ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-১০-২০২৩ দুপুর ১২:৫৮

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির দাবিতে তারা এই অবরোধ করেছেন।

আজ সোমবার সকাল থেকে কালিয়াকৈরে উপজেলার মৌচাক এলাকায় অবরোধ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সোয়া ১২টা) মহাসড়ক অবরোধ করে ২৩ হাজার টাকা বেতনের দাবিতে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।

সরেজমিনে দেখা যায়, জয়দেবপুরের বাইপাস সড়ক থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকার পেপসি ফ্যাক্টরি গেট সংলগ্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছেন শতশত শ্রমিক। 

বিক্ষুব্ধ শ্রমিকরা বে-ফুট নামক একটি কারখানার ভেতরে ভাঙচুর চালিয়েছেন। এ সময় তারা আসবাবপত্র, গ্লাসসহ মূল্যবান মালামাল ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, তাদের যে বেতন দেওয়া হয় তাতে সংসার চলে না। ঘর ভাড়া দিয়ে তিনবেলা পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য তাদের নেই। বর্তমান বাজার বিবেচনায় তারা মাসিক ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার আহ্বান জানান।

গাজীপুর-১ শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। 

মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি মো. শহিদুল ইসলাম বলেন, শতশত শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন। যেসব কারখানার শ্রমিকরা আন্দোলনে অংশ না নিয়ে কাজ করছিলেন তাদেরকেও কারখানা থেকে বের করে আনা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন। 

এমএসএম / এমএসএম

অবৈধ দলিলের রায় স্থগিতের দাবিতে রায়গঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

খালেদা জিয়াকে মামলা দেয়া আশিকের নড়াইলে জুলাই আহত তালিকাভুক্তিতে হইচই

মাদকমুক্ত ও উন্নত বাঘা-চারঘাট গড়তে প্রতিশ্রুতিবদ্ধ আরিফুল ইসলাম বিলাত

কেএপিজেড আন্দোলন থেকে আনোয়ারা কর্ণফুলীর গণ মানুষের নেতা হয়ে ওঠে এহসান এ খাঁন

সেমিনারের তারিখে ভুল: নরসিংদীতে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচি নিয়ে আলোচনা

সাতকানিয়া পিডিবিতে চলছে হরিলুট, নীরবে কাঁদছে পিডিবির গ্রাহকরা

স্বামীকে রেখে প্রেমিকের হাত ধরে পালালেন বাকেরগঞ্জের এক তরুণী

স্কুল শিক্ষকের সঙ্গে পালালেন ৪ সন্তানের জননিপ্রতিবাদে স্বামীর ঝাড়ু মিছিল

ক্লাসে তিন ছাত্রীকে পেটানোর অভিযোগে খণ্ডকালীন শিক্ষককে অব্যাহতি

ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরন

সরকারি প্রাথমিক স্কুলে আগের মতোই পরীক্ষার ফি চালুর প্রস্তাব

আওয়ামী সুবিধাভোগী আশুলিয়ার গাজী নাছরিন এখনো ধরাছোঁয়ার বাইরে

মনিরামপুরে ভবদহ পরিদর্শনে শেষে ধানের শীষে ভোট প্রার্থনা করে গণসংযোগে অগ্নি