খালিয়াজুরীতে পূজার নিরাপত্তার দায়িত্ব দিবে বলে আনসার সদস্যদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ

নেত্রকোণার খালিয়াজুরীতে শারদীয় দূর্গোৎসবে বিভিন্ন মন্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রত্যেক আনসারদের কাছ থেকে পাঁচ-ছয় শত টাকার নেওয়ার অভিযোগ উঠেছে। বিনিময়ে পূজা মন্ডপে আনসার সদস্যদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।
অফিস সূত্রে জানা যায়, খালিয়াজুরীতে ৪৫ টি পূজা মন্ডপের বিপরীতে মোট ২৯০ জন আনসার নিয়োগ প্রদান করা হয়। তাদের অধিকাংশ আনসারদের কাছ থেকে তাদের পিসির (প্লাটুন কমান্ডার) মাধ্যমে পাঁচশত টাকা করে নেওয়া হয়।
পূজোর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার কেনু মিয়া, মন্নাফ, রন, সারোয়ার জানায়, বিভিন্ন পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্ব দিব বলে প্লাটুন কমান্ডর (পিসি), জহরলাল, আব্দুল হান্নান, অসীম বিশ্বাস তারা জানায় তাদের প্রতিজনের কাছ থেকে পাঁচ-ছয় শত টাকার দিতে বলে। উল্লেখিত টাকা না দিলে তাদেরকে (আনসার) কোন দায়িত্ব দেওয়া হবে না বলে জানিয়ে দেয়। আমাদের কাছ থেকে এই টাকা নেওয়া হয়।
টাকা নেওয়ার বিষয়ে পিসি অসীম বিশ্বাস বলেন, আমি কোন টাকা নেই নাই। আরেক পিসি জহরলাল বলেন, আমার সাথে শত্রুতা করে এসব কথা বলা হচ্ছে এবং মিথ্যা বলে চলে যান তিনি।
তথ্য নিতে উপজেলা আনসার ভিভিপির কর্মকর্তার কাছে গেলে, সামনে বসে থাকা আব্দুল হান্নান বলেন, সরকার আমাদের কি দেয়? নিলে তো নিতেই পারি। আপনি নিউজ করেন কোন সমস্যা নাই।
খালিয়াজুরী উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোঃ জুয়েল মিয়া (ভারপ্রাপ্ত) বলেন, এমন ধরণের কোন অভিযোগ আমার জানা নেই।তবে ঘটনার তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সহকারী জেলা কমান্ডর মোঃ আব্দুস সামাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এমন ধরণের কোন অভিযোগ আমার জানা নেই। যেসব প্লাটুন কমান্ডারগণ (পিসি) এইসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে আপনি জেলা কমান্ডার স্যারের সাথে যোগাযোগ করতে বলেন।
নেত্রকোণা জেলা কমান্ডার গোলাম মৌলা তুহিনের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এমন ধরণের কোন অভিযোগ আমার জানা নেই। তাছাড়া ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আনসারদের পূজোর নিরাপত্তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তাদের কাছ থেকে টাকার নেওয়ার কোন নির্দেশ নেই। প্রশিক্ষণ প্রাপ্তদের পূজোর নিরাপত্তার জন্য ৬ দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, খালিয়াজুরী আনসার ভিডিপির কর্মকর্তার সাথে যোগাযোগ করে অভিযোগের বিষয়টা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক
Link Copied