ঝল মলে রোদের দিনে

ঝলমলে রোদ দেখেই বাড়ি থেকে বেড়িয়ে ছিলাম। গন্তব্য স্থানের মাঝামাঝি রাস্তাতে আসতে আসতেই দেখলাম আকাশে মেঘ করেছে। এই বুঝি নামবে বৃষ্টি । আমার সান গ্লাসটা চোখ থেকে সরিয়ে কপালের উপরে চুলের ভাজে গুজে দিলাম। গাড়ি থেকে নামার সাথে সাথে একঝাক তুষার ঝাঁপিয়ে পরতে থাকলো চারপাশে। খুব অল্প সময়ের মধ্যেই আমার গাড়িটি তুষারের চাদরে আবৃত হতে থাকলো। আমি গাড়ির পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। সূর্যটাকে ঢেকে দেবার জন্য মেঘেরা ব্যস্থ হয়ে লুটিপুটি খাচ্ছে সূর্যের চারপাশে। সূর্য তার নিজস্ব ক্ষমতা হারিয়ে কেমন যেনো নির্জীব হয়ে পড়েছে। সূর্যকে দেখে মনে হচ্ছিল একটি গোল চাঁদ । স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে সে মেঘদের খেলা দেখছে। আর আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলাম তুষার পরা আর মেঘ সূর্যের খেলার দিকে।মনে হচ্ছিল এমন সুন্দর দৃশ্য আমি আর জীবনে কখনো দেখিনি। তুষার আমাকে সিক্ত করে তুলছে, আমি দুহাত বাড়িয়ে তুষারকে অনুভব করছিলাম,দেখছিলাম সূর্যের পরাজয় বরণ করার অপরূপ দৃশ্য ।
আমি এমন অনেক কিছু দেখেই মুগ্ধ হই এবং প্রতি বারই আমার মনে হয় এমন সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি গাছের আড়ালে লুকিয়ে থাকা জ্যোৎস্নার আলো দেখে। আমি আমার অতীতে হারিয়ে যাই যখন মুষল ধারে বৃষ্টি ঝরে। সে বৃষ্টি আমাকে উড়িয়ে নিয়ে যায় আমার কিশোর জীবনে । বৃষ্টি ধারা আমাকে মনে করিয়ে দেয় তরুন বয়সের ভালোবাসার কথা ।
অনেক কিছুই আমাকে বর্তমান থেকে অতীতে এনে দাড় করিয়ে দেয়। আর তখন আমি হারিয়ে যাওয়া স্মৃতির বেদনাতে ভাসতে থাকি। মাঝে মাঝে মনে হয় বর্তমানের অস্তিত্ব খুবই ছোট জীবনে। এক মিনিট আগে যা ঘটে গেলো সেতো অতীত হয়ে গেলো । জীবনে অতীতের অস্তিত্ব অনেক বেশী। অতীতের কাঁধে ভর করেই আমরা বর্তমানে এসে দাড়াই আর বর্তমান হাত ধরে আমাদের নিয়ে যায় আজানা ভবিষ্যতের দিকে। অতীত বসে থাকে আমাদের মনে পাকাপোক্ত হয়ে। খুব কম মানুষই আছে যারা তাদের মনের গভীরে লুকিয়ে থাকা অতীতকে ভুলে যায়। সে অতীত হোক আনন্দের বা দুঃখের কিংবা আনন্দ দুঃখ মিলানো একটি অধ্যায়। বর্তমান গতিময় স্রোতের মতো ভেসে চলে। সে সারাক্ষণ তাকিয়ে থাকে তার গতিসীমা কখন এসে দাঁড়াবে ভবিষ্যতের দ্বারে। এইতো বসেছিলাম সূর্য আর তুষারকে নিয়ে লিখবো বলে এখন আমি এগিয়ে গেলাম নিজের অজান্তে অন্য পথে।
এমএসএম / এমএসএম

বৃষ্টি ভালোবাসো!

নিষ্ফল ডায়েট

মুখোশ

অনিকেত জীবনের গল্প

আজ ২২শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ: ‘সুদিন ফিরে আসছে’

বহুরূপী

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা

একুশ ও আমরা

মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া

অপূর্ব চৌধুরী'র নতুন বই

সাহায্যের হাত বাড়াই
