ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

খালিয়াজুরীতে পূজার নিরাপত্তার দায়িত্ব দিবে বলে আনসার সদস্যদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৩-১০-২০২৩ দুপুর ১:৫৪
নেত্রকোণার খালিয়াজুরীতে শারদীয় দূর্গোৎসবে বিভিন্ন মন্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রত্যেক আনসারদের কাছ থেকে পাঁচ-ছয় শত টাকার নেওয়ার অভিযোগ উঠেছে। বিনিময়ে পূজা মন্ডপে আনসার সদস্যদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।
 
অফিস সূত্রে জানা যায়, খালিয়াজুরীতে ৪৫ টি পূজা মন্ডপের বিপরীতে মোট ২৯০ জন আনসার নিয়োগ প্রদান করা হয়। তাদের অধিকাংশ আনসারদের কাছ থেকে তাদের পিসির (প্লাটুন কমান্ডার) মাধ্যমে পাঁচশত টাকা করে নেওয়া হয়। 
 
পূজোর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার কেনু মিয়া, মন্নাফ, রন, সারোয়ার জানায়, বিভিন্ন পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্ব দিব বলে প্লাটুন কমান্ডর (পিসি), জহরলাল, আব্দুল হান্নান, অসীম বিশ্বাস তারা জানায় তাদের প্রতিজনের কাছ থেকে পাঁচ-ছয় শত টাকার দিতে বলে। উল্লেখিত টাকা না দিলে তাদেরকে (আনসার) কোন দায়িত্ব দেওয়া হবে না বলে জানিয়ে দেয়। আমাদের কাছ থেকে এই টাকা নেওয়া হয়।
টাকা নেওয়ার বিষয়ে পিসি অসীম বিশ্বাস বলেন, আমি কোন টাকা নেই নাই। আরেক পিসি জহরলাল বলেন, আমার সাথে শত্রুতা করে এসব কথা বলা হচ্ছে এবং মিথ্যা বলে চলে যান তিনি। 
 
তথ্য নিতে উপজেলা আনসার ভিভিপির কর্মকর্তার কাছে গেলে, সামনে বসে থাকা আব্দুল হান্নান বলেন, সরকার আমাদের কি দেয়? নিলে তো নিতেই পারি। আপনি নিউজ করেন কোন সমস্যা নাই।
 
খালিয়াজুরী  উপজেলা আনসার ভিডিপির  কর্মকর্তা মোঃ জুয়েল মিয়া (ভারপ্রাপ্ত) বলেন, এমন ধরণের কোন অভিযোগ আমার জানা নেই।তবে ঘটনার তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
 
এ বিষয়ে সহকারী  জেলা কমান্ডর মোঃ আব্দুস সামাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এমন ধরণের কোন অভিযোগ আমার জানা নেই। যেসব প্লাটুন কমান্ডারগণ (পিসি) এইসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে আপনি জেলা কমান্ডার স্যারের সাথে যোগাযোগ করতে বলেন। 
 
নেত্রকোণা জেলা কমান্ডার গোলাম মৌলা তুহিনের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এমন ধরণের কোন অভিযোগ আমার জানা নেই। তাছাড়া ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আনসারদের পূজোর নিরাপত্তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তাদের কাছ থেকে টাকার নেওয়ার কোন নির্দেশ নেই। প্রশিক্ষণ প্রাপ্তদের পূজোর নিরাপত্তার জন্য ৬ দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, খালিয়াজুরী আনসার ভিডিপির কর্মকর্তার সাথে যোগাযোগ করে অভিযোগের বিষয়টা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ

বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা

নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা

চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে

বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩

নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি

সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা

ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র‍্যালী অনুষ্ঠিত

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই