ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন দোহারের কৃতি সন্তান আতিকুর রহমান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-১০-২০২৩ বিকাল ৫:৩৬

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন দোহার উপজেলার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা মুহম্মদ আতিকুর রহমান। পূর্বে তিনি দুইবার একই পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। 

ঢাকার দোহার উপজেলার লটাখোলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান পরিবেশকর্মী মুহম্মদ আতিকুর রহমান ১৯৯৫ সালে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৭ সালে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ কৃতিত্বের সাথে পাশ করেন। ছাত্ররাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কাজের হাতেখড়ি হয় মাস্টারদা সূর্যসেন হল ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই।  

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির পোলিং এজেন্ট প্রশিক্ষণ ইউনিটের সদস্য ও মাস্টার ট্রেইনার হিসেবে কাজ করেন। ঢাকা-o১ সংসদীয় আসনে পোলিং এজেন্ট সাপোর্ট সেন্টার, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ, দ্রুত ফলাফল গণনা ও ভোট কেন্দ্রের সাথে ২৪ ঘন্টা যোগাযোগের জন্য কল সেন্টার স্থাপন ও পরিচালনা করেন। এছাড়াও এসএমএস, লিফলেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গঠনমূলক ও তথ্যমূলক প্রচার করে রাজনীতিতে ইতিবাচক ধারার সৃষ্টি করেছিলেন। 

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেনকে ধন্যবাদ জানিয়ে আতিকুর রহমান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে, দেশের পরিবেশ রক্ষায় আরো বেশি কাজ করতে হবে। তরুনদের পরিবেশ ভাবনা ও উদ্যোগ নিয়ে আরো বেশি এগিয়ে আসতে হবে। সবাইকে সচেতন করতে হবে। এসময় তিনি দেশের সবাইকে অন্তত তিনটি করে গাছের চারা রোপণের আহবান জানান। 

আতিক দীর্ঘদিন দায়িত্ব পালন করেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক পদে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে। তাছাড়া তৎকালীন ঢাকাস্থ দোহার উপজেলা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি হিসেবে ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করেছেন দীর্ঘদিন। নটরডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সক্রিয় সদস্য হিসেবে ও গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট  -এর কেন্দ্রীয় কমিটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন নিয়মিত। তিনি পরিবেশ নিয়ে নিজে যেমন কাজ করে যাচ্ছেন, এলাকার ছাত্র ও যুবকদের কাজ করার জন্য সর্বদা উৎসাহিত করে থাকেন এবং তার ব্যক্তিগত উদ্যোগে স্কুল ভিত্তিক ধারাবাহিক পরিবেশ সচেতনতামুলক ক্যাম্পেইন "সবুজ স্কুল সবুজ দেশ, গড়বো দ্রুত বাংলাদেশ" পরিচালনা করে যাচ্ছেন। ইতোমধ্যে সেই ক্যাম্পেইনের ২২তম কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। দোহার ও নবাবগঞ্জ উপজেলার সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন পরিচালনা করার প্রত্যাশায় এগিয়ে যাচ্ছেন। 

এছাড়া সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সবাইকে সহায়তা করে যাচ্ছেন সে। বর্তমানে বেসরকারী একটি টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত থাকার পাশাপাশি সামাজিক ও পরিবেশ উন্নয়নমূলক কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন। অসম্ভব এই বিনয়ী মানুষটি সব সময় শিক্ষার্থীদের সাথে থেকে শিক্ষাকে উৎসাহিত করে যাচ্ছেন। অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং আর্থিকভাবে সাহায্য করেন নিয়মিত। দোহার উপজেলা তথা বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও সবুজ দেশ হিসেবে গড়তে বদ্ধপরিকর তিনি৷

এমএসএম / এমএসএম

চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ

‎সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ

চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি

কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার

মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ

পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ

তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি

বড়লেখায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার

জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা

ভূমিদস্যু গুলজারের বিরুদ্ধে থানায় অভিযোগ