ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন দোহারের কৃতি সন্তান আতিকুর রহমান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-১০-২০২৩ বিকাল ৫:৩৬

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন দোহার উপজেলার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা মুহম্মদ আতিকুর রহমান। পূর্বে তিনি দুইবার একই পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। 

ঢাকার দোহার উপজেলার লটাখোলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান পরিবেশকর্মী মুহম্মদ আতিকুর রহমান ১৯৯৫ সালে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৭ সালে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ কৃতিত্বের সাথে পাশ করেন। ছাত্ররাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কাজের হাতেখড়ি হয় মাস্টারদা সূর্যসেন হল ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই।  

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির পোলিং এজেন্ট প্রশিক্ষণ ইউনিটের সদস্য ও মাস্টার ট্রেইনার হিসেবে কাজ করেন। ঢাকা-o১ সংসদীয় আসনে পোলিং এজেন্ট সাপোর্ট সেন্টার, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ, দ্রুত ফলাফল গণনা ও ভোট কেন্দ্রের সাথে ২৪ ঘন্টা যোগাযোগের জন্য কল সেন্টার স্থাপন ও পরিচালনা করেন। এছাড়াও এসএমএস, লিফলেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গঠনমূলক ও তথ্যমূলক প্রচার করে রাজনীতিতে ইতিবাচক ধারার সৃষ্টি করেছিলেন। 

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেনকে ধন্যবাদ জানিয়ে আতিকুর রহমান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে, দেশের পরিবেশ রক্ষায় আরো বেশি কাজ করতে হবে। তরুনদের পরিবেশ ভাবনা ও উদ্যোগ নিয়ে আরো বেশি এগিয়ে আসতে হবে। সবাইকে সচেতন করতে হবে। এসময় তিনি দেশের সবাইকে অন্তত তিনটি করে গাছের চারা রোপণের আহবান জানান। 

আতিক দীর্ঘদিন দায়িত্ব পালন করেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক পদে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে। তাছাড়া তৎকালীন ঢাকাস্থ দোহার উপজেলা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি হিসেবে ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করেছেন দীর্ঘদিন। নটরডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সক্রিয় সদস্য হিসেবে ও গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট  -এর কেন্দ্রীয় কমিটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন নিয়মিত। তিনি পরিবেশ নিয়ে নিজে যেমন কাজ করে যাচ্ছেন, এলাকার ছাত্র ও যুবকদের কাজ করার জন্য সর্বদা উৎসাহিত করে থাকেন এবং তার ব্যক্তিগত উদ্যোগে স্কুল ভিত্তিক ধারাবাহিক পরিবেশ সচেতনতামুলক ক্যাম্পেইন "সবুজ স্কুল সবুজ দেশ, গড়বো দ্রুত বাংলাদেশ" পরিচালনা করে যাচ্ছেন। ইতোমধ্যে সেই ক্যাম্পেইনের ২২তম কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। দোহার ও নবাবগঞ্জ উপজেলার সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন পরিচালনা করার প্রত্যাশায় এগিয়ে যাচ্ছেন। 

এছাড়া সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সবাইকে সহায়তা করে যাচ্ছেন সে। বর্তমানে বেসরকারী একটি টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত থাকার পাশাপাশি সামাজিক ও পরিবেশ উন্নয়নমূলক কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন। অসম্ভব এই বিনয়ী মানুষটি সব সময় শিক্ষার্থীদের সাথে থেকে শিক্ষাকে উৎসাহিত করে যাচ্ছেন। অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং আর্থিকভাবে সাহায্য করেন নিয়মিত। দোহার উপজেলা তথা বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও সবুজ দেশ হিসেবে গড়তে বদ্ধপরিকর তিনি৷

এমএসএম / এমএসএম

হোটেল–রিসোর্টের আড়ালে অনৈতিকতার বিস্তার, অভিযানে নড়েচড়ে বসল জেলা প্রশাসন

এনসিপি পার্থী হাসনাত আবদুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

বিএমএসএফ এর যুগ্ম সম্পাদক আরিফ রহমান এর সফল অস্ত্রোপচার

তর্ক-বিতর্কের অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবির আহমেদ ভূইয়া

ত্রিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা

বাগেরহাটে স্কুল মিল্ক কর্মসূচি উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন এডভোকেট হাবিবুর রহমান

ছাতকে সাংবাদিকের পেশাগত দায়িত্বে বাধা: অনলাইন প্রেসক্লাবের নিন্দা

নতুন পোশাকের দামে হাঁসফাঁস, রায়গঞ্জে স্বল্পমূল্যের শীতবস্ত্রে ভিড়

কোটালীপাড়ায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে ১৭ ব্যক্তির বিএনপিতে যোগদান

‎বাগেরহাটে মাছের ঘের থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার

ভোমরা শুল্ক স্টেশন কাস্টম অফিসের পরিচ্ছন্ন কর্মী বদরুলের বিরুদ্ধে সীমাহীন ঘুষ বাণিজ্যের অভিযোগ

সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযান: বাঁশের কেল্লা ধ্বংস, ৫টি বক অবমুক্ত