ট্রাক-অটোরিকশা-পাওয়ার টিলারের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
পাবনার ঈশ্বরদীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালোইঞ্জিনচালিত পাওয়ার টিলারের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন আরও দুজন। বুধবার সকাল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক সড়কের সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও একই উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)।
আহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশারচালক রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহাবুল হোসেন (৩২) ও অটোরিকশার যাত্রী পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামের আলা মণ্ডলের ছেলে আব্দুল মালেক (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় খড়ি বহনকারী একটি শ্যালোইঞ্জিনচালিত পাওয়ার টিলার, সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মারা যান। গুরুতর আহত সিএনজিচালিত অটোরিকশাচালক ও আরেক যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এছাড়া দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
কনকনে শীতে টুঙ্গিপাড়ায় মানবিক উদ্যোগ, রাতের আঁধারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
তারাগঞ্জে পৃথক অভিযানে ১ লাখ টাকা জরিমানা
দীর্ঘদিন পরে আমরা বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছি ঠাকুরগাঁওয়েঃ মির্জা ফখরুল
আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও শেখ মো. আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতা গ্রেফতার
কুমিল্লা-৯ সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম
দেশ এখন এক ক্লান্তিকর পর্যায় অতিক্রম করছেঃ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
চট্টগ্রাম–১৩ আসনে যুবদল নেতা হামিদুল ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ
নেত্রকোনার মদনে নবম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার
গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামানের মনোনয়নপত্র জমা
দাউদকান্দিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন
কুষ্টিয়া-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন প্রকৌশলী জাকির হোসেন সরকার