ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নরসিংদীতে তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিকঃ স্বাস্থ্য সেবা বঞ্চিত সাধারণ মানুষ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-১০-২০২৩ দুপুর ৩:৩৫

নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দপুর কমিউনিটি ক্লিনিকে সারা মাস জুড়েই থাকে তালাবদ্ধ, এতে করে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে ঐ গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ। 

গত মঙ্গলবার (১৭ অক্টোবর) সৈয়দপুর কমিউনিটি ক্লিনিকে সরেজমিনে গিয়ে দুপুড় ১২ টায় দেখা যায় কমিউনিটি ক্লিনিটের ভবনের মূল ফটকে তালা ঝুঁলছে। স্থানীয়রা বলছে, এখানকার চিকিৎসক সহ দায়িত্বরতরা তাদের ইচ্ছে মতো খোলা রাখে এই ক্লিনিক। 

চিকিৎসক অনুপস্থিত এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) এর দায়িত্বে জিয়াউল হক (ডলার) থাকলেও সরেজমিনে গিয়ে সেখানে তাকে পাওয়া যায়নি। যদিও সকাল ৯টা থেকে দুপুড় ৩টা পর্যন্ত তার থাকার কথা। 

জানাযায়, শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এই স্লোগানে সারা দেশের মতো এখানকার গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই গড়ে তোলা হয়েছে এই সৈয়দপুর কমিউনিটি ক্লিনিক কিন্তু বর্তমানে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) এর দায়িত্ব পাওয়া জিয়াউল হক (ডলার) এর মতো অসাধু ব্যক্তি থাকার কারণে এই ক্লিনিক থেকে কোনো রকম স্বাস্থ্য সেবা পাচ্ছে না এলাকাবাসী। এতে করে গ্রামের প্রায় কয়েক হাজার সাধারণ মানুষ সরকারের দেওয়া এমন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। 

স্থানীয়রা জানায়, এই ক্লিনিকের চিকিৎসকদের মাসে একবার দেখা যায় তাও নিয়মিত না, তারা কখনো এখানে নিয়মিত বসেন না এমনি তাদের দ্বারা কোনো রকম চিকিৎসাও পায়না সাধারণ মানুষ। এতে করে স্থানীয়রা বাড়ির কাছে সরকারের এমন সুবিধা দেওয়ার পরও ভোগ করা সম্ভব হচ্ছে না। আরো ভোগান্তি নিয়ে যেতে হচ্ছে টাকা খরচ করে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে। 

১২টা বাজতেই কমিউনিটি ক্লিনিক কেন তালাবদ্ধ এ বিষয়ে জানতে (সিএইচসিপি) এর দায়িত্বে থাকা জিয়াউল হক কে মুঠোফোনে কল করলে তিনি জানান, তিনি কাজে বাইরে আছে। এবং তিনি মাসে একবার কেন ক্লিনিকে আসেন এ প্রশ্ন করলে তিনি বলেন, আমি সব সময় চেষ্টা করি আসার জন্য। 

এ বিষয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, এ বিষয়ে আমরা তদন্ত করছি সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত