ কবিতার জন্মদিন আজ
রঙ্গ ব্যঙ্গ
একজন ফাঁকিবাজ
বৃষ্টি ভালোবাসো!
নিষ্ফল ডায়েট
মুখোশ
অনিকেত জীবনের গল্প
আজ ২২শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ: ‘সুদিন ফিরে আসছে’
বহুরূপী
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা
একুশ ও আমরা
মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
Link Copied