ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

বঙ্গমাতার জন্মদিনে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৮-৮-২০২১ বিকাল ৬:১৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জননী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে রোববার (৮ ‍আগস্ট) গাজীপুরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণের আয়োজন করা হয়। 
 
বাউবি : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত। ৯১তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আয়োজিত জুম ওয়েবিনারে প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনীতিক ও বঙ্গবন্ধু পরিবারের একান্ত সহজন তোফায়েল আহমেদ এম.পি।
 
এ সময় তিনি বলেন, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল কর্ম প্রেরণার উৎস। বঙ্গবন্ধুকে তিনি ছায়ার মতো আগলে রাখতেন। সাহস, ধৈর্য্য, কষ্ট সহিষ্ণুতায় তিনি সর্বদাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করেছিলেন। বঙ্গমাতা জানতেন বঙ্গবন্ধু কী চান, সে আদর্শেই নিজের জীবনকে উজ্জীবিত করতেন।
 
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, বঙ্গমাতার জীবন ও আদর্শ ছিল শেখ মুজিবের জীবনাদর্শ বাস্তবায়নের পথরেখা। বঙ্গবন্ধু যখন কারাগারে, তখন বেগম মুজিব তার কাছে আসা সকল রাজনৈতিক নেতাকর্মীদের বঙ্গবন্ধুর দিক নির্দেশনার কথা বলতেন। তার সেই অবদান যথাযথভাবে মূল্যায়ন করা আমাদের কর্তব্য। 
 
আলোচনা সভায় অংশ নেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু (প্রশাসন), উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন (শিক্ষা), ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল  রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম ও তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার প্রমুখ।
 
জুম ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ফেইসবুক, ওপেন টিভি ও ওয়েব টিভিতে সরাসরি সম্প্রচার হয়।  
 
বশেমুরকৃবি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ ছাত্রী হলে বঙ্গমাতার প্রতিকৃতিতে সকালে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশ ও জাতির জন্য বেগম ফজিলাতুন্নেছা মুজিদের অপরিসীম ত্যাগ, তিতিক্ষা ও অবদানের জন্য জাতি তাঁকে বঙ্গমাতা খেতাবে ভূষিত করেছে। স্বাধীনতা আন্দোলনসহ বাংলাদেশের সার্বিক ক্ষেত্রে বঙ্গমাতার এ অসামান্য অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন।
 
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বিশেষ অতিথি বিশ্ববদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক  তোফায়েল আহমেদ এবং সভাপতিত্ব করেন হল প্রভোস্ট ড. ফারহানা হক। আলোচনা ও দোয়া মাহফিল শেষে হল প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়াসহ উপস্থিত অন্যান্য শিক্ষকগণ ফলদ বৃক্ষের চারা রোপন করেন।
 
ডুয়েট : বঙ্গমাতা জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ডুয়েট) এ ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে অংশগ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক।
 
অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধুর সহধর্মিণী ও সর্বময় প্রেরণাদাত্রী হিসেবে বঙ্গমাতা বাঙালি জাতিকে স্বপ্নের প্রতিটি সিঁড়িতে এগিয়ে যাবার অনুপ্রেরণা যুগিয়েছেন। তিনি এ সময় বঙ্গমাতার জীবনী গবেষণার জন্য দেশের বুদ্ধিজীবীদের আহবান জানান।
 
সভায় উপাচার্য বলেন, বাঙালি ও বাংলাদেশের ইতিহাস নির্মাণে বঙ্গবন্ধুর অবদানের কথা বলতে গেলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কথা অবিচ্ছেদ্যভাবেই এসে যায়। বঙ্গমাতার জীবনী চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।
 
স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। 

এমএসএম / জামান

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম